Shebaru

ড্রাইভার আবশ্যক

ড্রাইভার আবশ্যাক

ড্রাইভার আবশ্যক

ঢাকায় পিকাপ (pickup) এবং কার চালানোর জন্য অভিজ্ঞ ড্রাইভার আবশ্যক। ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকার হলে অগ্রাধিকার পাবে।
তবে প্রয়োজনে সারা দেশে গাড়ী নিয়ে যাওয়ার মত মানসিকতা থাকতে হবে। অবশ্য সে ক্ষেত্রে আলাদা ভাতার ব্যবস্থা থাকবে।
যাই হোক দয়া করে নিচের লেখাগুলো ভালোভাবে মনযোগ দিয়ে পড়ার অনুরোধ থাকল। কারণ অনেকেই ভালো করে না পড়েই যোগাযোগ
করে ফলে তার চাকরী পাওয়ার সম্ভাবনা কমে যায়। তাই আবারও অনুরোধ করছি ভালোভাবে দুই তিন বার পড়ুন।

কেন অভিজ্ঞ ড্রাইভার চাই?

ধরুন আপনার একটি গাড়ী আছে। কিনেছেন কিস্তিতে। অর্থাৎ ব্যাক লোন নিয়ে। এবার আপনি কি চাইবেন একজন নতুন ড্রাইভার কে
আপনার নতুন মূল্যবান গাড়ীটা তুলে দিতে?

যোগ্যতা:

গাড়ী চালনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স ২৫-৩০ বছর হলে অগ্রাধিকার দেওয়া হবে।

ট্রাফিক আইন জানা ও মেনে চলার মানসিকতা থাকতে হবে।

কমপক্ষে ৮ম শ্রেণী পাশ হতে হবে।

বেতন:

আলোচনা সাপেক্ষে ১৫০০০ থেকে ২৫০০০ হাজারের মধ্যে। অথবা ৩০% কমিশনে।

যা লাগবে:

১. ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি

২. বায়োডাটা (পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত)

৩. এনআইডি কার্ড এর ফটোকপি

৪. সদ্যতোলা ২ কপি পাসপোর্ট ছবি

বিঃদ্রঃ

ড্রাইভিং শেখার সুযোগ!

এছাড়াও আগ্রহীদের ড্রাইভিং শেখানো হয়। বিস্তারিত: https://shebaru.com/driving/

কাগজ পাঠানোর ঠিকানা:

হোয়াটস অ্যাপ: 01716474676 বা ইমেইল: shebarubd@gmail.com

যোগাযোগ:

সেবারু, শাহী মসজিদ সংলগ্ন, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top