বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড এক যুগের অধিক সময় ধরে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রভর্তি ও ভিসা কনসালটেন্সি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠান কে কেন্দ্র করে অনেক সেবা গ্রহণকারী তৈরি হয়েছে। BMSCL স্টুডেন্টের যোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কোর্স ও ইউনিভার্সিটি সিলেক্ট করে দেয়া হয় । বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড এর মাধ্যমে মালয়েশিয়াতে পড়াশোনা করতে গেলে স্টুডেন্টকে প্রি ডিপারচার ট্রেনিং দেয়া হয় । ফলে স্টুডেন্ট ফ্লাই করার পূর্বে মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত ধারনা ও তথ্য নিতে পারে।মালয়েশিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন পুরণে বিএমএসসিএল সবসময় আপনার পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করছে।
বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার এর সার্ভিস সমূহ:
- কোর্স এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন।
- বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার ব্যবস্থা গ্রহণ।
- ভর্তি আবেদনপত্র জমাদান ও ইএমজিএস ফি প্রদানে সহযোগিতা করা।
- স্কলারশিপ পেতে সাহায্য করা।
- ভিসা আবেদন প্রস্তুতির সব প্রয়োজনীয় পদক্ষেপ ও ডকুমেন্টেশন প্রস্তুতি ।
- টিউশন ফি পেমেন্ট ।
- যাতায়ত ও আবাসন এর সাশ্রয়ী ও ঝামেলা মুক্ত ব্যাবস্থা করা।
মালয়েশিয়া স্টাডি সেন্টারের সার্ভিস সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন-
কেন মালয়েশিয়ায় ভর্তি ও ভিসা পরামর্শক হিসেবে BMSCL শ্রেষ্ঠ ?
- দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে মালয়েশিয়া স্টাডি সেন্টার মালয়েশিয়ায় পড়াশোনার জন্য সবচাইতে বেশি সুনামের সাথে ভর্তি ও ভিসা সার্ভিস দিয়ে যাচ্ছে।
- কলেজ ও ইউনিভার্সিটির সাথে ভালো রিলেশন থাকার কারণে দ্রুত অফার লেটার ইস্যু করা যায়।
- EMGS এবং মালয়েশিয়ান ইমিগ্রেশনের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে দ্রুত স্টুডেন্টের Visa Approval Letter এর ব্যবস্থা করা সম্ভব হয়।
- স্টুডেন্টকে প্রি ডিপারচার ট্রেনিং দেয়া হয়, ফলে স্টুডেন্ট ফ্লাই করার পূর্বে মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত ধারনা ও তথ্য নিতে পারে।এতে করে মালয়েশিয়ায় যাওয়ার পর স্টুডেন্টকে কোনো ভোগান্তিতে পড়তে হয়না।
- বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড এর মালয়েশিয়াতে অফিস রয়েছে। স্টুডেন্টকে এয়ারপোর্ট থেকে পিকাপ করা, ইউনিভার্সিটিতে পৌঁছে দেয়া, বাসস্থান এর ব্যবস্থা করে দেয়া, মালয়েশিয়াতে পরবর্তীতে যে কোনো সহযোগিতার জন্য আমাদের কুয়ালালামপুর অফিসের স্টাফরা সবসময় স্টুডেন্টের পাশে থাকে।
- BMSCL এর মাধ্যমে কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হলে পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এক্সট্রা ফ্যাসিলিটি ও এক্সট্রা কেয়ার দিয়ে থাকে, কারন BMSCL is the only trusted & reliable gateway of that university in Bangladesh.
যোগাযোগের ঠিকানা:
ফেসবুক পেজ: facebook.com/malaysiastudycentre
সকল বিশ্ববিদ্যালয়ের ডিডিও: https://bit.ly/2OSDTNg
ঢাকা অফিস:
বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড,সেবারু,২/৪ ৩য় তলা,ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।
MALAYSIA OFFICE
MALAYSIA OFFICE, Lot: 4.105 & 4.106 (Level 4) Wisma Central
Jalan Ampang, 50450, Kuala Lumpur, Malaysia Phone : +60133747007, +6016-6578070
বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক যেকোনো প্রয়োজনে-
যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।