ঘটকের ঠিকানা ও মোবাইল

ঢাকাসহ সকল জেলার ঘটকের ঠিকানা ও মোবাইল নাম্বার

পাত্র পাত্রী চাই বিজ্ঞাপন পড়েন নাই এমন লোক খুজে পাওয়া যাবে না। অপরূপা সুন্দরী, সরকারী চাকুরীজীবী, ডাক্তার,
ইন্জিনিয়ার, বিসিএস অফিসার, সেনা/নৌ/বিমান বাহীনির অফিসার, কর্ণেল, মেজর জেরারেল,
প্রফেসর ব্যবসায় শিল্পপতি ব্যারিস্ট আমেরিকান সিটিজেন যে কোন পাত্র পাত্রীর সন্ধান আমাদের হাতের। এ ধরনের বিজ্ঞপনে
ভরপুর পত্রিকা গুলো। এসবের মধ্যে বিশির ভাগই আবার ফেক। অনেকেই সেখানে গিয়ে প্রতারিত হন। তাই আজকে আমরা
ঢাকা সিলেট সহ সকল জেলার ঘটকের ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। যাতে করে পাত্র পাত্রী কিংবা পাত্র বা পাত্রী
পক্ষ নিজেই ঘটকের সাথে কথা বলে পছন্দমত পাত্র পাত্রী খুজে নিতে পারে।

ঘটক কি?

ঘটক এর অর্থ, ঘটনার সংঘটয়িতা, সংঘটনকর্তা,যে ঘটায় ইত্যাদি। পাত্র ও পাত্রীর মধ্যে যোগাযোগ স্থাপন করে বিয়ে সম্পাদনে মধ্যস্থতাকারী ব্যক্তিই হচ্ছেন ঘটক। ঘটক এবং ঘটকালি পেশা বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে বহু কাল ধরে চলে আসছে।
আগে সমাজে পাত্র-পাত্রীদের অবাধ মেলামেশার কোনো সুযোগ ছিল না। তখন পূর্বপরিচয়-সূত্রে ছেলে ও মেয়ের নিজেদের ইচ্ছায় বিয়ের ব্যাপারটা সমাজিক বিধি-নিষেধের পরিপন্থী ছিল।
তখন ঘটকের মাধ্যমে বিয়ে ঠিক হওয়ার রীতি ছিল বহুল প্রচলিত এবং এজন্য সমাজে একজন ঘটক এর গুরুত্বও ছিল অপরিসীম।

ঘটকের কাজ কি?

পাত্র পাত্রীর দাম্পত্য জীবন শুরু হয় উভয়ের একসাথে বসবাসের মধ্য দিয়ে। নারী এবং পুরুষ একসাথে থাকার যে সামাজিক এবং আইনি বৈধতা সেটা বিয়ের মাধ্যমে লাভ করা যায়। কিন্তু বিয়ে সংঘটন করাটা সহজ ব্যাপার নয়। পাত্র পাত্রীর শারীরিক গঠন বা গায়ের রং, সাংসারিক আয়-উন্নতি, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান, বংশমর্যাদা- এ সব কিছু মাথায় রাখতে হয়। সবকিছু ‍মিলিয়ে পাত্র-পাত্রী মিল করা বেশ দুঃসাধ্য একটা ব্যাপার ঘটকের জন্য। তার পরও এই দুঃসাধ্য কাজটি করে থাকেন একজন দক্ষ ঘটক।

অনলাইন ম্যারেজ মিডিয়া কি?

আগের ঘটকদের বদলে অনলাইন ম্যারেজ মিডিয়াগুলো এখন অনলাইন ঘটক এর দায়িত্ব পালন করে চলেছে।
বর্তমানে অনলাইন ম্যারেজ মিডিয়া বা ম্যাট্রিমনিয়াল সাইটে সুন্দর সুন্দর নানা ক্যাটাগরির পাত্র-পাত্রীর ছবি, জীবনবৃত্তান্ত, পছন্দ-অপছন্দ সবকিছুই জানা যায়। অনলাইন ম্যারেজ মিডিয়াতে ফ্রি রেজিস্ট্রেশন করে পাত্র পাত্রীর ছবি ও বায়োডাটাসহ বিস্তারিত তথ্য দেখার সুযোগ থাকে। আবার অনেক অনলাইন ম্যারেজ মিডিয়ার ওয়েবসাইটে তো পাত্র পাত্রী পছন্দ হলে সাথে সাথে ম্যাসেজিং, অডিও এবং ভিডিও কল করার সুযোগ আছে। অনলাইনে পাত্র-পাত্রীর পরিচয়, অভিভাবকদের মধ্যে আলোচনাও করা যায় অনলাইন ম্যারেজ মিডিয়ার মাধ্যমে।

অনলাইন ম্যারেজ মিডিয়ার সমস্যা সমূহ

অনলাইনে যেকোন সেবা গ্রহণের ক্ষেত্রে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগে থাকনে। কারণ, অনলাইন ম্যাট্রিমনিয়াল সাইটে যেহেতু নিজের ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত তথ্যগুলো দিতে হয়, সেক্ষেত্রে অনেকেই সেবা নেয়ার ক্ষেত্রে নিরাপত্তাহীনতা উপলব্ধি করেন।
তবে ভালো ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট গুলো পাত্র পাত্রীদের তথ্য গুলো শতভাগ নিরাপদ রাখে। অবশ্য এ সমস্যা ট্রেডিশনাল ঘটকের ক্ষেত্রেও হতে পারে। সে ক্ষেত্রে সাবধানতাই উত্তম।

কি কি সুবিধা দেয় অনলাইন ম্যারেজ মিডিয়া?

বেশ কিছু অনলাইন ম্যারেজ মিডিয়া আছে যেখানে আপনি চাইলেই আপনার জন্য একজন প্রতিনিধি নিয়োগ করে দেবে। সেক্ষেত্রে আপনাকে কোন কাজই করতে হবে না, বাড়তি কিছু সম্মানী দিতে হবে মাত্র। দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আপনার পার্সোনাল অ্যাসিন্টেন্ট হিসেবে বিবাহের প্রাথমিক যাবতীয় কাজগুলো করে দেবে। পাত্র পাত্রী পছন্দ হলে প্রতিনিধি আপনাকে পাত্র-পাত্রীর অভিভাবকের সাথে আপনার যোগাযোগের ব্যবস্থা করে দেবে। এছাড়া আরও অনেক সহযোগিতা পেতে পারেন।

নিচে সকল জেলার ঘটকের ঠিকানা ও মোবাইল নাম্বার দেওয়া হল

ঘটকের নামঘটকের জেলা
সাভার ঘটক দাদাঢাকা, সাভার
সিরাজ মিয়া বরিশাল, মির্জাগঞ্জ
হাবিব মিয়ানারায়নগঞ্জ
ইসমাইল হোসেননরসিংদী
ঘটক পাখি ভাইঢাকা
সাইদুর রহমান (তুফান ঘটক)রাজশাহী
ঘটক অনামিকাময়মনসিংহ
ঘটক বাড়ীবগুড়া
পাত্র পাত্রী ডট কমরংপুর

উপরে বর্ণিত ঘটকের ঠিকানা গুলো নিয়মিত আপডেট করা হয়।

ঘটক বৃন্দের প্রতি আহবান

আপনি যদি অভিজ্ঞ ঘটক হয়ে থাকেন। যদি চান আপনার মাধ্যমে একটি ছেলে বা মেয়ের অথবা কন্যা দায়গ্রস্থ পিতা মাতার
উপকারে আসার সৎ ইচ্ছা থাকে তবে আমাদের ডাটাবেজ এ নিবন্ধন করুন। আমরা আপনার সম্পর্কে জেনে তা ডাটাবেজে রেখে দেবো।
আমরা সম্পুর্ণ ফ্রিতে ঢাকা ও প্রত্যেক জেলা থেকে সৎ ঘটকদের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার নিবন্ধন করে থাকি।

পাত্র পাত্রীর অভিভাবকদের প্রতি আহবান

দয়া করে এটা মনে করবেন না যে ঘটকরা সবসময় আপনার ক্ষতি করে নিজে অর্থ উপার্জন করতে চায়। অনেক ভালো ঘটক আছে
যারা গরীব কন্যা দায়গ্রস্থ পিতা-মাতার সন্তানকে বিনা টাকায় ভালো ঘরে বিয়ে দিয়ে দেন। তবে বিবাহ সাদীর ব্যাপারে আপনাকে
সবসময় সচেতন থাকতে হবে। দুনিয়ার লোভে না পরে কুরআন ও হাদীসের আলোকে পাত্র পাত্রী নির্বাচন করতে হবে।
আর হাঁ, কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে তার আগে একটি ভালো বিবাহের জন্য বায়োডাটা তৈরি করে রাখুন।

আমরা কিভাবে পাত্র-পাত্রী সন্ধানে সহায়তা করি?

অন্যান্য ম্যাট্রিমৌনিয়াল ওয়েবসাইট থেকে ভিন্ন সেবারু ডট কম। আমরা আকীদাহ্‌ অনুযায়ী পরিচালনার লক্ষ্যে কাজ করি।
যেহেতু পুরো ব্যাপারটাই কোরআনের “সুচরিত্র নারী সুচরিত্র পুরুষের জন্যে এবং সুচরিত্র পুরুষ সুচরিত্র নারীর জন্যে” [সূরা নূর; ২৪:২৬]-
এই আয়াত ভিত্তিক, তাই এটাই স্বাভাবিক যে আপনারা প্রত্যাশা করবেন যেন এর সকল দিক অনুমোদিত এবং
স্বীকৃত ইসলামি সংগঠনসমূহের পরামর্শক্রমেই পরিচালিত হয়ে থাকে। আর আমরা নিশ্চিন্তে বলতে পারি যে আপনাদের সেই প্রত্যাশা পূরণ করা হয়েছে।

আপানার বিবাহের জন্য কেমন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন?

যে প্রতিষ্ঠান থেকে আপনি সেবা নেবেন, প্রথমেই সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানুন। তাদের বিবাহ বিষয়ক ওয়েবসাইট পেজ দেখুন।
অফিশিয়াল স্যোশাল ফেইসবুক, ইউটিউব চ্যানেল দেখুন, তাদের কাছে কি পরিমান অভিজ্ঞতা ও সততা আছে তা জানুন।
তাদের কিভাবে কাজ করে সেটা জানুন, প্রয়োজনে অফিস ভিজিট করুন। তারা আপনাকে কিভাবে সেবা দিবে তার সম্পর্কে বিস্তারিত জানুন।
তবে কারো আশ্বাসে – আত্নহারা হবেন না।

আমাদের সমাজে ঘটকালী সার্ভিস ও ম্যাট্রিমনি সার্ভিস নিয়ে ভ্রান্ত ধারনা আছে।
প্রচলিত ঘটকালীতে ঘটকরা মিথ্যা বলে, আপনাকে ১০টা মিথ্যা বলবে, বিয়ে করিয়ে দেয়ার শতভাগ গ্যারান্টি সহ নিশ্চয়তা দিবে। ফলে সাবধান!

মুলত, কোন মানুষই, যাকে তাকে বিয়ে করেন না, দুইপক্ষের পছন্দ ও পারিবারিক সামঞ্জ্যতায় একটি বিয়ে সংগঠিত হয়।

অনলাইনে আরও খুঁজবেন যেভাবে

নিচের বাক্যগুলো দিয়ে ফেসসুক বা গুগল অথবা ইউটিউবে খুঁজতে পারেন।
Marriage Media, পাত্র পাত্রী চাই,গরিব পাত্র চাই, মেয়ে পাত্রী চাই, বিয়ের জন্য পাত্রী চাই, পাত্রী চাই সরাসরি ২০২৪, ডিভোর্সি পাত্রী চাই, হিন্দু পাত্রী চাই, মুসলিম পাত্রী চাই, হিন্দু পাত্র চাই সরাসরি, জরুরী পাত্র চাই, পাত্র পাত্রীর সন্ধান চাই, বিয়ে করার জন্য পাত্রী চাই, প্রবাসী পাত্র চাই, দ্বীনদার পাত্রী চাই।

সাবধান এমন চিন্তা করবেন না!

আজকাল দেখা যাচ্ছে এরকম বিজ্ঞাপন, প্রেম করার জন্য পাত্রী চাই। আমরা এর একেবারে উল্টা। শুধুমাত্র নিবন্ধিত পাত্র ও পাত্রীদের জন্য পরামর্শ দেই।

বিবাহের জন্য রেজিস্টেশন করুন আজই

আমাদের ডাটাবেজ থেকে আপনাদের পছন্দের পাত্র-পাত্রী বেছে নিতে পারেন সহজেই। আর সেজন্যই রেজিস্ট্রেশন করা প্রয়োজন।
রেজিস্ট্রেশন করতে নিচের লিংক এ ক্লিক করুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আশা করি উপরের তথ্যগুলো আপনার কাজে লাগবে। কোন পরামর্শ বা প্রশ্ন থাকলে সেবারু ডট কম এর টিম কে জানালে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *