কিরগিজস্তানে উচ্চশিক্ষা

কিরগিজস্তানে অল্প খরচে এমবিবিএস পড়াশোনার সুযোগ!

মেডিকেলে পড়তে চান ? মাত্র ২০-২৫ লক্ষ টাকা খরচ করে কিরগিজস্তানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে MBBS পড়া যাবে কি?
অথবা বিবিএ, ইঞ্জিনিয়ারিং বা অন্য বিষয়ে পড়ার
সুযোগ আছে কি? এ ধরনের অনেক প্রশ্নের উত্তর নিয়ে আমরা লাইভে থাকছি।

কেন STUDY MBBS IN KYRGYZSTAN?

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশুনা আন্তর্জাতিক মানের এবং খরচ তুলনামূলক কম। এশিয়া ও ইউরোপের কয়েক হাজার শিক্ষার্থী বর্তমানে দেশটিতে পড়াশুনা করছে। এখানের সকল বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের মেডিকেল কাউন্সিল দ্বারা স্বীকৃত, তাই পড়াশুনা শেষ করে সরাসরি দেশে এসে ইন্টার্ণী করা যায়। মুসলিম দেশ হওয়ায় থাকা খাওয়ার জন্য ভালো সুবিধা পাওয়া যায়।
কিরগিজস্তানে কেন এমবিবিএস পড়তে যাবেন ?
🏥 কিরগিজস্তানে ইউরোপিয়ান কারিকুলামে ৫ বছরে এমবিবিএস কমপ্লিট করানো হয়, যেখানে অধিকাংশ দেশেই ৬ বছর লাগে ৷
🏥 বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত ৷
🏥 ভর্তির সময় কোন ডোনেশন দিতে হয়না।
🏥 ইউরোপিয়ান কারিকুলামে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশুনার সুবিধা।
🏥 কোনও ভর্তি পরীক্ষা, IELTS বা Bank Sponsor এর প্রয়োজন নেই।
🏥 সেমিস্টার হিসেবে টিউশন ফি দেওয়া যায়।
🏥 বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানসম্পন্ন এবং WHO অনুমোদিত।
🏥 বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হোষ্টেলে থাকা এবং তিন বেলা হালাল খাবারের ব্যবস্থা।
🏥 ৫ বছরে এমবিবিএস কমপ্লিট করে দেশে এসে সরাসরি বিএমডিসি পরিক্ষা দিয়ে বাংলাদেশের সরকারি মেডিকেল এ ইন্টার্নি করার সুযোগ ৷
🥼 এমবিবিএস কমপ্লিট করে একই বিশ্ববিদ্যালয়ে পোস্ট-গ্রাজুয়েশন ও পিএইচডি করার সুযোগতো রয়েছেই ৷ তাছাড়া’ও ইউরোপ/আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও মাস্টার্স করা যাবে ৷
🌐 বিশ্বের ১১ টা দেশের শিক্ষার্থীরা কিরগিজস্তানে ডাক্তারি পড়ছে ৷
🇰🇬 ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে বিভিন্ন দেশের লাইসেন্স পরীক্ষার প্রিপারেশন ক্লাসের ব্যবস্থা রয়েছে। যেমন: BMDC, USMLE, PLAB, MCI, PMDC

বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ এর সাথে MoU রয়েছে। যার ফলে শিক্ষার্থীরা বাংলাদেশে এসে মেডিকেল কলেজে গুলো তে ইন্টার্ণশীপ এবং হায়ার এডুকেশন এর জন্য বিশেষ সুবিধা পাবেন ৷

🇰🇬 কিরগিজস্তানে ৫ বছরে মানস্মত এমবিবিএস পড়াশোনা শেষ করতে পারবেন মাত্র ২০-২৫ লাখ টাকায় থাকা-খাওয়াসহ ডাক্তারি পড়ার সুবর্ণ সুযোগ। বাংলাদেশের প্রাইভেট মেডিকেলের তুলনায় 50% কম খরচ ৷
🚩খরচ সমূহ:
🔸টিউশন ফি প্রতি সেমিস্টারে ১২০০-২০০০ ডলার এর মধ্যে ৷
🔸থাকা খাওয়ার খরচ প্রতি বছর ১২০০ ডলার এর মত ৷
🔸ভিসা রিনিউ প্রতি বছর ১০০ ডলার ৷
🔸ভর্তি ও অন্যান্য এককালিন ফি: যোগাযোগ করুন ৷
🚩প্রয়োজনিয় কাগজপত্রঃ
🔸পাসপোর্ট
🔸সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
🔸সকল একাডেমিক সার্টিফিকেট
🔸ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
✅বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়া সাপেক্ষেই আমরা ভর্তি ফি ভিসা ফি গ্রহণ করে থাকি।
✅সকল ফি বিশ্ববিদ্যালয়ে পৌছানোর পর অথবা সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল বাংকে দেওয়া যাবে।
✅আগামী মার্চ সেশনে ভর্তির জন্য এখনি আমাদের সাথে যোগাযোগ করুন।

bangladeshi medical student in kyrgyzstan,study mbbs for bangladeshi student in kyrgyzstan,mbbs abroad in kyrgyzstan,mbbs in kyrgyzstan,kyrgyzstan medical college for bangladeshi students,kyrgyzstan bangladeshi student,hostel bangladesh student in kyrgyzstan,international medical university,avicenna international medical university,iuk,ism,bishkek,mbbs abroad china,mbbs abroad russia,bangladesh to kyrgyzstan flight cost,kyrgyzstan brst medical university for bengali


Student Visa পেতে চান? কোন চিন্তা নেই, সেবারু ডটকম আছে আপনার পাশে।
আমাদের কাছ থেকে কল পেতে এখানে ক্লিক করে গুগল ফরম পুরন করুন- রেজিস্ট্রেশন ফরম
ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে বা আমাদের লাইভ দেখতে জয়েন করুন- https://fb.com/groups/studentvisahelpline
নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন: ইউটিউব চ্যানেল
Mobile: +8801711981051 / What’s app (10 am-9pm)। এই সময়ের মধ্যে কল করুন প্লিজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *