Shebaru

হোম ডেলিভারি সার্ভিস এ পাওয়া যাবে বাসায় তৈরি খাবার

ঘরে তৈরি খাবার খেতে চান? তাহলে আজই অর্ডার করুন হোম ডেলিভারি সার্ভিস এ বাসার তৈরি খাবার। জীবনে নতুন
মাত্রা যোগ করছে এই ফুড সার্ভিস ডেলিভারি। নিমিষেই অর্ডারের নিদির্ষ্ট কিছু সময় পরে পেয়ে যাবেন আপনার পছন্দের
প্রিয় সব খাবার। এখানে তারা সব ধরনের খাবারের সার্ভিস যোগ করেছে। তাই চলুন জেনে নেই কারা আপনার জীবনকে
গড়ে তুলেছে আরো সুস্বাদু ও রসনাময় ফুড ডেলিভারি সার্ভিস বাসায় পৌঁছে দেয়ার মাধ্যমে।

বাসায় মেহমান; আপনি অপ্রস্তুত,এখন কি করবেন?

বাসায় মেহমান আসবে? তাদের আপ্যায়ন করবেন নাকি অতিথির সাথে গল্পগুজব করে সময় কাটাবেন?
আসলে মেহমান শুধু খেতে আসে না, তারা আসে আপনার/আপনাদের সাথে সময় কাটাতে বা সুখ-দুঃখ নিয়ে আনন্দঘন মূহুর্ত কাটাতে।
আর আপনি ব্যস্ত হয়ে গেলেন খাবারদাবার আয়োজন নিয়ে। তাই খাবার-দাবার নিয়ে যুদ্ধ না করে, আমাদের ফেসবুক পেইজে আপনার
প্রয়োজনীয় বা চাহিদা কৃত সুস্বাদু ও মুখরোচক মজাদার ঘরোয়া খাবার অর্ডার করুন।
টেনশন ফ্রী থেকে আত্মীয় স্বজন বা অতিথি মেহমানের সাথে সময় দিন।

হোম ডেলিভারি সার্ভিস কি?

বাসায় আপনার পণ্য পৌঁছে দেয়াকে হোম ডেলিভারি বলে। আগে শুধুমাত্র কুরিয়ার বা ডেলিভারি প্রতিষ্ঠানের অফিস থেকে
আপনার পণ্য পাঠানো যেত। তবে ধীরে ধীরে মানুষের খাবারের চাহিদা অর্থাৎ বিশেষ করে দুপুরের খাবার হোম ডেলিভারি চাহিদা বেড়ে যায়। ক্রমবর্ধমান এই চাহিদার কথা মাথায় রেখে তাই বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে হোম ডেলিভারি সার্ভিস এ বাসার তৈরি খাবার এর সুবিধা। আর তাইকর্ম ব্যস্ত মানুষ পারছে স্বস্তির নিঃশ্বাস। কারন সবাই এখন জীবিকার প্রয়োজনে কাজে
নিয়োজিত। তাই ইচ্ছে থাকা স্বত্তেও খাবার তৈরি বা খাবারের জন্য এই সব হোম ডেলিভারি সার্ভিস এর সহায়তা নিতে হয়।

কারা দেয় হোম ডেলিভারি সার্ভিস খাবারের সুবিধা?

আজকাল অনেক ডেলিভারি প্রতিষ্ঠান এই সুবিধা দিচ্ছে। আর তাদের অনেকেই বেশ জনপ্রিয় এই ফুড ডেলিভারি সার্ভিস এর জন্য। আর তেমনি কিছু প্রতিষ্ঠানের নাম ও কার্যক্রমের সাথে আপনাদের পরিচয় করে দিব। চলুন জেনে নেই সেইসব
খাদ্য সেবা ডেলিভারি সার্ভিসগুলোর নাম।

  • পাঠাও ফুড সার্ভিস
  • হাংরিনাকি
  • ফুড পান্ডা
  • সহজ ফুড
  • খাস ফুড
  • ফুড এক্স
  • কুক আপ্স

পাঠাও ফুড সার্ভিস

মূলত পাঠাও একটি রাইড সেবাদানকারি প্রতিষ্ঠান। তবে তারা তাদের বিপুল লোক প্রিয়তাকে কাজে লাগিয়ে বাংলাদেশে
নিয়ে এসেছে বাসার তৈরি খাবার, ও রেস্টুরেন্ট সার্ভিস। ঢাকা ও চট্টগ্রামে প্রায় সব প্রতিষ্ঠান ও রন্ধন শিল্পীদের সাথে যৌথ উদ্যোগে তারা নিয়ে এসেছে এই সার্ভিস্টি। যাতে আপনি আপনার পছন্দের খাবার মাত্র ১ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। এই সার্ভিস্টি ক্যাশ অন বিধায় নিশ্চিন্তে আজই তাদের এপ্স বা ওয়েবসাইট থেকে অর্ডার করুন।

হাংরিনাকি

অনলাইনে আপনার পছন্দের খাবার অর্ডার করতে যোগাযোগ করতে পারেন এই ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠানের সাথে।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তারা এই সেবা দিয়ে থাকে। প্রায় ৮০০ এর অধিক রেস্টুরেন্ট ও খাদ্য সেবা প্রদানকারি প্রতিষ্ঠানের সাথে তারা জড়িত। অনলাইন ভিত্তিক এই সেবা পেতে আপনাকে তাই ডাউনলোড করতে পারেন গুগল প্লে
স্টোর থেকে। 

ফুডপান্ডা

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুড সার্ভিসের নাম ফুডপান্ডা। এর নাম শুনেনি এমন মানুষ খুব কম খুঁজে পাবেন। আমাদের
প্রায় প্রতিটি শহরে রয়েছে এই খাবার সার্ভিসের সুবিধা। তাই সবাই মিলে এই সার্ভিসের আনন্দ উপোভোগ করতে পারবেন
যেকোন শহরে। অনলাইনে এই সুবিধা নিতে আপনি তাদের ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে তাদের এপ্স ডাউনলোড
করে নিতে হবে। ২০০০ এর অধিক প্রতিষ্ঠানের সাথে তাদের এই খাদ্য ডেলিভারি হোম সার্ভিস সুবিধা রয়েছে। তাদের

সহজ ফুড

প্রায় ১০০০ এর অধিক প্রতিষ্ঠানের সাথে তারা সংযুক্ত এই খাদ্য ডেলিভারি অনলাইন প্রতিষ্ঠানটি। দুপুরের খাবার হোম ডেলিভারি এর জন্য আপনি সহজেই তাদের ওয়েবসাইট বা এপ্স থেকে অর্ডার করতে পারেন যেকোনো ঘরে তৈরি খাবার
বা রেস্টুরেন্ট এর খাবার। তারা ক্যাশ অন ডেলিভারি সুবিধা প্রদান করে। তাই আপনার অর্ডার নিয়ে চিন্তার কোন কারন
নেই।

খাস ফুড

অর্গানিক খাবারের বিশাল এক ভান্ডার হল খাস ফুড সার্ভিস। তাদের পণ্য আপনাকে ঘরের খাবারের অভাব পূরণ করবে।
আপনি যদি ফ্রেশ, ও স্থানীয় বা আন্তর্জাতিক হালাল পণ্য চান তবে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন এখানে। প্রতিটি
জেলার স্পেশাল যে খাবার আছে তা আপনি পেয়ে যাবেন খাস ফুডে অতি সহজেই। রাসায়নিক ও বিষ্মুক্ত খাবারের
প্রতিশ্রুতিতে আবদ্ধ এই হোম ডেলিভারি সার্ভিস কোম্পানির ঢাকাতে ৭ টি আউটলেট আছে। 

ফুড এক্স

সবচেয়ে ফাস্টটেজ ফুড ডেলিভারি কোম্পানি হল ফুড এক্স। তারা মুলত আপনার রন্ধন শিল্প ও তার পরিবেশের উপর
জোর দেয়। কারন ভালো ও সঠিক খাবার ডিলিভারি দিতে তারা দ্বায় বদ্ধ। তিনটি ধাপ পার করে অনলাইনে আপনি
তাদের খাবার অর্ডার করতে পারবেন। তাদের এপ্স গুগল প্লে স্টোর থেকে নামিয়ে তাতে রেজিস্ট্রেশন করুন। তারপর
রেস্টুরেন্ট বা রন্ধন প্রনালী সিলেক্ট করুন। অতঃপর কার্টে যোগ করে চেক আউট করলেই আপনার অর্ডার সুনিশ্চিত।

তাই মজাদার ও পছন্দ সই খাবারের জন্য এই লিংকে প্রবেশ করে চেক করুন আপনার খাবার আইটেম।

কুক আপ্স

আমরা সবাই কম বেশি মা বা বাড়ির খাবারের সেই গন্ধ ও স্বাদ মিস করি। আর তাই কুক আপ্স নিয়ে এল এক অপূর্ব সুযোগ। আমাদের পারিপার্শিক প্রেক্ষাপটে ক্রেতাকে তার মন মতো খাবারের স্বাদ এনে দিতে তারা নতুন রন্ধন উদ্যোক্তাদের
সাহায্য করে। আর তাই আপনি যদি খাবার হোম ডেলিভারিতে বাসার খাবার চান তবে আজই অর্ডার করতে পারেন
কুক আপ্স এ। আশাকরি নিরাশ হবেন না। কারন তারা গুনগতঁ মান নিশ্চিত করে ফুড ডেলিভারি দেয়।

এইখানে রান্না করা খাবার ছাড়াও মুদি দোকানের সব সুবিধা পাবেন। এছাড়াও আরো পাবেন খাদ্য পুষ্টি ও গুণাগুণ নিয়ে জানতে তাদের ব্লগ থেকে।

হোম মেড খাবার অর্ডার করুন এখানেই!

  • অফিসের মিটিং
  • ঘরোয়া অনুষ্ঠান
  • বিয়ের অনুষ্ঠান
  • গায়ে হলুদের অনুষ্ঠান
  • জন্মদিন
  • আকিকা
  • বাসায় ছোট-বড় দাওয়াত

সব ধরনের কাস্টমাইজ ও কম মূল্যে ভালোমানের হোম মেড খাবারের হোম ডেলিভারির জন্য এখনি কল করুন: ০১৭১১৯৮১০৫১ (9am to 9pm, What\’s app availeble)

আশাকরি এই ৭ টি হোম ডেলিভারি সার্ভিস থেকে আপনি আপনার পছন্দের হোম মেড ফুড ডেলিভারি পাবেন নিশ্চিন্তে।
তাই এই সুযোগ কাজে লাগিয়ে খাবার উপভোগ করুন নিশ্চিন্তে। এছাড়া আপনি আমাদের মদি দোকানের আইটেম নির্বাচন করবেন কিভাবে? পড়ে জানতে পারবেন কিভাবে সাশ্রয়ী ও সঠিকভাবে বাজার করতে হয়। আপনাদের মূল্যবান মতামত জানতে পারেন আমাদের ইনবক্সে। আল্লাহ হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top