ঘরোয়া ব্যবসা

অল্প পুজিতে ঘরোয়া ব্যবসা করার ১০টি আইডিয়া

বিশষ করে গৃহিণীরা বেশির ভাগ সময় ঘরেই থাকেন। অনেকে বাইরে কাজ করলেও বেশিরভাগ গৃহিণী ঘরে থাকেন।
সন্তানদের দেখাশোনার পাশাপশি অনেকেই ঘরোয়া ব্যবসা করতে চান। মূলত তাদের কথা চিন্তা করেই আজকের লেখা।
করোনা কিংবা অন্য অনেক কারণে বর্তমানে অনেক পুরুষ ঘরে থেকে। যারা ঘরোয়া ব্যবসা করে স্বাবলম্বী হতে চায়।
এসকল মানুষের কথা মাথায় রেখেই লেখাটি প্রস্তুত করা হয়েছে। আশা করি ভালো লাগবে। কিছু আইডিয়া পাবেন।

এক নজরে ১০ টি ঘরোয়া ব্যবসা

স্টুডেন্ট ভিসা (Student Visa)

ঘরে বসেই ফেসবুক, ইউটিউব এর মাধ্যমে বিদেশগামী শিক্ষার্থীদের তথ্য সেবা প্রদান করতে পারেন।
কারণ অনেকে আছে যারা বিদেশে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চায়, কিন্তু এতো এতো দেশের তথ্য জানার সময় থাকে না।
সাধারণত যারা বিদেশে পড়াশোনা করতে চায় তারা ইংরেজীতে কোর্স করা সহ বিভিন্ন প্রস্তুতি নিতে ব্যাস্ত থাকে।
নেট ঘেটে কোন বিশ্ববিদ্যালয়ের কখন ভর্তি শুরু, আবার কে কখন স্কলারশিপ দেয় সেই খবর রাখা কঠিন।
কিন্তু আপনি যদি এটাকে পেশা হিসেবে নেন, তখন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে
বিদেশ যেতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের সে তথ্য সরবাহ করতে পারেন। বিনিময়ে কিছু সার্ভিস চার্জও নিতে পাবেন।
আবার বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় আপনাকে মার্কেটিং খরচ বাবদ কিছু সম্মানি প্রদানও করতে পারে।
এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করুন সেবারু বিজনেস হেল্পলাইন এ এখানে…

কাজের ভিসা (Work Visa)

উপরে উল্লেখিত স্টুডেন্ট ভিসার মতো করে এ ব্যবসাটিও করতে পারেন। তবে এটি তুলনামূলক কঠিন। কারণ বিদেশে
ছাত্র পাঠানো যত সহজ। কাজের ভিসায় লোক পাঠানো তত সহজ নয়। এখানে অনেক প্রতারণা হয়ে থাকে।

মেডিকেল ভিসা (Medical visa)

আজকাল ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকাসহ অনেক দেশেই চিকিৎসার জন্য রোগী যাচ্ছে প্রতিনিয়ত।
কিছু আইডিয়া নিয়ে খুব কম পুঁজি নিয়ে এ ব্যবসাটি শুরু করা যায়। এ বিষয়ে আরও জানতে গুগলে সার্চ দিয়ে
যারা এধরনের ব্যবসা করছেন তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন।

ইন্টেরিয়র ডিজাইন (Interior Design)

আপনি যদি ঘর বাড়ি, দোকান কিংবা অফিসের ডেকোরেশনের কাজ জানেন তাহলে এ ব্যবসাটি আপনার জন্য।

ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)

বর্তমানে সবচেয়ে লাভজনক ও জনপ্রিয় ব্যবসা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ইংরেজিতে মোটামুটি ভালো হলে এ ব্যবসা সহজ হয়।
গ্রামে বসে ঘরে থেকে লাভজনক ঘরোয়া ব্যবসা গুলোর মধ্যে উত্তম এটি।

ট্যাক্স রিটার্ন সেবা (Tax Return Service)

বাংলাদেশের যে কোন প্রান্তে আপনার ক্লাইন্ট থাকলেও অনলাইন এর মাধ্যমে ডকুমেন্ট পাঠালেই আপনি ক্লাইন্টের টিন তৈরি
করতে পারেন। যা একদম ঘরে বসেই করে দেওয়া সম্ভব।

নার্সারী ব্যবসা (Nursery plants)

ঘরোয়া ব্যবসা গুলোর মধ্যে অনলাইন নার্সারী ব্যবসা দিন দিন প্রসারিত হচ্ছে। ঘরে বসে থার্ডপার্টির মাধ্যমে পন্য সাপ্লাই
দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করা সম্ভব।

নিরাপদ খাদ্য (Organic Food)

খাদ্য কার না লাগে। কিন্তু সবাই চায় নিরাপদ খাদ্য। যেটি পাওয়া খুব দূরহ। আপনি যদি কাস্টমারের সাথে বিশ্বস্ততা লাভ
করতে পারেন। তাহলে আর ফিরে তাকাতে হবে না। ঘরে বসেই যা ইনকাম হবে তা দিয়েই সংসার চলে যাবে।
শুধু দরকার হবে একটি ফেসবুক পেজ অথবা একটি ফুড বিষয়ক ওয়েবসাইট

টেইলারিং ঘরোয়া ব্যবসা (Tailoring & Dress)

ধরুন, একটি আনস্টিস থ্রি পিছ কিনলেন, সেটি সেলাই করার জন্য আবার জানযট ঠেলে সময় নষ্ট করে দর্জি দোকানে যেতে হয়। কিন্তু সে সমস্যার সমাধান দিচ্ছে সেবারু অনলাইন টেইলারিং হেল্পলাইন। আমাদের টেইলার নিজেই চলে যাবে আপনার বাসায়। মাপ এবং অর্ডার নিয়ে আসবে। অত:পর জামা তৈরি হয়ে গেলে আবার বাসায় পৌঁছে দেবে। শুধু থ্রি পিস নয় বরং নারীদের সেলোয়ার কামিজ, শিশুদের জামা ও পুরষের প্যান্ট, শার্ট, কোর্ট এর ব্যবসা করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *