Shebaru

SSC এর পর কানাডায় উচ্চশিক্ষা লাভের সহজ উপায়

কানাডায় উচ্চশিক্ষা

SSC এর পর কানাডায় উচ্চশিক্ষা লাভের সহজ উপায়

Ssc এর পর বিদেশে পড়াশোনা করার কথা আসলেই কানাডা কিংবা আমেরিকায় পড়াশোনার কথা চলে আসে। এর পরই ইউকে অস্ট্রেলিয়া । আবার যাদের পড়াশোনার বাজেট কম
কিন্তু ভালো দেশে উন্নত পড়াশোনার কথা ভাবেন তাদের জন্য মালয়েশিয়ায় উচ্চশিক্ষার বিষটি গুরুত্বপূর্ণ।
উচ্চশিক্ষার জন্য পৃথিবীজুড়ে চাহিদা রয়েছে কানাডার। SSC এর পর কানাডাসহ বিদেশে উচ্চশিক্ষার অনেক ভালো সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা এবং আমেরিকা ও ইউরোপের দেশগুলোর মধ্যে কানাডায় তুলনামূলক খরচ কম হওয়ায় বিশ্বব্যাপী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে কানাডার অবস্থান।

ম্যাপেল পাতার সুন্দর একটি দেশ কানাডা, যার রয়েছে দশটি প্রদেশ এবং তিনটি অঞ্চল। রাশিয়ার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা। উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের আশায় কানাডায় প্রতিবছর উচ্চশিক্ষার জন্য বহুসংখ্যক শিক্ষার্থী পাড়ি জমাচ্ছেন।

বাংলাদেশের শিক্ষা বোর্ডের মতো কানাডার ১০ টা Province এর ১০ টা বোর্ডের মধ্যে এসএসসি (SSC) পাসের পর কানাডার বিভিন্ন স্কুল/কলেজে শিক্ষার্থী তাদের পছন্দ অনুযায়ী বোর্ডে এ পড়ালেখা করার সুবর্ণ সুযোগ পাচ্ছে।

আরও পড়ুন: কানাডায় স্কলারশিপ পাওয়ার সহজ উপায়।

List of Province

  • Ontario
  • Quebec
  • Nova Scotia
  • New Brunswick
  • Manitoba
  • British Columbia
  • Prince Edward Island
  • Saskatchewan
  • Alberta
  • Newfoundland and Labrador

Ssc এর পর বিদেশে পড়াশোনা করার সুবিধাসুমুহ

  • IELTS প্রয়োজন নাই।
  • ক্লাস শুরু হওয়ার ৩ মাস পর থেকে পার্ট টাইম জবের সুবিধা।
  • শিক্ষার্থী স্কুল/কলেজ লেভেল শেষ করার পর সরাসরি কানাডার যেকোনো বিশ্ববিদ্যালয়ে তার পছন্দ অনুযায়ী বিষয়ে অধ্যায়ন করতে পারবে। এ জন্য কোন প্রকার IELTS/ESL ল্যাঙ্গুয়েজ কোর্সের প্রয়োজন হবে না।

কাগজ পত্র:

  • এসএসসি পাসের সার্টিফিকেট ও মার্কশিটের স্ক্যান/ফটোকপি।
  • ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • পাসপোর্টের স্ক্যান/ফটোকপি।
  • জন্ম সনদের ফটোকপি।

আরও পড়ুন: ‍

SSC এর পর কানাডায় উচ্চশিক্ষা বিষয়ক বিস্তারিত জানতে লেখককে ফোন করতে পারেন। নিচে নম্বর দেওয়া আছে। অথবা নিচের লিংক গুলো ক্লিক করে ফেসবুক গ্রুপ ও
পেজে একটিভ থাকতে পারেন। তাহলে নিয়মিত Ssc এর পর বিদেশে পড়াশোনা রআপডেট পাবেন।ধন্যবাদ।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top