Shebaru

চিঠি লেখার নিয়ম: ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ

how to write a letter

চিঠি লেখার নিয়ম: ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ

November 15, 2022                                                                Ref. No. 2022/001/001

বরাবর
Managing Director

LAMBDA TECHNOLOGIES LIMITED

2/4 Block-G, 3rd Floor, Kazi Nazrul Islam Road, Lalmatia, Mohammadpur, Dhaka-1207

বিষয়: সেবারু ডট কম এর কার্যক্রমে সহায়তা প্রদান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে।

জনাব,
আস্সালামু আলাইকুম।
সেবারু ডট কম শিক্ষা-গবেষণা, আইটি, কনসালটেন্সিসহ বিভিন্ন সৃজনধর্মী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠান কে কেন্দ্র করে অনেক সেবা গ্রহণকারী তৈরি হয়েছে। সেবারু ডট কমের এর ব্যবসা ও সেবা প্রসারের জন্য আপনার ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ ও এর কার্যক্রমে সহায়তা প্রদান কাম্য, যেমন, সেবারু আয়োজিত প্রোগ্রামে প্রধান অতিথি বা সভাপতি হিসেবে দায়িত্ব পালন, সেবারুর সার্ভিস ও সেবা সম্পর্কে চুড়ান্ত কাউন্সিলিং ও দিকনির্দেশনা প্রদান ইত্যাদি।

সুতরাং আপনাকে আমরা সেবারু ডটকমের এর ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তাব করছি। আর বার্ষিক কম্পানি ঘোষিত সুবিধা প্রদানের আশা পোষণ করছি। এবং আপনার অফিসের সামনে একটি সেবারুর লোগোসহ নাম প্রদর্শন করার অনুমতি চাচ্ছি। সেই সাথে আপনার অফিস স্পেস প্রয়োজন অনুসারে ব্যবহারের অনুমতি চাচ্ছি। বিনিময়ে প্রতিষ্ঠান প্রফিটে আসলে ভাড়া শেয়ার করার প্রতিশ্রুতি প্রদান করছি।

আপনার পৃষ্ঠপোষকতা ও ঐকান্তিক সহযোগিতা সেবারু এর ক্ষুদ্র প্রচেষ্ঠাকে সফল করবে।

ধন্যবাদান্তে

আবু জাফর রাজু
সম্পাদক, সেবারু ডট কম
মোবাইল: ০১৭১৬-৪৭৪৬৭৬

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top