ইংরেজি শেখার সহজ উপায়সমুহ

ইংরেজি শেখার সহজ উপায়সমুহ

ইংরেজি শেখা গুরুত্ব পূর্ণ কারণ এটি আন্তর্জাতিক ভাষা। ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ায় সবক্ষেত্রেই এর গুরুত্ব সর্বাধিক

প্রতিটি মানুষই চায় সুন্দর সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে।কিন্তু কতজন তা করতে পারে?

ইংরেজি বলতে না পারার মূল কারণ হলো আমাদের জড়তা।এই জড়তা কাটানোর উপায়

হলো বেশি বেশি ইংরেজিতে কথা বলার চেষ্টা করা

ঘরে বসে ইংরেজি শেখা র উপায়

ইংরেজি শেখা র নিয়ম ,ছবিঃ গুগল

ঘরে বসে যদি আমরা কিছু নিয়ম অনুসরণ করি তবে অনেক সহজেই এই জড়তা

কাটিয়ে উঠা সম্ভব।প্রথমত আমাদের একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে।

যেমন:আমাদের লক্ষ্য হতে পারে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার ইচ্ছা,

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা ইত্যাদি।লক্ষ্য নির্ধারণ করে

আমাদের সেই অনুযায়ী অগ্রসর হতে হবে।

আর পড়ুন https://shebaru.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf/

ইংরেজি চর্চার নিয়মাবলী

দ্বিতীয়ত আমরা যখন ইংরেজি শিখছি আমাদের চেষ্টা করতে হবে এই বিষয়টাকে উপভোগ করার।

কারণ কোনকিছু উপভোগ করতে না পারলে তা করা অনেক কঠিন হয়ে যায়।

তৃতীয়ত আমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি ইংরেজি বই ও পেপার পড়ার।

এতে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে।আমাদের ইংরেজি শিক্ষনীয় সিনেমা দেখার অভ্যাস করতে হবে।

এতে আমাদের শুনে বুঝতে পারার দক্ষতাও বৃদ্ধি পাবে।

চতুর্থত, আমাদের অনেক বেশি লেখার অনুশীলন করতে হবে। যেকোনো একটা বিষয়

নির্ধারণ করে তার উপর একটা অনুচ্ছেদ লেখার চেষ্টা করতে হবে ইংরেজিতে। এতে করে

আমাদের অনেক বেশি শব্দের সাথে পরিচিত হওয়ার সুযোগ বৃদ্ধি পাবে।

যেকোনো একটা অনুচ্ছেদ পড়ে চেষ্টা করতে হবে তার মূলভাবটা ইংরেজিতে লিখে ফেলার।

ইংরেজি শোনা ও লেখার পাশাপাশি আমরা যখন যা করছি সেটিকে ইংরেজিতে

বলার চেষ্টা করতে হবে।গ্রামার রুলস মুখস্থ না করে সেগুলো বুঝে একটি সঠিক

বাক্য বলার চেষ্টা করতে হবে।

যখনই আমরা কোন নতুন শব্দ শুনবো তখনই তা আয়ত্ত করে ফেলতে হবে।

এসব শব্দ আমাদের ভোকাবুলারি বৃদ্ধিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে।

সম্ভব হলে আমরা একটি ইংরেজি ডায়েরি সাথে রাখব এবং যখনই নতুন শব্দ শুনবো তা

ঐ ডায়েরিতে নোট করে রাখব এবং প্রতিদিন কি কি নতুন শিখলাম তা একসময় অনুশীলন করে নিব।

প্রতিদিনই একটি সময় নির্ধারণ করে নিতে হবে যে সময়টাতে আমরা ইংরেজি চর্চা করব।

অন্তত ১৫মিনিট হলেও এই চর্চা করতে হবে।

আমরা নিজেদের ভাষায় যতটা দক্ষ ইংরেজিতে অবশ্যই ততটা দক্ষ নই।

এই ভয়ে ইংরেজি বলতে ভয় পাওয়া বা সংকোচবোধ করলে তা কাটিয়ে উঠা সম্ভব নয়।

আমাদের প্রথমে একদম নির্ভুল ইংরেজি বলার চেষ্টা না করে ভুল হলেও ইংরেজি বলব

এই চেষ্টা করতে হবে।তবেই সাফল্য আসবে। ইংরেজি শিখার কিছু টিপস তা আমরা

এই লিংক এ দেখতে পারবো https://blog.busuu.com/how-to-learn-english-easily/

ইংরেজি শেখার ক্ষেত্রে অনুশীলন অবশ্যই একটি বড় বিষয়। আমরা যদি একজন

সঙ্গীর সাথে নিয়মিত কথোপকথন করে ইংরেজি বলার অভ্যাস গড়ে তুলি তবে

অবশ্যই আমাদের কথা বলা সাবলীল হবে,দক্ষতা বৃদ্ধি পারে এবং জড়তা ও ভীতি কেটে যাবে।

আমরা অনেক ক্ষেত্রে যদি সমস্যাবোধ করি তবে অনলাইন বিভিন্ন সাইটের সহায়তায় তা

সহজেই সমাধান করা সম্ভব।আমাদের নিজের উপর বিশ্বাস রাখতে হবে।

নিজের উপর বিশ্বাস না রেখে যেকোনো কিছু করতে গেলে তাতে সফলতা আসার কোন সম্ভাবনা নেই।

সর্বোপরি ইংরেজি শেখা এবং বলার ক্ষেত্রে যে বিষয়টি অধিক অনুসরণ করা হয় তা হলো

নিজে আয়নার সামনে দাঁড়িয়ে অনর্গল ইংরেজি বলার চেষ্টা করা। এতে বলাতে কিছুটা

ভুলভ্রান্তি হলেও এটি অবশ্যই অনেক উপকারী একটি প্রক্রিয়া আমাদের জড়তা কাটানোর জন্য।

আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিনই আমরা যা বলছি তাতে আমাদের দক্ষতা বাড়ানোর এবং

প্রতিদিনই তা বৃদ্ধি করার।তবেই সফলতা আসা সম্ভব।

ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ভিডিও দেখতে পারি

যার একটি লিংক নিম্নে সংযুক্ত করা হলো https://youtu.be/juKd26qkNAw

এভাবে কিছু বিষয় নির্ধারণ করে আপনারা সহজেই ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন

এবং দক্ষতা বহুলাংশে বাড়াতে পারবেন।

আমাদের এই লেখাটি ভাল লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *