Shebaru

ই-কমার্স ব্যবসা সহায়ক বিজনেস প্রপোজাল টেম্পলেট

সেবারু

ই-কমার্স ব্যবসা সহায়ক বিজনেস প্রপোজাল টেম্পলেট

ই-কমার্স ব্যবসা অথবা যে কোন ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে বিজনেস প্রপোজাল এর বিকল্প নেই। বিজনের প্রপোজাল টেম্পলেট এ থাকে প্রজেক্টের বিবরণ, সময়রেখা, বাজেট ব্রেকডাউন, প্রজেক্টের চুক্তিসহ নানা দরকারী বিষয়।
নিচে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

ই-কমার্স কি?

বাংলা উইকিপিডিয়ার মতে, ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বা ই-বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র; যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওইয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় অথবা বিক্রয় হয়।
আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে। অর্থাৎ ওয়েব সাইটের মাধ্যমে ই-কমার্স ব্যবসা হয়ে থাকে।

এ লেখা থেকে কারা উপকৃত হবেন?

এক: ই-কমার্স উদ্যোক্তা
দুই: ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন যিনি
তিন: ই-কমার্সব্যবসা এজেন্ট
চার: ই-কমার্স ব্যবসা বিনিয়োগ কারী
পাঁচ: ই কমার্স ব্যবসার গ্রাহক
ছয়: ই-কমার্স ওয়েবসাইট ডিজাইনার ও ই-কমার্স ডিজিটাল মার্কেটার

বাংলাদেশে ই-কমার্স ব্যবসার সম্ভাবনা

ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর হিসেব অনুযায়ী এই খাতে প্রতি মাসে বর্তমানে প্রায় সাতশো কোটি টাকা লেন-দেন হচ্ছে।
অর্থাৎ ই-কমার্সে বার্ষিক লেন-দেন আট হাজার কোটি টাকার বেশি। তথ্য সূত্র:- বিবিসি
আর তাই দারাজ, কিউভি এমনকি আমাজনের মত বড় বড় কোম্পানিগুলো হঠাৎ প্রচণ্ডভাবে আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশ নিয়ে।

বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান সমূহ:

বাংলাদেশে ই-কমার্সের এক নম্বর জায়গাটি এরই মধ্যে দখল করে নিয়েছে চীনের আলিবাবা। সম্প্রতি এই বাজারে ঢুকেছে পূর্ব ইউরোপের আরেকটি বড় ই-কমার্স প্রতিষ্ঠান কিউভি। উবার বর্তমানে ঢাকায় ব্যপক জনপ্রিয়তা পেয়েছে। বিশ্ববিখ্যাত ওয়াল মার্টের সোর্সিং অফিসও আছে বাংলাদেশে। ফুড পাণ্ডাও দেশের বিভিন্ন জেলায় ভালো সফলতা পেয়েছে। শুধু তাই নয় বাংলাদেশ নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনও। এছাড়ার আজকের ডিল, বাগডুম, প্রিয় শপ, রকমারি, পিকাবু, সেবা এক্স ওয়াই জেট, সেবারু, অথবা ডট কম, ইত্যাদি প্রতিষ্ঠান ই-বাণিজ্য করছে।

রংপুর বিভাগের ই-কামার্স প্রতিষ্ঠান

রংপুর বিভাগে বর্তমানে কাজ করে যাচ্ছে বেশ কিছু সেবা ও পণ্য বিষয়ক ই-কমার্স প্রতিষ্ঠান। তবে কে সবচেয়ে বেশি বিক্রি বা সেবা দিয়ে থাকে এ বিষয়ে এখনও কোন জরিপ করা হয় নি। তবে এখানে ওয়েবসাইট বা মোবাইল এ্যাপস এর চেয়ে ফেসবুক এর মাধ্যমে বেশি ক্রয় বিক্রয়ের প্রবণতা দেখা যায়। তবে ইদানিং কোন পণ্য বা সেবার প্রয়োজনে গুগল সার্চের প্রবণাতা দিন দিন বেড়ে চলেছে। আর গুগল সার্চ মানেই ওয়েবসাইট কিংবা মোবাইল আ্যাপ ভিত্তিক ব্যবসার সম্ভাবনা বেড়ে যাওয়া। রংপুরের যে সকল ই-কমার্স প্রতিষ্ঠান ফেসবুক বা ওয়েবসাইট ভিত্তিক ব্যবসা করে আসছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিডি আ্যসিসটেন্ট, ব্যাপারী ডট কম, মামার হাট, ডক্টারস লিংক বিডি, হ্যালো রংপুর, রোকোনস ফুড, রংপুর সেবা, ইত্যাদি।

কীভাবে শুরু করবেন ই-কমার্স ব্যবসা?

একটি ই-কমার্স কোম্পানির জন্য ব্যবসা শুরু করতে হলে বেশ কিছু স্টেপ নিতে হয়। যেমন, পরিকল্পনা গ্রহণ, বিজনেস প্রপোজাল তৈরি, প্রডাক্ট সিলেক্ট করণ, প্রডাক্ট সোর্সিং, অফিস নির্বাচন, প্রয়োজনীয় ডিভাস ও সরঞ্জাম ক্রয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি, লাইসেন্স ও সদস্য নিবন্ধন ইত্যাদি। এর পর আসে মার্কেটিং। এর মধ্যে আছে এনালগ মার্কেটিং অর্থাৎ স্টিকার, ট্যাগ, মোড়ক ইত্যাদি প্রমোশনা আইটেম। এবং রয়েছে ডিজিটাল মার্কেটিং যেমন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল বিজনেস ও গুগল ম্যাপিং, ওয়েব বেইজড মার্কেটিং ইত্যাদি। এ বিষয় ছাড়াও অন্যান্য ডিজিটাল মার্কেটিং রয়েছে।

ফিজিবিলিটি স্টাডি:

ব্যবসা আরম্ভ করার আগে সংশ্লিষ্ঠ ব্যবসা করা যাবে কি না? সময়ের চাহিদা কেমন? ইত্যাদি বিষয়ে জানার জন্য নিচের সাক্ষাৎকারটি সংশ্লিষ্ঠ ইলেকট্রনিক কমার্স প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রহণ করা যেতে পারে। অথবা অন্য যে কোন উপায়ে নিচের বিষয় গুলোর ধারণা নেওয়া আবশ্যক।

ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানের সাক্ষাৎকার

একটি কথা মনে রাখতে হবে দৌড় প্রতিযোগিতার জন্য অনেক প্রতিযোগির প্রয়োজন হয়। ই-কমার্স ব্যবসাও একটি দৌড় প্রতিযোগিতার মত। এখানে যদি কেউ একাই দৌড়ে প্রথম হ

  • প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা:
  • পদবীসহ যোগাগোকারীর নাম ও মোবাইল নম্বর:
  • ব্যবসার ধরণ:
  • ব্যবসা আরম্ভের তারিখ:
  • জনশক্তির সংখ্যা:
  • বেস্ট সেলার প্রডাক্ট/সেবা:
  • নিজস্ব উৎপাদন:
  • ব্যবসার পরিধি:
  • ভবিষ্যৎ পরিকল্পনা:
  • উল্লেখযোগ্য মতামত:
  • স্বাক্ষর
  • সংযুক্তি: ভিজিটিং কার্ড ও অন্যান্য ডকুমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে।

প্রডাক্ট ও প্রডাক্টের বিবরণ

নিচে একটি নমুনা প্রডাক্টের তালিকা দেওয়া হল

পণ্যে/সেবার নাম ও বিবরণ অনলাই বিক্রির সুবিধাসমূহ অসুবিধাসমূহ মন্তব্য
আম (হিম সাগর, হাড়ি ভাঙ্গা, ল্যাংড়া, ফজলি) তুলনামূলক কাছাকাছি পাওয়া যায়, লাভ ভালো, অনলাই সেল ভালো হয় সিজনের শুরুতে ও শেষে বিক্রি করা যায় না। মধ্য জুন থেকে মধ্য জুলাই পর্যন্ত বিক্রি করা হবে।
       
       
       
       
       
       
       
       
       

যে সকল গুরুত্বপূর্ণ বাক্য দিয়ে মানুষ গুগল এ সার্চ দেয়

ই-কমার্স ওয়েবসাইটে কেনা বেচার জন্য অথবা ই-কমার্স ব্যবসায়ীক প্রয়োজনে মানুষ যে বাক্য গুলো লিখে গুগল বা ইউটিউবে সার্চ দেয় সে গুলো থেকে গুরুত্বপূর্ণ ১০ টি কি ওয়ার্ড তুলে ধরছি ( তথ্য সংগ্রহ: গুগল কিওয়ার্ড প্লানার থেকে)

কি ওয়ার্ড গড় মাসিক সার্চ কম্পিটিশন
ই কমার্স ১০০০-১০,০০০ লো
ই কমার্স ব্যবসা ১০০-১০০০ লো
ই কমার্স উদ্যোক্তা ১০০-১০০০ লো
ই কমার্স ওয়েবসাইট ১০০-১০০০ লো
ই কমার্স ট্রেনিং ১০-১০০০ লো
হাড়িভাঙ্গা আম ১০০-১০০০ লো
     
     
     
     

বাজেট প্রস্তাবনা

Office space advance  Not yet  
Office Rent                                                                6 Months 6X5000= 30,000 BDT
Office Furniture  Chair, Tabe, 50,000 BDT
Two computer for office use and 2 Mobile                                                       2 X 45,000 + 2 X 12,500 115000 BDT
Electricity Bills                                                             6 Months X 500= 3000 BDT
Internet Bills                                                                 6 Months X 800= 4800 BDT
Employee Salaries                                                6 Months X 31000= 186000 BDT
Product Import Costing                                       50,000 BDT
Products Maintain Costing    
Stationeries    5000 BDT
Office Maintenance  6 Months X 5000= 30000 BDT
Website and Apps Design & Development                              50000 BDT
Digital Marketing  Facebook boosting, Google ad 50000 BDT
  Total  526100

ই-কমার্স ডিজিটাল মার্কেটিং বিষয়ে আরও পড়ুন:

আরও পড়ুন: ‍

আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top