Shebaru

ফরেক্স ট্রেডিং কি?কিভাবে কাজ করে ফরেক্স ট্রেডিং?

ফরেক্স ট্রেডিং

ফরেক্স ট্রেডিং কি?কিভাবে কাজ করে ফরেক্স ট্রেডিং?

ফরেক্স ট্রেডিং এর নাম হয়তো আপনারা কম বেশি সকলেই শুনে থাকবেন। বর্তমান সময়ে অল্প পুঁজির মাধ্যমে  অধিক মুনাফা ইনকামের অন্যতম একটি পথ হল ফরেক্স ট্রেডিং।

এখন প্রশ্ন আসতে পারে ট্রেডিং কি?

ফরেক্স ট্রেডিং শব্দটি মূলত এসেছে ফরেন এক্সচেঞ্জ থেকে। মূলত এখানে বিদেশি মুদ্রা আদান-প্রদানের মাধ্যমে   ইনকাম করা হয়ে থাকে। 

যার জন্য প্রয়োজন পড়ে সঠিক প্রেডিকশন এবং মার্কেট এনালাইসিস এর।

ফরেক্স ট্রেডিং মূলত কিভাবে কাজ করে?

ধরুন, ‘ক’ থাকেন আমেরিকাতে। সেক্ষেত্রে তিনি যদি ফ্রান্স থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করুন, সেক্ষেত্রে তাকে ইউরোতে পে করতে হবে।

কিন্তু তার মুদ্রা কিন্তু মার্কিন ডলার। সেক্ষেত্রে সে তার কাছে থাকা ডলারকে ইউরোর সমান মুদ্রায় পরিণত করার সিদ্ধান্ত নিতে পারেন ট্রেডিং এর সাহায্যে। 

যেহেতু ট্রেডিং করার জন্য কোন ধরনের কেন্দ্রীয় মার্কেটপ্লেসের প্রয়োজন হয় না সে কারণে সপ্তাহের পাচদিনই ট্রেডিং প্লাটফর্ম গুলো খোলা থাকে অর্থাৎ মার্কেট খোলা থাকে।

ট্রেডিং মূলত সর্বদা মুদ্রার দাম ওঠানামা করার মাধ্যমে আপনার আয় হয়ে থাকে।

মনে করুন আজকের  যুক্তরাষ্ট্রের এক ডলার  সমান বাংলাদেশি ৮০  টাকা। এখন আপনি কোন ভাবে প্রেডিকশন এর মাধ্যমে ধারণা করলেন  আগামীকাল মুদ্রার দাম  ৮৫  টাকা হতে পারে।

এবং সেই মোতাবেক আপনি 1 ডলার কিনে রাখলেন।

পরবর্তীতে যদি আপনার ধারনা ঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ৫ টাকা লাভ হবে।

অথবা যদি কোন কারনে মুদ্রার দাম রাস পায় তাহলে সেই ক্ষেত্রে দাম বাড়া অব্দি আপনাকে অপেক্ষা করতে হবে।

আমাদের সাথে যোগাযোগ করুন!

জেনে অবাক হবেন আপনি চাইলে মাত্র 10 ডলার অর্থাৎ 850 টাকার মাধ্যমে ট্রেডিং শুরু করতে পারেন। ফরেক্স ট্রেডিং এর আরেকটি অন্যতম দিক হলো  বাইনারি ট্রেডিং।

 তবে বাইনারি ট্রেডিং এর ঝুঁকি অনেক বেশি এবং ফরেক্স ট্রেডিংয়ের  ঝুঁকি কিছুটা কম। 

বিভিন্ন ধরনের ফরেক্স ট্রেডিং রয়েছে। তবে আপাতদৃষ্টিতে ফরেক্স বলতে মূলত ফরেক্স মার্জিন ট্রেডিংকে  বোঝানো হয়ে থাকে।

আপনি চাইলে মোবাইলের মাধ্যমে ফরেক্স থেকে আয় করতে পারেন ।

নিচে কতকগুলট্রেডিং প্লাটফর্ম এর  লিস্ট দেওয়া হল। যেগুলো বেশ ট্রাস্টেড এবং আমি ব্যক্তিগতভাবে রেকমান্ড করি!

iqtrading.com

olypmtrading.com

forexpanda.com

forex.com

ভাল থাকবেন-সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। 

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top