Shebaru

মনোবুশো স্কলারশীপ

মনোবুশো স্কলারশীপ

বর্তমান সময়ে স্কলারশীপের অর্থ সবচেয়ে বেশি সরবরাহ করছে জাপান। এ দেশের সরকারি স্কলারশীপ মনোবুশো (Monobusho) বিশ্বব্যাপী পরিচিত। এই তুলনায় বাকী দেশসমূহে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য যে পরিমাণ বৃত্তি প্রদান করে থাকে তার সংখ্যা অনেক কম। মনোবুশো বৃত্তির জন্য প্রয়োজনীয় তথ্য পত্রিকার মাধ্যমে বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে।

মনোবুশো স্কলারশীপের অর্থের পরিমাণ ও ক্ষেত্র:

এই বৃত্তির সংখ্যা এবং বৃত্তির অর্থের পরিমাণ খুবই আকর্ষণীয়। জাপানের মনোবুশো স্কলারশীপ পাওয়ার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, গবেষণার ক্ষেত্র এবং গবেষনা কার্যক্রমে সহায়তা দানের জন্য সুপারভাইজার প্রাপ্তি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই বৃত্তি শুধুমাত্র পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। এবং বছরের একটি নির্দিষ্ট সময়ে এই বৃত্তির জন্য দরখাস্ত করতে হয়।

বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক যেকোনো প্রয়োজনে-

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top