বিদেশে চাকরি পাওয়ার জন্য আজকাল প্রায় সবাই অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন এজেন্ট বা কোম্পানির সাথে যোগাযোগ করেন।
কাজের ভিসা পাওয়ার জন্য অনেকেই মোবাইল এ কল, ফেসবুক এ ম্যাসেজ বা হোয়াটসঅ্যাপ এ কল করেন। কিন্তু সঠিক পদ্ধতি না জানার জন্য
অনেকেই অনলাইন প্রতারণার স্বীকার হন। আবার অনেকেই বিকাশে প্রতারণার স্বীকার হয়ে লাখ লাখ টাকা প্রতারকদের হাতে তুলে দেন।
কারণ আপনি যখন কথা বলেন তথন প্রতারকরা আপনার কথা থেকেই ধরে নেয় যে আপনাকে ঠকানো যাবে। আপনি বোকা লোক।
তাই নিচের নিয়ম ফলো করে যোগাযোগ করার অনুরোধ থাকল।
আরও পড়ুন: বিদেশ যেতে প্রতারণা হচ্ছে অনলাইন বা বিকাশে।প্রতারণা থেকে বাঁচবেন যেভাবে!
যোগাযোগের সাধারণ কিছু নিয়ম
গবেষকরা বলেন, মোবাইল ফোনে কথা বলার শিষ্টাচার মানুষের ভদ্র ব্যবহারের পরিচয় দেয়। অনেকে আছে খুব ভালো করে মোবাইল ফেনে কথা বলতে পারেন।
আবার কেউ পারেন না। নাা জানাটা দোষের কিছু নয়। তবে শিখতে না চাওয়াটা সমস্যা। ফোনে বা অন্য অনলাইন মাধ্যমে যোগাযোগের উল্লেখযোগ্য নিয়ম হল-
- আগে আপনার নাম ও কোথায় থেকে ফোন করেছেন তা বলন। অথবা ম্যাসেস দিন।
- তার পর দরকার মনে করলে কোথায় থেকে নম্বরটি পেয়েছেন তা জানান।
- এর পর কি জন্যে কথা বলতে চান খুব সংক্ষেপে বলুন। যেমন, আমি রোমানিয়ার ভিসার ব্যাপারে কথা বলতে চাই বা সৌদি আরবের জব ভিসার ব্যাপারে কথা বলতে চাই।
- এবং কিছু কথা শুনুন। এর পর আপনার আরও কথা থাকলে বিস্তারিত বলুন।
- সবশেষে নাম টি জেনে নিন। প্রয়োজনে আপনার মোবাইলে সেভ করে নিন।
বিদেশে কাজের ভিসা পেতে কি করবেন?
ওয়ার্ক ভিসা ফেসবুক গ্রুপে মেম্বার হোন
আপনাদের সাথে যোগাযোগ আরও দৃঢ় করতে চালু হয়েছে Work Visa Helpline Facebook Group.
এই গ্রুপ এ থাকছে নতুন নতুন আপডেট। সেই সাথে আপনিও এ গ্রুপ গুলোতে যে কোন ধরনের মতামত ও প্রশ্ন করতে পারবেন।
গ্রুপ লিংক নিচে দেওয়া হল। আশা করি গ্রুপ থেকে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পুরণ হবে।
কাজের ভিসা গ্রুপ লিংক: https://web.facebook.com/groups/workvisahelpline/
ইউটিউবে বিদেশে কাজের ভিসার খবর জানুন
বাংলা টাইমস নামের এই ইউটিউব চ্যানেলটিতে কানাডা, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশের জব ভিসাসহ
বিদেশে অবস্থিত বাংলাদেশীদের খবর পাওয়া যায়। তাই আপনিও নিয়মিত এসব খবর জানতে বাংলা টাইমস কে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
লিংক: https://www.youtube.com/channel/UC_x6KyLJWSm7OFJN_JSiB6w?sub_confirmation=1
ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ
সেবারু ডটকম বিদেশের সকল তথ্য তাদের নিজস্ব ফেসবুক পেজে আপডেড করে থাকে।
সেবারু ডটকম ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।সেবারু ডটকম পেজ লিংক : https://www.facebook.com/shebarubd
সেবারু ডটকম টিমের সাথে মোবাইল যোগাযোগ:
বিঃদ্রঃ আমরা কোন ভিসা তথ্য সেন্টার বা এ্যাম্বাসি নই। তাই অনেকে ফোন দিয়ে বিভিন্ন দেশের ভিসা ও নানান সমস্যার কথা বললেও আমরা কোন সমাধান করতে পারি না।
সুতরাং কোন প্রশ্ন ফোন করে জানার চেয়ে আমাদের লেখা গুলো ভালো করে পড়লেই বরং বেশি ভালো তথ্য জানবেন। আর শুধূ বিদেশ যেতে ট্রেনিং এ রেজিস্ট্রেশন করতে
বা এমন জরুরী কোন কাজের জন্য ফোন করুন প্লিজ।
বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখুন!!!
যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং/ফ্রি ল্যান্সিং করে প্রতি মাসে নিশ্চিত আয় করতে চান তাদের জন্যই মূলত এ কোর্সটি।
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
ফেসবুক গ্রুপ:
বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে নানা প্রশ্নের সামাধান পেতে মেম্বার হতে পারেন “ডিজিটাল মার্কেটিং হেল্পলাইন” ফেসবুক গ্রুপটিতে।
গ্রুপ লিংক https://www.facebook.com/groups/digitalhelp
ই-মেইল ও ওয়েবসাইট যোগাযোগ
ই-মেইল: shebarubd@gmail.com
admin@shebaru.com
ওয়েবসাইট: https://shebaru.com
সম্পাদক ও সিইও, সেবারু ডট কম
আবু জাফর রাজু, Digital Marketer, Journalist, Writer, and Online Trainer
ঠিকানা: 95 Green Rd, Dhaka 1215
আমি বিদেশ যেতে চাই
I want to go Romaniya
I went to go Canada
আসসালামুআলাইকুম ভাই আমি সৌদি আরবে ইলেক্ট্রিশিয়ান হিসাবে যেতে চাচ্ছি। A-Z কত খরচ যাইতে লাগবে জানাবে। plz
দয়া করে ফোন করুন। উপরে নম্বর দেওয়া আছে।