Shebaru

রসায়নে ভর্তি ও দেশে বিদেশে ক্যারিয়ার

রসায়নে ভর্তি

রসায়নে ভর্তি ও দেশে বিদেশে ক্যারিয়ার

রসায়নে ভর্তি ও ক্যারিয়ার সম্পর্কে জনার আগে জানতে হবে রসায়ন (Chemistry) এর পঠিতব্য বিষয় গুলি হল কি কি।
এটি মূলত বিশুদ্ধ বিজ্ঞানের একটি শাখা বিধায় রসায়নের পাঠদান একেবারে গোড়া থেকেই শুরু হয়।
উচ্চ মাধমিকের সিলেবাসগুলোর বিষয়সমূহকে বিস্তারিত পড়ানো হয়্ আর তখনই শুরু হয় রসায়নের মূর উচ্চতর শিক্ষা।

কোথায় রসায়নে ভর্তি হবেন?

দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়য়ে এ বিষয়ে পড়তে পারেন। আবার বিদেশেও পড়তে পারেন।

রসায়নের চাহিদা ও ভবিষ্যত

প্রকৃতপক্ষে বিশুদ্ধ রসায়নের চেয়ে বর্তমানে ফলিত রসায়ন, রাসাযনিক প্রযুক্তি বিষয়গুলোর চাহিদা অনেক বেশি। এর কারণ Pharmaceutical Industry, Chemical industry এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানসমূহ। তবে এই বিষয়ের মূল চাহিদা শিক্ষকতা, উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রেই দেখা যায়। এছাড়া BCS এ তো যেকোন বিষয় থেকেই দেয়া যায়। Rating বলতে গেলে এর স্থান মাঝামাঝি।

স্কলারশীপ সুবিধা

বৃত্তি মূলত উচ্চ শিক্ষার জন্য প্রযোজ্য যা গবেষনার জন্যই প্রদান করা হয়। মূরত বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি দেয়া হয়। Australlia, Canada, UK, USA, Japan ও Korea- তে Scholarship পাওয়া যেতে পারে যার সবই Postgraduate শিক্ষার জন্য। এছাড়া শিক্ষকদের জন্য Scholarship রয়েছে।

চাকুরি সুযোগ কেমন?

এ সাবজেক্টে পড়াশোনা শেষ করে চাকুরীর জন্য নিম্নোক্ত Option গুলো থাকতে পারে,

  • শিক্ষকতায় ভালো ফলাফল করলে বিশ্ববিদ্যালয়, নয়তো স্কুল ও কলেজে, BCS সাপেক্ষে সরকারি কলেজে।
  • শিল্প প্রতিষ্ঠানে মান নিয়ন্ত্রক ও অন্যান্য চাকুরি, মুলত ফরিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বা ফার্মেসীর প্রধান্য।
  • সাধারণ BCS শিক্ষকতা ছাড়াও BCS -এর যেকোন অঙ্গনে চাকুরি রয়েছে যার সাথে রসায়নের কোন সম্পর্ক নেই।
  • সরকারি গবেষণা প্রতিষ্ঠানসমূহ BCSIR, BSTI ও অন্যান্য সরকারি চাকুরি।

রসায়নের চাকুরীর ক্ষেত্রসমূহ

 

  • বহুজাতিক আর দেশীয় প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে চাকরি করার সুযোগ আছে।
  • গার্মেন্টস, ভোজ্য তেল, পেইন্টস, সিমেন্ট, কোমল পানীয় ইত্যাদির আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
  • দেশের সরকারী প্রতিষ্ঠান BSTI, BCIC, BCSIR, WASA কেমিস্ট হিসাবে চাকরি করার সুযোগ আছে।
  • স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ তো রয়েছেই।
  • পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য অধিদপ্তর, খাদ্য ও চিনিশিল্প করপোরেশন, ফরেনসিক ল্যাব।
  • ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর।
  • এনার্জি এবং এনভায়রনমেন্ট, অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টস সেক্টর, মেটাল এবং অ্যালয় সেক্টর।
  • সরকারি ও বেসরকারি ব্যাংক
  • ফার্টিলাইজার এন্ড ইনসেক্টিসাইড
  • ফুড এন্ড নিউট্রিশন বিষয়ক প্রতিষ্ঠান।
  • ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রীজ।
  • রিসার্চ ও ডেভেলপমেন্ট,
  • ম্যানুফ্যাকচারিং কোম্পানি।
  • এছাড়াও বিসিএস তো আছেই।

 

বিষয়ভিত্তিক পরামর্শ: রসায়ন কেন পড়ব?

একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জরুরি হলো পছন্দের বিষয় নির্ধারণ করা। শিক্ষার্থীরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন, সঠিক গাইড লাইন পান না। তাই সিদ্ধান্ত নেয়ার আগে একটা সাবজেক্টে কী পড়ানো হয়, ভবিষ্যৎ ও ক্যারিয়ার কোথায় করা যায় এ সম্পর্কে জানা থাকলে সিদ্ধান্ত নেয়া সহজ হয়। এজন্য আমরা আজকে রসায়ন বিষয় নিয়ে জানব ।

কী পড়ব রসায়নে?
একজন শিক্ষার্থীকে রসায়ন বিষয়ে অনার্স করতে জৈব রসায়ন, অজৈব রসায়ন, ভৌত রসায়ন, প্রাণ রসায়ন, পরিবেশ রসায়ন, কৃষি রসায়ন, খাদ্য রসায়ন, পলিমার রসায়ন, শিল্প রসায়ন, নিউক্লিয়ার রসায়ন, তড়িৎ রসায়ন, বিশ্লেষণী রসায়ন, মেডিসিনাল রসায়ন এসব বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়, জানাশোনা থাকতে হয়। এজন্য পাঠ্যপুস্তকের বাইরেও হাতে-কলমে জানাশোনা, জ্ঞান অর্জনের জন্য প্রত্যেক সেমিস্টারে থাকে ব্যবহারিক পরীক্ষা।

কোথায় পড়া যায়?
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও এখন অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু কলেজে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনেরও সুযোগ আছে। এছাড়াও অনেক শিক্ষার্থী আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে রসায়ন বিষয়ে ডিগ্রি অর্জনের জন্য বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে রাখেন পছন্দের তালিকায়। তাই রসায়ন বিষয়ে পড়ার জন্য পর্যাপ্ত শিক্ষক ও ল্যাবরেটরি সুযোগ-সুবিধা আছে এমন প্রতিষ্ঠান নির্বাচন করা হবে মূল কাজ।

রসায়নে গবেষণা
রসায়নের শিক্ষার্থীদের জন্য গবেষণাক্ষেত্র হতে পারে একটি আকর্ষণীয় কাজ। বিদেশের অনেক বিশ্ববিদ্যালয় রসায়নের বিভিন্ন শাখায় গবেষণার জন্য মাস্টার্স, এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরেট পর্যায়ে ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয়। প্রতিবছর বাংলাদেশের অনেক শিক্ষার্থী রসায়ন বিষয়ে গবেষণার জন্য ফেলোশিপ নিয়ে বিদেশে যান। একজন শিক্ষার্থীকে গবেষণা করতে হলে অনার্সের শুরু থেকেই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে একাডেমিক বিষয়ে অগাধ জ্ঞান অর্জন করতে হবে। এই গবেষেণা কাজের অভিজ্ঞতা অর্জন করতে একজন শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে হবে। এ বিষয়ে গবেষণার সম্ভাবনার জায়গাগুলো হলো- ন্যানো টেকনোলোজি, ন্যাচারাল প্রোডাক্টস কেমিস্ট্রি, গ্রিন সিনথেসিস, মেডিসিনাল কেমিস্ট্রি, বায়ো পেস্টিসাইড ইত্যাদি। এক্ষেত্রে গবেষণাধর্মী প্রতিষ্ঠান কিংবা শিক্ষকতা পেশায় থাকলে পিএইচডি ডিগ্রি অর্জনের মাধ্যমে দক্ষতা বাড়ানো জরুরি।

আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?