Shebaru

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে ফুলফ্রি স্কলারশিপের সুযোগ, আবেদন করুন এখুনি

গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের (Global Ugrade Program) আওতায় একটি ফুল ফ্রি বৃত্তি যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে । স্নাতক পর্যায়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পড়াশোনার সুযোগ মিলবে বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন বাংলাদেশী শিক্ষার্থীরা । এ প্রোগ্রামের লক্ষ্য শুধু বাংলাদেশী শিক্ষার্থীরাই নয় বরং পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় ঘটানো, মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতি বিনিময় এবং কমিউনিটি ভিত্তিক কাজের অভিজ্ঞতা দেওয়া।

সুবিধা সমূহ:

বরাবরের মত বাংলাদেশী শিক্ষার্থীরা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য খুব আগহী । আবার যদি তা হয় ফুল স্কলারশিপ, তবে তো সোনায় সোহাগা। যাই হোক, নিচে এ বৃত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল-

  • যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে এক সেমিস্টারের জন্য পূর্ণ সময় পড়াশোনা করবেন ।
  • শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, যা তাঁদের প্রফেশনাল দক্ষতা বাড়িয়ে তুলবে ।
  • শিক্ষার্থীরা মার্কিন সমাজ ও সংস্কৃতি নিয়ে জ্ঞান লাভের পর তাঁরা বাংলাদেশে ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া : 

আমেরিকার সরকারী ওয়েবসাইটে অনলাইন আবেদন ফরম পাওয়া যাবে। প্রয়োজনীয় ডকুমেন্টস সহ অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

এ ছাড়া বৃত্তিসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ঢাকার মার্কিন দূতাবাস এর ই-মেইলে যোগাযোগ করা যাবে। 

( DhakaUSExchanges@State.gov)।

আবেদন প্রার্থীর যোগ্যতা:

নিচে আবেদনের সঠিক নিয়ম ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত বলা হল-

  • আবেদন কারীর বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে হতে হবে;
  • আবেদন প্রার্থীর নিজ দেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্ত করতে হবে;
  • আবেদন প্রার্থীরনিজ দেশে স্নাতক পর্যায়ে অন্তত এক সেমিস্টার শেষ হবে;
  • ইংরেজিতে দক্ষ হতে হবে;
  • যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার নীতিমালা মেনে চলতে হবে;
  • আবেদন প্রার্থীর প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।

আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top