Shebaru

বিকাশ অফার ২০২২। bKash offer 2022

বিকাশ অফার ২০২২

বিকাশ অফার ২০২২। bKash offer 2022

গ্রাহকদের নতুন বছরের নতুন ধামাকা দিতে বিকাশ মোবাইল ব্যাংকিং নিয়ে এল দারুন সব বিকাশ অফার ২০২২আর বিশেষ এই অফারগুলো পেতে হলে আপনাকে অর্থাৎ আজকের বিকাশ অফার ব্যবহার করতে হবে । যার মাধ্যমে আপনি সহজেই উপভোগ করতে পারবেন নিত্য নতুন আকর্ষনীয় সব অফার। আজকে আমাদের এই আর্টিকেলে আমরা আপনাদের বিকাশের এই অফারগুলো নিয়ে বিস্তারিত জানাব।

একাউন্ট খুলেই বিকাশ অফারের সুযোগ!

আপনি যদি বিকাশ এপ্স দিয়ে একাউন্ট খুলেন তবে আজই পেতে পারেন দারুন বিকাশ অফার। মোবাইল ব্যাংকিং
দুনিয়ায় বিকাশের এই সুযোগ মানুষকে তা ব্যবহারে দিন দিন উদ্বুদ্ধ করছে। নিজে নিজে একাউন্ট খুলার এই সুযোগটি
আজই লুফে নিন। এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে এপ্স ডাউনলোড করতে হবে। তারপর এপ্স সাইন ইন করে
প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

আর প্রথম লগইনেই পেয়ে যাবেন বিকাশ নতুন একাউন্ট অফার ৭১ টাকা। তারপর ধাপে ধাপে আরো প্রায় ১৫০ টাকা
পেতে পারেন। তার জন্য আপনাকে কয়েকটি ধাপ পার করতে হবে।

  • প্রথম সপ্তাহে অন্তত ৩ বার বিকাশ একাউন্ট লগইনে ১০ টকা ক্যাশব্যাক।
  • মোবাইল রিচার্জে ১৫ টাকাবোনাস।
  • কুইজ খেলে ১০ টাকা লাভ।
  • ১৫ টাকা সেন্ড মানিতে ১৫ টকা ক্যাশ ব্যাক।
  • যেকোন টাকা লেনদেনে ২৫ টাকা বোনাস।
  • পেমেন্ট করলে বিকাশ এপ্সে ৩০ টাকা বোনাস।
  • পে বিল এ অফার ৩৫ টাকা।
  • এছাড়া কাউকে রেফার করলে ৪০ টাকা পুরষ্কার।

বিকাশ সেন্ড মানি অফার ২০২২

আপনি নতুন বা পুরাতন বিকাশ একাউন্ট খুলে থাকলে প্রত্যেকেই এই সেন্ড মানি অফার ২০২২ সুযোগটি পাবেন। এই
অফারে একজন গ্রাহক ৫ জন প্রিয়জন গ্রাহক এড করতে পারবেন। যাদের কাছে টাকা পাঠাতে কোন এক্সট্রা চার্জ
দিতে হবে না ২৫,০০০ টাকা পর্যন্ত। এছাড়াও ২৫০০১ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রিয়জন নাম্বারে ৫ টাকা চার্জ দিতে হবে।

আর এপ্স বা ইউএসডি থেকে কাউকে সর্বনিম্ন ১০০ টাকা সেন্ডমানিতে কোন টাকা কাটাযাবে না। ৫০,০০০ টকার বেশি লেনদেনে চার্জ ১০ টকা বেড়ে যায়। আর এপ্সে কার্ড সংযোগে ১০০ টাকা মানিব্যাক।

ক্যাশ আউট বিকাশে অফার ২০২২

বিকাশে এখন ক্যাশ আউট অফার প্রতি হাজারে ১৪.৯০ টাকা। আপনি এজেন্ট বা এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট
করতে পারেন। একজন গ্রাহক প্রতিমাসে একজন প্রিয় এজেন্ট বেছে নিতে পারেন।  প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% চার্জ ক্যাশ আউট করা যাবে। এছাড়া ২৫,০০০ টাকা লিমিট অতিক্রম করলে, ১.৮৫% চার্জ যুক্ত হবে নতুন করে।

প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার পর, সেই মাসে তা ওই মাসে আর পরিবর্তন করা যাবে না। পরবর্তি মাসে চাইলে তা
পালটে ফেলতে পারবেন। *247# ডায়াল করে এবং অ্যাপ উভয় মাধ্যমেই প্রিয় এজেন্ট নাম্বার যোগ/বাদ দিতে পারেন।

বিকাশ রিচার্জ অফার ২০২২

বিকাশ তার গ্রাহকরা যারা এপ্স ব্যবহার করে বা রিচার্জ করায় দোকান থেকে তাদের কিছু অফার দেয়। আর ২০২২ সালে
আজকের বিকাশ অফার গুলো খুবই আকর্ষনীয়। বিকাশ অফার গুলো হলঃ

  • ৩৯৯ টাকা রিচার্জে ২০ জিবি ইন্টারনেট, ৪০ টাকা ক্যাশব্যাক, ও মেয়াদ ২৮ দিন
  • ৫৯৯ টাকা রিচার্জে ৫০ জিবি ইন্টারনেট, ৮০০ মিনিট টক টাইম, ৬০ টাকা ক্যাশব্যাক, ও মেয়াদ ২৮ দিন

পে বিল বিকাশ অফার ২০২২

গ্রাহকদের সুবিধার জন্য বিকাশ নিয়ে এল অবিশ্বাস্য অফার। যে কোন ২ টি পে বিল ফ্রি প্রতি মাসে। এতে গ্রাহক অতি সহজেই ঘরে বসে বিল পরিশোধ করতে পারে। এই সব পে বিল অফারের সুযোগ গ্রাহককে আগ্রহী করে তুলে বিল
পরিশোধে। আর তাই আজই খুলুন বিকাশ একাউন্ট

বিকাশে ডিসকাউন্ট অফার সমূহ

বিকাশ বিভিন্ন সংস্থার সাথে জড়িত হয়ে গ্রাহকের কেনাকাটা আরো সহজ করতে নিয়ে এল নানা ডিসকাউন্ট অফার। আর
তেমনি কিছু ডিসকাউন্ট অফার দেয়া সংস্থা ও ডিসকাউন্টগুলো হলঃ

ওয়ালটন

গ্রাহক ওয়ালটনের যেকোন পণ্য ক্রয়ে বিকাশে পেমেন্ট করলেই পেয়ে যাবেন ১০ % ক্যাশ ব্যাক(টেলিভিশন ব্যাতীত)।
এই অফারটি লিমিট নেই।

যাত্রা (Jatra)

মাচেন্ট কতৃক নিয়ন্ত্রিত অফারের সকল সুযোগ সুবিধা। গ্রাহক পণ্য ক্রয়েই পেয়ে যাবেন ২০% মানি ব্যাক।

এছাড়া আরো আছে Pulse Healthcare Services, Dhaka Doctor, Kablewala, Dorjibari, Freeland, প্রভৃতি
প্রতিষ্ঠান থেকে বিকাশে বিল পরিশোধে ক্যাশব্যাক অফারের সুযোগ।

বিকাশ তার গ্রাহকের বিশেষ দিনে নান উপহার দিয়ে থাকে। আর ইদ উপলক্ষে এই অফারগুলো আরো বেশি হয়। আর তাই তাদের অফিসিয়াল লিংক ডাউনলোড করে নিন। আর নিজের একটি একাউন্ট খুলে নিন।

আশাকরি এই সকল সুযোগ উপভোগ করতে আজই আপনি বিকাশ অফার ২০২২ দেখে নিবেন। আর নিজের
পছন্দের অফার বাছাই করে নিবেন। এছাড়াও আপনি আমাদের প্রতিদিন ৫০০ টাকা অনলাইনে ইনকাম করুন!
এই আর্টিকেলটি দেখতে পারেন। আর এটি পড়ে আয় করতে পারেন আজই। আপনার মূল্যবান মতামতঁ জানাতে
কমেন্ট করুন। সবার আগে সব সেবা পৌঁছে দিবে সেবারু আপনার দোড় গোড়ায়।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top