Shebaru

মালয়েশিয়ার খবর-কলিং ভিসা ও আজকের মালয়েশিয়া

মালয়েশিয়ার খবর

মালয়েশিয়ার খবর-কলিং ভিসা ও আজকের মালয়েশিয়া

মালয়েশিয়ার আজকের খবর, কলিং ভিসার খবর সহ যাবতীয় মালয়েশিয়ার ভিসার খবর প্রদানে সেবারু নিউজ ব্যাংক দীর্ঘদিন ধরে
কাজ করে আসছে। এখানে মালয়েশিয়ার অনেক সাংবাদিক প্রতিনিয়ত মালয়েশিয়ার উপরে উল্লেখিত বিষয় গুলো নিয়ে কাজ করছেন।
এছাড়াও মালয়েশিয়ার সকল বিশ্ববিদ্যালয়ের খবর অর্থাৎ মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক তথ্য পাবেন সেবারু নিউজ ব্যাংক এর মাধ্যমে।

কলিং ভিসা চুক্তি হল মালয়েশিয়ার সাথে

গত ১৯ ডিসেম্বর ২০২১ এ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানী বা কর্মী পাঠানোর ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ
ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তির মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ার কার্যকারিতা আরম্ভ হয়। অর্থাৎ এর মাধ্যমে বাংলাদেশী শ্রমিকদের জন্য মালয়েশিয়ার
দরজা খুলে গেল।

মালয়েশিয়ার কলিং ভিসা খবর ২০২২

২০২২ এর জন্য সবচেয়ে বড় খবরটি হল কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নিতে যাচ্ছে মালয়েশিয়া। এর প্রক্রিয়া প্রায় শেষ পর‌যায়ে। তবে অনেক মহল বলছে,
দয়া করে মালয়েশিয়ার কলিং ভিসা কখন চালু হবে? এই চিন্তা বাদ দিয়ে পাসপোর্ট এবং টিকা নিয়ে রেডি থাকুন! যাতে করে মালয়েশিয়া যদি আগামীকাল চালু হয় আপনি যদি রেডি না থাকেন তাহলে আপনারই ক্ষতি হবে। তারা আরও বলে যেহেতু বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে চুক্তি হয়ে গেছে আগামী কিছু দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
আর বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের একটা প্রস্তুুতির বিষয় আছে । তাই দয়া করে অযথা টেনশন না করে অপেক্ষা করুন, বর্তমান মিডিয়ার যুগ যখন চালু হবে সবাই জানতে পারবেন। দয়া করে আরো কিছু দিন ধৈর্য ধরুন, আপনার দিক থেকে আপনি রেডি থাকুন। আর ২০২২ এ অবশ্যই কলিং ভিসায় আপনার মালয়েশিয়া যাওয়া
নিশ্চিত হবে যদি আপনার প্রস্তুতি ঠিক থাকে।

কলিং ভিসায় কারা যাবেন?

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানের বিষয়ে ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির সঙ্গে কর্মী পাঠানো সংক্রান্ত
সমঝোতা চুক্তি সই হয়। এ চুক্তিতে বলা হয় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলো বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা,
খনি ও খনন, নির্মাণ ও গৃহকর্মীর কাজে কর্মী নিয়োগ দেবে।

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার খবর

মালয়েশিয়া শিক্ষা খাতে এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা দেশ গুলোর মধ্যে অন্যতম। জ্ঞান বিজ্ঞান চর্চায় মালয়েশিয়ার অবস্থান একেবারে সামনের সারিতে।
যার কারণে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র‌্যাংকিং এ অনেক এগিয়ে আছে। এখানে লেখা পড়া করে গুগল, আমাজান, মাইক্রসফট, আলিবাবাসহ
বিশ্বের নামি দামি কোম্পানি গুলোতে চাকরি পাওয়া অনেক সহজ। পেপাল থাকার কারণে ফ্রিল্যান্সিং করে হাজার ডলার ইনকাম করা তো পান্তা ভাত।
শুধু তাই না এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপ ও আমেরিকাতেও সহজে যাওয়া যায়। অথবা সেখানেই উন্নতমানের জব পাওয়া যায়।
মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা বিষয়ক আরও পড়তে চাইলে ক্লিক করুন এখানে- মালয়েশিয়ায় পড়াশোনা কেন করবেন?

সেরা ১০ টি মালয়েশিয়ান সংবাদ মাধ্য

মালয়েশিয়ার প্রতিদিনের খবর রাখতে চোখ রাখুন নিচের পত্রিকা গুলোতে। কারণ এ সংবাদ মাধ্যম গুলো পুরোপুরি অনলাইন। তাই চাইলেই পৃথিবীর যে কোন স্থান
থেকে পড়া যাবে পত্রিকা গুলো। এখান থেকে বাংলাদেশীদের ও কলিং ভিসাসহ টুরিস্ট ভিসার যাবতীয় আপডেট পাবেন।

  1. Malaysiakini: মালয়েশিয়াকিনি একটি পুরস্কার বিজয়ী স্বাধীন সংবাদ সরবরাহকারী।
  2. Utama: ওয়েবসাইট টি স্থানীয় ভাষার মালেতে সর্বশেষ মালয়েশিয়ার সংবাদ পান।
  3. Utusan Online.
  4. Free Malaysia Today.
  5. The Malay Mail Online | Malaysia.
  6. Bernama.
  7. Lowyat.net | Technology News Malaysia. …
  8. Paul Tan\’s Automotive News.
  9. SAYS Malaysia
  10. Kosmo Online

মালয়েশিয়ার বাংলা খবর যেখানে পাবেন

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?