Shebaru

চাকরি লাভের দোয়া

চাকরি লাভের দোয়া

চাকরি লাভের দোয়া

চাকরি লাভের দোয়া করা সকল চাকরি প্রার্থির জন্য কর্তব্য। কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া চাকরি পাওয়া অসম্ভব। তবে দোয়া চাওয়ার
পাশা পাশি প্রচেষ্টাও চালিয়ে যেতে হবে। অর্থাৎ চারির লাভের জন্য পড়াশোনা করতে হবে। যাতে করে চাকরির পরিক্ষায় ভালো করা যায়।

চাকরি লাভের দোয়াটি হল, রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খাইরিং ফাক্বির।
হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। (সুরা কাসাস : আয়াত ২৪)

চাকরি লাভে মুসা আঃ এর দেখানো পথ ও দোয়া

হজরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘর থেকে বেরিয়ে আসেন। তখন তার জীবিকার কোনো সংস্থান ছিল না।
আল্লাহ বলেন, যখন সে মাদইয়ানের কূপের কাছে পৌঁছল। সেখানে দেখল একদল লোক তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে
এবং তাদের পিছনে দু্ই জন নারী তাদের পশুগুলোকে আগলে আছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি হলো?
(দাঁড়িয়ে আছ কেন?) ওরা (নারীরা) বলল, রাখালরা ওদের পশুগুলোকে নিয়ে সরে না গেলে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না।
আর আমাদের বাবা অতি বয়স্ক মানুষ। (সুরা কাসাস : আয়াত ২৩)

মুসা (আলাইহিস সালাম) তখন ওদের (দুই নারীর) পশু গুলোকে পানি পান করালো। তারপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে বলল-
‘হে আমার প্রভু! তুমি আমার জন্য যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস : আয়াত ২৪)
অর্থাৎ আমার জীবিকা নির্বাহের জন্য কাজ বা চাকরি দরকার। তুমি আমার জন্য যে কাজ বা জীবিকার ব্যবস্থা করবে।
আমি তোমার ব্যবস্থা করা সে কাজের বা জীবিকার মুখাপেক্ষী হয়ে আছি।

আরও পড়ুন:

অত:পর মুসা আঃ চাকরি হল যেভাবে

পরে আল্লাহ তাআলা তা উল্লেখ করেন,
‘তখন (ওই) দুই নারীর একজন জড়োসড়ো পায়ে তার কাছে এসে বলল- আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন,
তার পারিশ্রমিক দেয়ার জন্য আমার বাবা আপনাকে ডাকছেন। তারপর মুসা আলাইহিস সালাম তার কাছে এসে সব ঘটনা বর্ণনা করলেন।
সে বলল, ‘ভয় করো না। তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে বেঁচে গেছ। ওদের (দুই নারীর) একজন বলল- হে আব্বা! আপনি একে মজুর হিসেবে নিযুক্ত করুন।
কারণ আপনার মজুর হিসেবে নিশ্চয় সে (মুসা) উত্তম হবে, যে শক্তিশালী ও বিশ্বস্ত।’ (সুরা কাসাস : আয়াত ২৫-২৬)
এভাবেই হজরত মুসা আলাইহিস সালামের চাকরি লাভের দোয়া কবুল হয়েছিল। সেখানে তার থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছিল।

চাকরি পাওয়ার দোয়া গুলো মনোযোগ দিয়ে পড়ুন আশা করা যায় আল্লাহর রহমতে ফল পাবেন। এছাড়াও চাকরি পাওয়ার আমল সমূহ
প্রতি নিয়ত পালন করার পাশা পাশি পড়াশোনা চালিয়ে যেতে হবে। না হলে কিন্তু চাকরি পাওয়ার দোয়া পড়ে তেমন লাভ হওয়ার সম্ভাবনা নেই।
এটিই ইসলামের বিধান।

পরিশেষে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভালো চাকরি লাভের দোয়া চাওয়ার মাধ্যমে বেকারদের উত্তম চাকরি পাওয়ার তাওফিক দান করুন।

ঘরে বসে অনলাইনে ইসলামিক স্টাডিজ বেসিক কোর্স করুন ও নিয়ে নিন ১০০০+ ইসলামিক বই। রেজিস্ট্রেশ করুন এখনি…

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?