Shebaru

How to fill up income tax return form in Bangladesh Free Seminar

আয়কর রিটার্ন

How to fill up income tax return form in Bangladesh Free Seminar

Online Seminar on

How to fill up income tax return form in Bangladesh

আপনার আয়কর রিটার্ণটি নির্ভূল ভাবে পূরণ করতে ট্রেনিং নিন। সময় ও খরচ দুটোই বাঁচান।  

প্রিয় শিক্ষার্থী,

                    আস্সালামু আলাইকুম। আপনি জানেন কি? Income tax সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে অধিকাংশ করদাতা আয়কর রিটার্ণটি নির্ভূলতার সহিত পূরণ করতে ব্যর্থ হন। যার কারণে পরবর্তিতে করদাতাকে নানা ধরণর জটিলতায় পড়তে হয়। বর্তমান আইন অনুযায়ী ২০২০-২১ এ প্রত্যেক E-TIN ধারী ব্যক্তি রিটার্ণ জমা দিতে বাধ্য। করোনা কালীন  এই অবসরকে কাজে লাগিয়ে আয়কর বিয়য়ে নিজেকে দক্ষ করে তুলুন । আর নিজেই নিজের অথাবা আপনার কম্পানির আয়কর প্রদান করুন। আর এই প্রশিক্ষণের উপর সমস্ত তথ্য উপাত্ত নিয়ে ফ্রি সেমিনারের আয়োজন করেছে প্রমোটেক একাডেমী।

সেমিনার আলোচক:

1. Dr. Shahidullah Ansary
Prof.-CA.-Lawyer.-Journalist.-Writer.
Member Dhaka Taxes Bar Association

2.  CGA. Md. Shohid Ullah (Aman), MSS (Eco), CMA, FCGA, ITP.
President, Practical Accounting Training Center
Member, Dhaka Taxes Bar Association 
Member: Standing committee of REHAB, Audit & Accounts.
Adviser & Trainer: Income Tax, VAT, Audit & Accounts.

3. Imtiaj Islam
LL.B (Hon\’s), LL.M, M.S.S (DU)
Advocate
Member Dhaka Taxes Bar Association
Adviser & Trainer Income Tax & VAT

সেমিনারে বুকিং দিতে যোগাযোগ করুন: +8801716474676

ফ্রি সেমিনারের তারিখ

24 আগষ্ট, ২০২০

সেমিনারের সময়

রাত ৮.০০ থেকে ১০.০০ টা পর্যন্ত

মিটিং লিংক

গুগল মিট: https://bit.ly/2PwOA71

A to Z Practical Training on Income Tax

এই পেইড কোর্সটি Income Tax Practitioner, Advocate এবং Tax Payer সকলের জন্য উপযোগী । এই কোর্সটি আপনার  দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। নিচে বিস্তারিত দেওয়া হল।

কোর্স ফিচার:
✅ Online ব্যাচ(১ মাস ব্যাপি)
✅ প্রতিদিন রাত ৮.০০ থেকে ১০.০০ টা পর্যন্ত
✅ সেশন সংখ্যা ২৪ টি
✅ সময় ২৪ ঘন্টা
✅ ফিস- ১৫,০০০ টাকা , অনলাইন ব্যাচের জন্য ২,০০০ টাকা মাত্র।
✅ রেজিষ্ট্রেশনের শেষ তারিখ – 29 আগষ্ট বিকাল ৫টা, ২০২০
✅ কোর্স ফিস বিকাশ পেমেন্ট। বিকাশ একাউন্টঃ 01716474676
✅ কোর্সের মাধ্যম এবং স্থানঃ অনলাইন, ZOOM
✅ যোগাযোগঃ 01716474676
✅ Contents of Training:
আয়কর এসেসমেন্ট, আয়কর হিসাবায়ন, আয়কর ব্যবস্থাপনা, বিনিয়োগ রিবেট, বেতন আয়, গৃহ আয়, কৃষি আয়, প্রফেশনাল ও ব্যবসায়িক আয় সহ ব্যক্তি/কোম্পানি/পার্টনারশিপ ফার্মের রিটার্ন প্রস্তুতকরণ ,রিটার্ন দাখিল, সহ আয়করের সবকিছু নিয়ে ব্যবহারিক ট্রেনিং।

Day One

প্রাথমিক ধারণা

১. আয়কর সর্ম্পকে প্রাথমিক ধারণা।
২. করের সংজ্ঞা, প্রকারভেদ।
৩. আয়কর কি? বাংলাদেশের আয়কর ব্যবস্থাপনা।
৪. আয়করঅধ্যাদেশ-১৯৮৪, এবংবিধিমালার প্রয়োজনীয় বিষয়াবলী আলোচনা।
৫. করদাতার সংজ্ঞা, শ্রেণিবিভাগ, আবাসিক মর্যাদা।
৬. করদাতা সনাক্তকরণ নম্বর কি? কোন কোন ক্ষেত্রে করদাতা সনাক্তকরণ নম্বর প্রয়োজন।
৭. কর হার (ব্যক্তি ও কোম্পানী), করর্বষ, আয়র্বষ, মোটআয়।
৮. রেয়াত, রেয়াতযোগ্য বিনিয়োগ, সারচার্জ।
৯. আয়কর রির্টান কি? কার জন্য আয়কররির্টান দাখিল করা বাধ্যতামূলক।
১০. রির্টান দাখিলের পদ্ধতি।
১১. ব্যক্তি শ্রেণির রির্টাণ ফরমের সংক্ষিপ্ত বিবরণ।
১২. রির্টাণ ফরম পূরনে জ্ঞাতব্য বিষয়সমূহ।
১৩. রির্টাণ দাখিলের সময়, রির্টাণের সাথে দাখিলকৃত দলিলাদি।

Day One

Day Two

My Heading 2

১. আয়ের সংজ্ঞা, আয়ের খাতসমূহ।
২. বেতনখাত থেকে আয়, বেতনের উপাদান সমূহ কি কি?
৩. সরকারী কর্মকর্তার আয় এবং কর পরিগণনার কর।
৪. বেসরকারী কর্মকর্তার আয় এবং কর পরিগণনার কর।
৫. প্র্যাকটিস

Day Two

Day Three

My Heading 3

১. ব্যবসা বা পেশার আয়।
২. অনুমোদনযোগ্য খরচসমূহ কি কি?
৩. একক মালিকানাধীন ব্যবসায়ীর আয় এবং কর পরিগণনার কর।
৪. কৃষি আয়, বিশেষ কৃষি আয়
৫. শুধুমাত্র কৃষিখাতে আয় আছে এমন করদাতার আয়কর হিসাবায়ন।

Day Three

Day Four

My Heading 4

১. একজন চাকুরিজীবির আয়করের হিসাব ও রিটার্ণ প্রস্তুত
২. একজন ব্যবসায়ীর আয়করের হিসাব ও রিটার্ণ প্রস্তুত
৩. একজন ডাক্তারের আয়কর হিসাব ও রিটার্ণ প্রস্তুত

Day Four

Day Five

My Heading 5

১. সিকিউরিটির সুদ খাতের আয়।
২. সিকিউরিটির সুদের উপর উৎসে কর।
৩. সিকিউরিটির সুদের আয় এবং কর পরিগণনার কর।
৪. গৃহসম্পত্তি খাতে আয়, অনুমোদনযোগ্য খরচসমূহকিকি?
৫. গৃহসম্পত্তি খাতে আয় এবং কর পরিগণনার কর।
৬. মৎস খামারীর আয় এবং কর পরিগণনার কর।
৭. মূলধনী লাভ কি? মূলধনী সম্পত্তি কি?
৮. মূলধনী সম্পত্তির ন্যায্য বাজারমূল্য।
৯. মূলধনী সম্পত্তির আয় এবং কর পরিগণনার কর।
১০. অনান্য উৎস থেকে আয় এবং কর পরিগণনার কর।

Day Five

Day Six

প্রাথমিক ধারণা

১. সম্পদ, দায় ও ব্যয় বিবরনী দেখানোর পদ্ধতি?
২. জীবনযাত্রার মান সর্ম্পকিত তথ্য বিবরনী ফরম পূরণের নিয়ম।
৩. একজন ব্যক্তি করদাতা (যার সকল খাত থেকে আয় আছে) আয়কর হিসাব ও রির্টাণ পূরণ প্র্যাকটিস।

Day Six

Day Seven

My Heading 2

১. পার্টনারশিপ ফার্ম কি?
২. পার্টনারশিপ ফার্মের আয় এবং অনুমোদনযোগ্য খরচ।
৩. পার্টনারশিপ ফার্মের সদস্যদের আয়করের হিসাব।
৪. পার্টনারশিপ ফার্মের আয়করের হিসাব এবং রির্টাণ প্রস্তুত।

Day Seven

Day Eight

My Heading 3

১. ব্যক্তি আয়কর সর্ম্পকৃত আপনাদের সমস্য ও তার সমাধান।
২. পার্টনারশিপ ফার্মের আয়কর সর্ম্পকৃত আপনাদের সমস্য ও সমাধান।
৩. পরীক্ষা গ্রহন।

Day Eight

Day Nine

My Heading 4

১. উৎস স্থলে কর কর্তন কি?
২. কে উৎস স্থলে কর কর্তন করবেন?
৩. উৎস স্থলে কর কর্তনের ক্ষেত্র ও হার।
৪. বেতন থেকে উৎসে কর কর্তনের কখন করতে হবে এবং কর্তনের পদ্ধতি।
৫. উৎসে কর্তন ও জমাদানে ব্যর্থতার ফলাফল।
৬. Withholding tax return কি? রিটার্ণ প্রস্তুত ও দাখিলের পদ্ধতি।
৭. রিয়েল লাইফ সমস্যা ও সমাধান।

Day Nine

Day Ten

My Heading 5

১. সিকিউরিটির সুদ খাতের আয়।
২. সিকিউরিটির সুদের উপর উৎসে কর।
৩. সিকিউরিটির সুদের আয় এবং কর পরিগণনার কর।
৪. গৃহসম্পত্তি খাতে আয়, অনুমোদনযোগ্য খরচসমূহকিকি?
৫. গৃহসম্পত্তি খাতে আয় এবং কর পরিগণনার কর।
৬. মৎস খামারীর আয় এবং কর পরিগণনার কর।
৭. মূলধনী লাভ কি? মূলধনী সম্পত্তি কি?
৮. মূলধনী সম্পত্তির ন্যায্য বাজারমূল্য।
৯. মূলধনী সম্পত্তির আয় এবং কর পরিগণনার কর।
১০. অনান্য উৎস থেকে আয় এবং কর পরিগণনার কর।

Day Ten

Day Elaven

১. কোম্পানি আয়কর কি?
২. কোম্পানি আয়কর সম্পর্কে বেসিক ধারনা।
৩. কোম্পানি আয়করের ক্ষেত্রে প্রতিদিন, মাসিক, অর্ধ-বাৎসরিক ও বাৎসরিক যে কার্যাবলী সম্পাদান করতে হবে।
৪. কোম্পানির আয়কর রিটার্ণ প্রস্তুতির জন্য যে কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে।
৫. কোম্পানির সাধারণ করহার ও বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রমসমূহ।
৬. কোম্পানির আয়কর অডিট কি? কিভাবে অডিট রিপোর্ট প্রস্তুত করতে হয়।

Day Elaven

Day Twelve

১. রিয়েল লাইফ সমস্যা ও তার সমাধান

Day Twelve

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?