Shebaru

ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুঁজছেন?

আপনি কি আপনার প্রতিষ্ঠানের জন্য ফেসবুক মার্কিটিং, ইউটিউব মার্কেটিং, বা ওয়েবসাইট এসইও নিয়ে চিন্তিত?
কোন চিন্তা নেই, একটি বিশ্বস্ত ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে আমরা আছি আপনার পাশে, সেই ২০১১ সাল থেকে।
বিস্তারিত জানতে ও ফ্রিতেই আপনার প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের পরামর্শ পেতে আজই যোগাযোগ করুন।

আমরা কি কি ডিজিটাল মার্কেটিং সেবা দেই?

ওয়েব ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইট SEO, গুগল এ্যাড ম্যানেজমেন্ট, ফেসবুক, ইউটিউব এ লাইক ফলোয়ার ও সাব্সক্রাইবার বৃদ্ধিসহ
যাবতীয় ইমেজ, ভিডিও, ভয়েস ও কপিরাইটিং সার্ভিস দিয়ে থাকি। যেমন,

  • এসইও সার্ভিস
  • ফেসবুক মার্কিটিং সার্ভিস
  • ইউটিব মার্কেটিং সার্ভিস
  • অন্যান্য সোসাল মিডিয়া সার্ভিস
  • ওয়েবসাইট ডিজাইন
  • কন্টেন্ট রাইটিং
  • ভিডিও তৈরি ও ইডিটিং
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং (Search Engine Marketing-SEM)

SEO সার্ভিস?

SEO এর মূল কাজ হল অপ্টিমাইজেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইট বা ওয়েবপেইজকে র‍্যাংকিং করা।
ধরুন কেউ গুগলে আপনি যে সেবা বা পণ্য সেল করেন তা সার্চ দিল, যদি আপনার ওয়েবসাইটি এসইও করা থাকে তাহলে আপনার ওয়েবসাইট র‍্যাংকিং এর শীর্ষে
দেখা যাবে। ফলে আপনার কাঙ্খিত কাস্টমার আপনার ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সেবা বা পণ্য গ্রহণ করবে।
আর এই কাজটাই আমরা বাজারের সবচেয়ে কম মূল্যে দিচ্ছি। এইও সার্ভিসের মান কিন্তু খারাপ হবে না!
প্রতিষ্ঠানের প্রয়োজ অনুযায়ী যে সকল SEO করা হবে তা হল,

  • টেকনিক্যাল এসইও (Technical SEO)
  • অনপেজ এসইও (On-Page SEO)
  • কন্টেন্ট এসইও (Content SEO)
  • অফপেজ এসইও (Off-Page SEO)
  • লোকাল এসইও (Local SEO)
  • মোবাইল এসইও (Mobile SEO)
  • কমার্স এসইও (E-commerce SEO

আমাদের এসইও সার্ভিস ও খরচ সম্পর্কে বিস্তারিত জানুন এখানে…

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing):

ফেসবুক, ইউটিউব, টুইটার, লিংকেডিন, ইন্টাগ্রাম, ইত্যাদি ১৫+ সোস্যাল মিডিয়ায় কমিউনিটি তৈরি করার সুযোগ আছে।
আপনার টার্গেটকৃত অডিয়েন্স এর সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্নভাবে মার্কেটিং করে থাকি।
কাউকে ইমেইল পাঠানোর ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার পেজ কিংবা গ্রুপের লিংকগুলো সিগনেচার হিসেবে ব্যবহার করে থাকি।
আপনার নিজের ওয়েবসাইটে কিংবা কোন ব্লগে পোস্ট দেয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার লাইক বা শেয়ার বাটন যুক্ত করি।
এছাড়াও নিয়মিত সোস্যাল মিডিয়া পোস্ট দিয়ে থাকি।

ই-মেইল মার্কেটিং (Email Marketing):

ইমেইল মার্কেটিং এর মাধ্যমে মুহূর্তেই আপনি আপনার পণ্য এবং সেবা কে হাজার হাজার গ্রাহকের কাছে তুলে ধরতে পরবেন।
এতে করে আপনার পন্যটি জনপ্রিয় হতে থাকবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে আপনার পণ্য অধিক পরিমানে বিক্রি হতে থাকবে ।
একটি ই-মেইল মার্কেটিং সফটওয়্যার দিয়ে আপনার ই-মেইল লিস্ট গ্রাহকদের কাছে সেবা ও পণ্য মার্কেটিং করে থাকি।

সার্চ ইঞ্জিন মার্কেটিং (Search Engine Marketing-SEM):

সার্চ ইঞ্জিন মার্কেটিং বা SEM এমন একটি মার্কেটিং কৌশল যাতে আপনার ওয়েবসাইটে বা সোস্যাল মিডিয়ায় ভিটিটর আসবে।
SEM বর্তমান অনলাইন মার্কেটিং এর সব চেয়ে সাশ্রয়ী অনলাইন মার্কেটিং যা কিনা আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়াতে পারে।
আমরা SEM এর মাধ্যম হিসেবে গুগুলের AdWords ব্যবহার করে থাকি।

কন্টেন্ট মার্কেটিং (Content Marketing):

একটি ভাল কন্টেন্ট আপনার ব্যবসার ব্র্যান্ডিং এর জন্য সবচেয়ে ভাল কাজ করবে। ভালো কন্টেন্ট এর মাধ্যমে টার্গেটেড কাস্টমার আপনাকে খুঁজে পেতে পারে।
এক্ষেত্রে আমাদের সার্ভিস সমূহ হল,

  • ওয়েবসাইটের জন্য লেখা তৈরি ও পোস্ট করি।
  • ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবের জন্য ইমেজ তৈরি করি।
  • সোস্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করি।
  • কি ওয়ার্ড র‌্যাঙ্কিং করি।

ইউটিউব মার্কেটিং (YouTube Marketing):

গবেষণায় দেখা গেছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ইউটিউব। বর্তমান সময়ে ইউটিউব এতোটাই জনপ্রিয় হয়েছে যে,
ফেসবুকের থেকে এখন মানুষ ইউটিউবই বেশি ব্যবহার করে। আমাদের সার্ভিস সমূহ,

  • ফুল চ্যানেল এসইও।
  • অরগানিক ভিজিটর বৃদ্ধি।
  • এসইও ফ্রেন্ডলি ইউটিউব টাইটেল এবং ডেসক্রিপশন।
  • ভিডিও অপটিমাইজেশন ও র‌্যাঙ্কিং।

ফেসবুক মার্কেটিং (facebook marketing) :

ফেসবুক ব্যবহার করে না এমন স্মার্টফোন ইউজার পাওয়া যায় না। তাই ব্যবসার প্রসারে এর বিকল্প নেই।
আর আমরা দিচ্ছি আপনাকে এ টু জেড ফেসবুক অরগানিক ও পেইড মার্কেটিং সার্ভিস। এ গুলো হচ্ছে,

  • ফেসবুক প্রোফাইল সাজানো। এক কালীন প্রফাইল এসইও ফেন্ডলি করে সাজানোর মূল্য- ৫০০ টাকা।
  • লাইক, রিচ, ম্যাসেজ, লিড বুস্টসহ সকল ধরনের ফেসবুক বুস্ট মার্কেটিং। মূল্য:- প্রতি ডলার সব খরচ সহ ১৪৫ টাকা।
  • নিয়মিত ফেসবুক পোস্ট করে দেওয়া । প্রতি পোস্ট এর জন্য ছবি ও কন্টেন্টসহ মূল্য- ৪০০ টাকা।
  • মজার ফেসবুক স্ট্যাটাস তৈরি করে দেওয়া। প্রতি মজার মজার স্ট্যাটাসের জন্য ছবি ও কন্টেন্টসহ মূল্য- ৪০০ টাকা।
  • ফেসবুকের ফটো তৈরি করে দেওয়া। অনলাইন সফটওয়্যারের মাধ্যমে ইউনিক ছবি প্রতিটির মূল্য- ১০০ টাকা।
  • ফেসবুক লাইভ এর ব্যবস্থা করা। ফেসবুক পেইজে লাইভ প্রতি দশ মিনিট ৫০০ টাকা।
  • প্রোফাইল পিকচারের ক্যাপশন আইডিয়া প্রদান। একটি প্রোফাইল পিকচার তৈরি ও ক্যাপশন কনটেন্ট মূল্য- ২০০ টাকা।
  • ফেসবুক ছবিসহ নানা বিষয়ের পরামর্শ প্রদান। মূল্য আলোচনা সাপেক্ষে।
  • আইডি রিকভার করে দেওয়া। খরচ আলোচনা করে নির্ধারণ করা হবে।

মাসিক প্যাকেজে ফেসবুক মার্কটিং সার্ভিস

কম্পানীর ফেসবুজ পেজ অথবা আইডি পরিচালনা অর্থাৎ সঠিক পদ্ধতিতে সোসাল মিডিয়া মার্কেটিং মাসিক প্যাকেজ এটি।
প্যাকেজের সর্বনিম্ন মূল্য প্রতি মাসে পাঁচ হাজার (৫০০০) টাকা মাত্র। যা মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
এই প্যাকেজের মধ্যে থাকবে,

  1. ফেসবুক প্রোফাইল সাজানো ও প্রোফাইল পিকচারের ক্যাপশন তৈরি করা যতবার প্রয়োজন।
  2. লাইক, রিচ, ম্যাসেজ, লিড বুস্টসহ সকল ধরনের ফেসবুক বুস্ট মার্কেটিং।
  3. মজার ফেসবুক স্ট্যাটাস তৈরি করে সপ্তাহে কমপক্ষে ২টি ফেসবুক পোস্ট করে দেওয়া ।
  4. মাসে একটি ফেসবুক লাইভ এর ব্যবস্থা করা। অথবা ২টি ভিডিও তৈরি করে পোস্ট দেওয়া।
  5. ফেসবুক মার্কেটিং এর রিপোর্ট প্রদান।

আমাদের অনলাইন মার্কিটিং অভিজ্ঞতা:

অভিজ্ঞ ও সাধারণ লোকের কাজের পার্থক্য অনেক; বিশেষত Facebook Ads এর ক্ষেত্রে। আমরা প্রতিনিয়ত অনেক ধরনের ব্যাবসার জন্য বহু এ্যাড দিয়ে আসছি। আমরা Facebook community standard, Ad policy, Conversion rate, Bid, Placement, Detailed interest এ বিষয়গুলো মাথায় রেখে এ্যাডভার্টাইজিং করে থাকি। তবে হ্যাঁ, আপনিও অভিজ্ঞতা অর্জন করতে পারেন। কিন্তু মনে রাখবেন, অভিজ্ঞতার পেছনে ছুটতে ছুটতে যেন ব্যবসার ক্ষতি না হয়।

কেন আমাদের সেবা নেবেন?

  • এ্যাড ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় ফ্রি পরামর্শ প্রদান।
  • স্বচ্ছতার সাথে সেবা প্রদান করা হয়।
  • কোন অবাস্তব প্রমিজ করা হয় না, যেমন এতগুলো লাইক এত গুলো রিচ ইত্যাদি।

আমরা কারা?

আবু জাফর রাজু
কন্টেন্ট রাইটার ও এসইও স্পেশালিস্ট
অভিজ্ঞতা: ১৩ বছর।

সালাহ উদ্দিন
ওয়েব ডেভেলপার
অভিজ্ঞতা: ১০ বছর

হাসানুল বান্না
গ্রাফিক্স ডিজাইনার ও ভিডিও ইডিটর
অভিজ্ঞতা: ৬ বছর।

আমাদের শেষ কথা

এছাড়াও ইউটিউব চ্যানেল তৈরি করে বেসিক এসইও করা, ভিডিও আপলোড করা, লিংকডিন, গুগল ম্যাপ তৈরি এবং প্রয়োজনীয় আইটি পরামর্শ প্রদান করা।
উপরে উল্লিখিত বিষয় ছাড়াও অন্যান্য ডিজিটাল মার্কেটিং অর্থাৎ আইটি সেবা প্রদান করা হবে।
তবে সেগুলোর জন্য আলোচনা সাপেক্ষে সার্ভিস চার্জ নির্ধারণ করা হবে। তাই আপনার কাঙ্খিত ডিজিটাল মার্কেটিং সার্ভিস পেতে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
× How can we help you?