সেবারু প্রাইভেট প্রোগ্রাম

আপনি কি বাচ্চার জন্য ভালোমানের Online Private program খুঁজছেন? এমন একটি পরিবেশ যেখানে আপনার বাচ্চা খেলার ছলে শিখবে অনেক কিছু।
সাথে সাথে হাতের লেখাও দ্রুত ও সুন্দর হবে। খেলতে খেলতে শিখে যাবে নানা রকম ইংরেজী, গণিত, বিজ্ঞানের হরেকরকম মজার মজার কৌশল।
এমন প্রাইভেট সেন্টার যেখানে আপনার সন্তান শিখবে সঠিক নিয়মে লেখাপড়ার উপায়। একাডেমিক পড়ালেখার পাশাপাশি একজন মেধাবী ভালোমানুষ
গড়ার প্রত্যায়ে সেবারু প্রাইভেট প্রোগ্রাম এ আপনার সন্তানকে আজই ভর্তি করুন।

আমাদের উদ্দেশ্য

সাধারণত একাডিমিক কোচিং গুলো যেভাবে বাচ্চাদের শেখায় তার থেকে ব্যাতিক্রম ধর্মী পদ্ধতি ব্যবহার করে শিশুদের যুগপযোগী করে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।
পরম মমতার মাধ্যমে পড়িয়ে শিক্ষার ভিত্তি স্থাপন করা। পাশাপাশি একজন শিক্ষার্থী যেন সামাজিক গুণাবলি গুলো অর্জন করতে পারে সেই উদ্দেশ নিয়েই প্রতিষ্ঠিত হয়
সেবারু Online Private Program।

কেন আপনার বাচ্চাকে আমাদের প্রাইভেট প্রোগ্রাম এ ভর্তি করাবেন?

আমরা শিক্ষার্থীদের সঠিক নিয়মে পড়ালেখার পদ্ধতি অনুসরণ করে থাকি। পড়ালেখায় ভীতি নয় বরং আনন্দের মাধ্যমে কীভাবে পড়তে হয় সেই
ম্যাথড ছাড়াও নিচের নিয়ম গুলো অনুসরণ করা হয়।

  • প্রতি মাসে ৫ টির অধিক মূল্যায়ন পরীক্ষা
  • সপ্তাহে ৬ দিন ক্লাস, দৈনিক ৩ ঘন্টা ক্লাশ।
  • মাসিক পুরস্কার ও মেধাবৃত্তি দেওয়া হয়।
  • সকল শ্রেনিতে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা প্রশিক্ষণ।
  • প্রতি মাসে অভিভাবক সভার মাধ্যমে বাচ্চাদের অগ্রগতি ও মূল্যান আলোচনা।
  • হাতের লেখা সুন্দর ও দ্রুতকরণে প্রশিক্ষণ দেওয়া হয়

আপনার সন্তান কি শিখবে?

১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের বাংলা, ইংরেজী, অংক, ধর্মসহ সকল বিষয়ে আলাদা আলাদা ক্লাশের ব্যবস্থা করা হয়।
যার কারণে বাসায় আলাদা প্রাইভেট এর দরকার হয় না।

কারা পড়াবেন?

বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এর অভিজ্ঞ ও মেধাবী শিক্ষার্থীরা ক্লাশ নেবেন।

যোগাযোগ: সেবারু প্রাইভেট প্রোগ্রাম মোবাইল: ০১৭১১৯৮১০৫১