বিদেশে পড়াশোনা যাদের স্বপ্ন, তাদের জন্যই সম্পূর্ণ ফ্রিতে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ ফ্রি অনলাইন সেমিনার এর আয়োজন করেছে গ্রীন একাডেমী, ট্রাস্ট গ্লোবাল স্টাডি লিঃ ও স্কলার্স ।
মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে, সেবারু ডট কম।
বিদেশে উচ্চশিক্ষা সেমিনারের সুবিধাসমূহ:
➽ সেমিনারটি সম্পূর্ণ ফ্রি।
➽ সার্টিফিকেট প্রদান করা হবে।
➽ অনলাইন এ অংশগ্রহনের সুযোগ আছে।
আলোচক:
আবু জাফর রাজু
স্টুডেন্ট ভিসা এ্যাডভাইজার ও সম্পাদক,
সেবারু ডট কম।
আলোচনার বিষয়ঃ
➽ বিদেশে উচ্চ শিক্ষার ব্যাপারে সমস্ত প্রয়োজনীয় তথ্য, যা আপনার জন্য সহায়ক।
➽ কোর্স, ফি, নুন্যতম ভর্তি ও স্কলারশিপ যোগ্যতা নিয়ে আলোচনা করা হবে?
➽ ক্রেডিট ট্রান্সফার এর নিয়ম।
➽ Research Assistantship নিয়ে আলোচনা করা হবে।
➽ Part-time Job বিষয়ে আলোচনা হবে।
➽ লেখা-পড়া শেষে চাকুরীর সুযোগ নিয়ে আলোচনা।
➽ ভিসা প্রসেসিং স্টেপ নিয়ে আলোচনা।
স্থান: অনলাইন। ও অফলাইন।
আয়োজনে:
Student Visa Helpline Facebook Group.
স্পন্সর : গ্রীন একাডেমী।
মিডিয়া পার্টনার: Shebaru.com
রেজিস্ট্রেশনের জন্য কল করুন: 01711981051
ট্যাগসমূহ:
online seminars with a certificate, online seminars free, online seminars for students, ফ্রি অনলাইন সেমিনার, উচ্চশিক্ষার জন্য সেমিনার।
বিদেশে উচ্চশিক্ষা, বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা তথ্য, বিদেশে উচ্চশিক্ষা কেন করব, বিদেশে উচ্চশিক্ষা, বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ ২০২১, বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ ২০২১, বিদেশে উচ্চশিক্ষা বৃত্তি, বিদেশে উচ্চশিক্ষা প্রথম আলো, বিদেশে উচ্চশিক্ষার যোগ্যতা, এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা।
প্রিয় শিক্ষার্থী,
বিদেশে নিজ খরচে পড়তে যাওয়া অথবা ফুল স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্য তোমাকে যোগ্য হতে হবে। অর্থাৎ যে দেশের যে বিশ্ববিদ্যালয় তাদের
ওখানে ভর্তি জন্য যা চায় তা তোমার অবশ্যই থাকতে হবে। তার পর আবেদন প্রক্রিয়াটাও কিন্তু জানতে হবে। এ সকল বিষয় নিয়েই আমাদের
রয়েছে একটি ১ সপ্তাহের পরিপূর্ণ সার্টিফিকেট কোর্স। সেটিতে ভর্তির আগে প্রায় ১ ঘন্টার একটি ফ্রি সেমিনার করলে আশা করি বেশ ভালো হবে।
তাই আর দেরি না করে আজই সেমিনারে অংশ নিতে রেজিস্ট্রেশন করে ফেলো।
আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।
যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।