Shebaru

সুইজারল্যান্ড এ ফুলফ্রি স্কলারশিপ এর সুযোগ বাংলাদেশ থেকে

সুইজারল্যান্ড এ ফুলফ্রি স্কলারশিপ এর সুযোগ বাংলাদেশ থেকে

সুইজারল্যান্ড এ ফুলফ্রি স্কলারশিপ এর সুযোগ বাংলাদেশ থেকে  বাংলাদেশী শিক্ষার্থীদের করার  দিচ্ছে সুইজারল্যান্ডে একটি বিশ্ববিদ্যালয় ।ফুলফ্রি স্কলারশিপ নিয়ে সুইজারল্যান্ড এ যাওয়ার সুযোগ, সাথে আছে আকর্ষণীয় সুবিধা! বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন  করতে পারবেন।২০২৪–এর জন্য এখনই আবেদন করুন ।

বৃত্তি–সংক্রান্ত সিদ্ধান্ত ২০২৪ মার্চের শেষে প্রার্থীদের জানানো হবে।

২০২৩–২৪ শিক্ষাবর্ষে ৬০টি স্কলারশিপ রয়েছে।

ইটিএইচ জুরিখ, সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।Swiss Federal Institute of Technology নামে খ্যাত এই প্রতিষ্ঠানটি সরাসরি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক, শিক্ষা ও গবেষণা অধিদপ্তরের অধিভুক্ত।এই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদেরকে এক্সিলেন্স ইন সায়েন্স এন্ড টেকনোলজির ন্যাশনাল সেন্টার হিসেবে শিক্ষা প্রদান করা।

সুযোগ-সুবিধাসমূহ:

নির্বাচিত শিক্ষার্থীরা “ইটিএইচ জুরিখ এক্সিলেন্স স্কলারশিপ”-এর আওতায় যে সকল সুযোগ-সুবিধা পাবেন তা বিস্তারিত আলোচনা করা হল-

  • সম্পূর্ণ টিউশন ফি প্রদান ।
  • জীবনযাপন ও অধ্যয়নের খরচ বাবদ প্রতি সেমিস্টারে CHF 12,000 সুইস ফ্রাঙ্ক (বাংলাদেশী টাকায় প্রায় ১৩  লাখ টাকা) ।
  • টিউশন ফি মওকুফ

স্কলারশিপ এর বিষয়সমূহ:

নিম্নলিখিত বিয়য়সমূহের উপর  স্কলারশিপ দেওয়া হয়ে থাকে

স্থাপত্য ও সিভিল ইঞ্জিনিয়ারিং [Architect and civil Engineering]

সিস্টেম ওরিয়েন্টেড ন্যাচারাল সায়েন্স [System Oriented Natural Science]

ন্যাচেরাল সায়েন্স অ্যান্ড ম্যাথ [Natural Science and Math]

ম্যানেজমেন্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স [Management and Social Science]

ইঞ্জিনিয়ারিং সায়েন্স [Engineering Science]

আবেদন যোগ্যতা:

এ ফুলফ্রি স্কলারশিপ পেতে  হলে আবেদনকারীর যে সকল  যোগ্যতা থাকতে হবে-

  • স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
  • ভাল একাডেমিক ফলাফল হতে হবে।
  • আবেদনকারীকে মাস্টার্সের থিসিসের বিষয়ের ওপর প্রপোজাল জমা দিতে হবে
  • ইংরেজি কিংবা জার্মান ভাষা জানতে হবে।
  • কোনো শিক্ষার্থী আগে এই অ্যাওয়ার্ড নিয়ে থাকেন কিংবা মাস্টার্স ডিগ্রিধারী হন তাহলে আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

প্রয়োজনীয়  ডকুমেন্টস:

আবেদন করতে  গেলে যা যা লাগবে-

অ্যাপ্লিকেশন ফরম।

সিভি, পাসপোর্টের কপি।

রিসার্চ প্রপোজাল।

মোটিভেশন লেটার।

রেফারেন্স লেটার।

ভাষা দক্ষতার সার্টিফিকেট।

বাছাই পর্ব:

আবেদনপত্রগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া কমিটি দ্বারা বাছাই করার পর ফান্ডের উপর ভিত্তি করে বার্ষিক শিক্ষাবৃত্তিগুলো দেয়া হয় ।

আবেদনকারীর সিজিপিএ, আর্থিক অবস্থাসহ সবকিছু বিবেচনা করে এক্সিলেন্স মাস্টার্স স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। প্রতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হয়।

আবেদনের শেষ সময় : 

১৫ ডিসেম্বর, ২০২৩।

আবেদন করতে এবং  বিস্তারিত জানতে ক্লিক করুন

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?