Shebaru

কারিগরি শিক্ষা বোর্ড এ দরখাস্ত লেখার নিয়ম

কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড এ দরখাস্ত লেখার নিয়ম

তারিখ: ১২ ডিসেম্বর, ২০২২

বরাবর

পরীক্ষা নিয়ন্ত্রক/সচিব
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।

বিষয়: একাডেমিক ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে) বোর্ড থেকে সরাসরি আমার হাতে প্রদান প্রসঙ্গে।

মাধ্যম: আশুতোষ চক্রবর্ত্তী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনষ্টিটিউট, মুরাদপুর, চট্টগ্রাম।

জনাব
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ মাসুদ রানা (MD Masud Rana), পিতা: মোঃ শফি উল্লাহ, ডিল্পোমা ইন ইলেকট্রিক্যাল, সেশন- ২০১৬-২০১৭, রেজিস্ট্রেশন- ২১৫২৩৪। আমার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে) যেটি এখনও কলেজে প্রেরণ করা হয়নি। বিদেশী বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে) পাওয়া জরুরী। পরবর্তীতে কলেজের কাছে আমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ব্যাপারে দায় থাকবে না।
অতএব অনুগ্রহকরে বোর্ড থেকে সরাসরি আমার হাতে একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিয়ে বাধিত করবেন।

নিবেদক

মোঃ মাসুদ রানা
মোবাইল: ০১৬১৬৩৩৫৩৪৯
পদ্মা অয়েল কোম্পানি কলোনি, ডাকঘর- মধ্য পতেঙ্গা, থানা- পতেঙ্গা, জেলা- চট্টগ্রাম।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top