আর্টিকেল লেখার নিয়ম জেনে নিন!

আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। বিশেষ করে একটি কোয়ালিটিফুল আর্টিকেল লেখার জন্য যা কিছুর প্রয়োজন, তা আমাদের অনেকেরই অজানা থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক একটু কোয়ালিটিফুল আর্টিকেল লেখার জন্য কি কি বিষয় হলে মাথায় রাখা উচিত !

কোয়ালিটিফুল আর্টিকেল লেখার নিয়ম –

  • অবশ্যই ইনফরমেটিভ এবং eye-catching হতে হবে। অনেকে কেবলমাত্র যৎসামান্য এসে করে রাখেন তবে ইনফরমেটিভ  ভাবে  আর্টিকেল লিখতে পারেন না। তা না হলে, গুগোল রেংকিং হারানোর সম্ভাবনা থাকবে।
  • অবশ্যই একটি মানসম্পন্ন ফিচার ইমেজ থাকতে হবে। যার মাধ্যমে আপনি খুব সহজেই পাঠকদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। আপনার ফিচার ইমেজ যত ভালো হবে, আপনার আর্টিকেল এ ক্লিক পাওয়ার সম্ভবনা তত বেশি থাকবে।
  • টাইটেল অবশ্যই 7 থেকে 8  শব্দের হতে হবে।আকর্ষণীয় এবং eye-catching হতে হবে।
  • যথাসম্ভব ছোটখাটো ডেসক্রিপশন  লিখতে হবে। 
  • কিওয়ার্ড, প্রথম প্যারাটায়  রাখতে হবে।
  • প্রতি 1000 শব্দের আর্টিকেল এর ভেতরে  ন্যূনতম  বারোটি  কিওয়ার্ড রাখতে হবে। 
  • সাব হেডিং ব্যবহার করতে হবে। সাব  হেডিং ব্যবহার করার  নিয়মাবলী শিখতে হবে।
  •  অবশ্যই আপনার আর্টিকেলটি  হতে হবে অরিজিনাল আর্টিকেল। অর্থাৎ আপনার নিজের ভাষায় লিখতে হবে এবং কোন ধরনের কপি করা যাবে না। যদি আপনি আর্টিকেল কপি করে থাকেন তাহলে কিছুদিনের মধ্যে গুগল থেকে র‍্যাংক  হারাবেন।
  • সাধারণত বিভিন্ন ধরনের ইনফরমেটিভ আর্টিকেলগুলো এক থেকে দুই হাজার  শব্দের  ভেতরে  হয়ে থাকে। 
  • যে টপিকের ওপর আপনি আর্টিকেলটি লিখছেন চেষ্টা করবেন সেই টপিকের ওপর বেশি করে কন্সেন্ট্রেশন করার।
  • ন্যূনতম একটি এক্সটার্নাল এবং ইন্টারনাল লিংক রাখতে হবে। 
  • একটা জিনিস মাথায় রাখবেন । যদি প্রকৃতপক্ষে আর্টিকেল লিখতে চান তাহলে আপনার পাঠকদের জন্য লিখুন সার্চ ইঞ্জিনের জন্য নয়। আশাকরি কথার  সারমর্ম বুঝতে পেরেছেন।
  • অটোমেটিক্যালি রিজেনারেটেড কনটেন্ট লেখা পরিহার করুন, এতে করে আপনার কনটেন্টের গুণগত মান নষ্ট হতে পারে। 

এক নজরে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় সমুহ !

কীওয়ার্ডস রিসার্চ সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে। আপনি যে নিশের উপর আর্টিকেলগুলো লিখবেন,সেই নিশ  রিলেটেড  কিওয়ার্ড রিসার্চ করতে হবে।

এর ফলে আপনি আপনার পাঠকদের আগ্রহ এবং চাহিদা সম্পর্কে জানতে পারবেন।

এছাড়া বেসিকস প্রিন্সিপাল এবং স্পিসিফিক  গাইডলাইন সম্পর্কে ধারণা রাখতে হবে।

যদি আপনি সবগুলো পয়েন্ট ঠিকঠাকমতো মাথায় রাখতে পারেন  তবেই একজন দক্ষ কনটেন্ট রাইটার বা আর্টিকেল রাইটার  হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন।

 সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন! আল্লাহ হাফেজ !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *