Shebaru

দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম

দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম

 

 

দালাল ছাড়া কি ই- পাসপোর্ট করা সম্ভব?

অনেকেই মনে করে দালাল ছাড়া পাসপোর্ট করা যায়। গেলেও অনেক ঝামেলা হয়, এই কথা পুরোপুরি সঠিক না। বর্তমানে অযৌক্তিক  হয়রানি অনেক কমে গিয়েছে আর সরকারিভাবে পাসপোর্টের পুরো প্রক্রিয়াও অনেক সহজ করা হয়েছে । তাই দালালের মাধ্যমে বাড়তি টাকা খরচ না করে নিজেই নিজের ই-পাসপোর্টের কাজ গুলো করে নিতে পারবেন। শুধু অনলাইনে আবেদন আপনি যদি কাঁচা হন
তবে কোন কম্পিউটারের দোকান থেকে অনলাইন আবেদনটি করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে অভিজ্ঞ অপারেটরের সাহায্য নিতে হবে। যে সঠিক ও নির্ভূলভাবে আপনার নাম ঠিকানা পুরণ করবে। তবে কোনও মাধ্যম ছাড়া নিজে পাসপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই হাতে সময় নিয়ে পাসপোর্টের কাজ শুরু করবেন।অবশ্য জরুরী প্রয়োজনে নিজে না করে অন্য কোনও মাধ্যমের সাহায্য নিয়েই পাসপোর্ট করা ভালো। আর হা, পাসপোর্টের ফর্ম ফিল আপা করার আগে ও ফিল আপ করার পরে পুরো ফর্মের কয়েক কপি ফটোকপি করে রাখবেন।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?