Shebaru

বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া

অনলাইন আবেদন

বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া

বিদেশে তো বটেই দেশেও প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও কলেজেও ভর্তির জন্য জন্য আজকাল অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। তাই দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য অনলাইন আবেদনের নিয়ম জানা আবশ্যক। সামনেই আসছে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট লেভেলের ভর্তি আজকের আলোচনায় দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অনলাইন আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপের জন্য অনলাইন আবদনের নিয়ম সম্পর্কে আলোচনা করার প্রয়াস পাব।

দেশের বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবারে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে সমন্বন্বিত ভর্তি পরিক্ষা নেওয়ার জন্য আহবান জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের ভোগান্তি নিরসন, আর্থিক সাশ্রয়, পরীক্ষা দিতে গিয়ে আবাসনের সমস্যা নিরসন এরকম বহুবিধ কারণে দীর্ঘদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এ বিষয়ে একমত হয়েছেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য, মহামান্য রাষ্ট্রপতিও সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে তার অভিপ্রায় স্পষ্ট করে ব্যক্ত করেছেন।

এবার ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিপূল সংখ্যক ভর্তীচ্ছু শিক্ষার্থীর ভর্তির জন্য গণপরিবহনে ব্যাপক যাতায়াতের ফলে করোনার প্রকোপ বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে। ফলে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা গ্রহণ করার বিষয়টি আরও অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেটি যদি অনলাইনে করা যায় সে বিষয়ে আলোচনাও চলছে। চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাদে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ করে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এর মধ্যেই বেশ কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন গ্রহণ করছে। পযাক্রমে সেগুলো উল্লেখ করছি।

ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জাতীয় বিশ্ববিদ্যালয়, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। এখন থেকে সকল বর্ষের শিক্ষার্থীরাই এই ব্যবস্থার মাধ্যমে অনলাইনে নিজ নিজ ভর্তি আবেদন সম্পন্ন করতে পারবে। এবং প্রয়োজনীয় ফিসমূহ বিকাশ, রকেট অথবা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবে। এতে করে ভর্তির জন্য তাদের অফিসে বা ব্যাংকে যেতে হবে না।

মেডিকেল ও ডেন্টল কলেজে ২০২৩-২০২৪ অনলাইন ভর্তি:

কানাডায় অনলাইনে আবেদন:

কানাডার বিশ্ববিদ্যায়লসমূহ তাদের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি ও স্কলারশিপের যাবতীয় তথ্য প্রকাশ করে থাকে। সুতরাং আপনার লক্ষ্য যদি হয় কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়া, তা হলে অবশ্যই ওয়েবসাইট গুলো নিয়মিত ভিজিট করুন। কারণ, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলিতে ভর্তির সময় ও স্কলারশিপ সংক্রান্ত সকল তথ্য আপডেট থাকে।

মালয়েশিয়ায় স্কলারশিপ লাভের সূযোগ:

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা আছে। তবে স্কলারশিপ লাভের জন্য খুব ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হয়। এবং ইংরেজিতে ভালো দক্ষতার প্রমাণ দিতে হয়। খারাপ রেজাল্ট নিয়ে স্কলারশিপের জন্য শুধু শুধু প্রচেষ্টা করে লাভ নেই। তবে ফুল স্কলারশিপ না পেলেও আংশিক স্কলারশিপের সুযোগ আছে। নিচে মালয়েশিয়ায় পড়ালেখার জন্য যে সকল প্রতিষ্ঠান বৃত্তি দিয়ে থাকে তার একটি তালিকা দেওয়া হল-

  • মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল বৃত্তি: (Malaysian International Scholarship (MIS)
    ওয়েব সাইট: biasiswa.mohe.gov.my/INT/,
  • কমোনওয়েল্থ শিক্ষা বৃত্তি: (COMMONWEALTH Scholarship and Fellowship plan (CSFP)।
  • বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ট: Example: Nilai University Offering 50% scholarship
  • UCSI University offering 45% scholarship, Xiamen University70%, Manipal university, Mahsa University, KDU offering 30% এছাড়াও গবেষণা সহযোগী (Research Assistance ship) লাভ করা যায়।

সর্বপরি কথা হল অনলাইনে আবেদন করতে নিজেকে কম্পিউটার ব্যবহারে একটু দক্ষ হতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি লেখায় পারদর্শী হতে হবে। নিজের কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও সাইবার ক্যাফেতে গিয়ে নিজেই নিজের আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে ল্যাবে ছবি তুলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত সাইজ অনুসারে ছবিটি তৈরি করে পেন ড্রাইভে নিয়ে নিতে হবে। আর সকল সার্টিফিকেট, মার্কসিট, ও সিগনেচারের স্কান কপিও পেনড্রাইভে নিয়ে নিতে হবে। যে কেন বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদনের জন্য এগুলো জরুরী। আশা করি উপরে উল্লিখিত নিয়মে নিজের অনলাইন আবেদন নিজেই করতে পারবেন। এতেও কোন সমস্যা হলে সেবারু ডট কম নামক ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। আশা করি এ আলোচনাটি আপনার জন্য উচ্চশিক্ষার স্বপ্নপূরনে সহায়ক হবে। আল্লাহ হাফেজ।

বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক যেকোনো প্রয়োজনে-

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?