Shebaru

রংপুরে বিদেশে উচ্চশিক্ষা স্কলারশিপ বিষয়ক কাউন্সিলিং সেশন

রংপুরে বিদেশে উচ্চশিক্ষা স্কলারশিপ কাউন্সিলিং

রংপুরে বিদেশে উচ্চশিক্ষা স্কলারশিপ বিষয়ক কাউন্সিলিং সেশন

রংপুরে বিদেশে উচ্চশিক্ষা সেমিনার, স্কলারশিপ ও ক্যারিয়ার বিষয়ক কাউন্সেলিং সেশন প্রতি মাসে অনুষ্ঠিত হয়।
এ সেশনে মালয়েশিয়া, ইন্ডিয়া, চায়না, কানাডা, ইউকে ইত্যাদি দেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক
নানা প্রশ্নের জবাব দেওয়া হয়ে থাকে। সেই সাথে স্টুডেন্টকে এটুজেড গাইডলাইন ও ক্যারিয়ার কাউন্সিলিং করা হয়। যাতে করে উচ্চশিক্ষার বিষয় নির্বাচনে
সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশ গ্রীন একাডেমী ও ট্রাস্ট গ্লোবাল স্টাডি সেন্টার এর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

কাউন্সিলিং সেশনের সময় ও তারিখ:

স্টুডেন্ট এর উপস্থিতির উপর নির্ভর করে রংপুর শহরের নিজস্ব অফিসে বা কোন হোটেলে আয়োজন করা হয়। অবশ্য সেটি আগেই ফোন করে শিক্ষার্থীকে জানিয়ে দেওয়া হবে ।


\"✅\"সুবিধাসমূহ:

সেমিনারটি সম্পূর্ণ ফ্রি।

➽ সার্টিফিকেট প্রদান করা হবে।

➽ অনলাইন এ অংশগ্রহনের সুযোগ আছে।

\"✅\" আলোচক:

\"🗣\"আবু জাফর রাজু

স্টুডেন্ট ভিসা এ্যাডভাইজার ও সম্পাদক,

সেবারু ডট কম।

\"✅\"আলোচনার বিষয়ঃ

➽ বিদেশে উচ্চ শিক্ষার ব্যাপারে সমস্ত প্রয়োজনীয় তথ্য, যা আপনার জন্য সহায়ক।

➽ কোর্স, ফি, নুন্যতম ভর্তি ও স্কলারশিপ যোগ্যতা নিয়ে আলোচনা করা হবে?

➽ ক্রেডিট ট্রান্সফার এর নিয়ম।

➽ Research Assistantship নিয়ে আলোচনা করা হবে।

➽ Part-time Job বিষয়ে আলোচনা হবে।

➽ লেখা-পড়া শেষে চাকুরীর সুযোগ নিয়ে আলোচনা।

➽ ভিসা প্রসেসিং স্টেপ নিয়ে আলোচনা।

ফ্রি কাউন্সিলিং রেজিস্ট্রেশন লিংক

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: কেন করবেন? যোগ্যতা কি লাগে? স্কলারশিপ লাভের উপায়

রংপুরে বিদেশে উচ্চশিক্ষা সেমিনার এ উপস্থিত হয়ে আপনার বিদেশে যাওয়ার জন্য যত প্রকার প্রশ্ন আছে সকল উত্তর পাওয়ার যাবে বলে আমরা বিশ্বাস করি।
আশা করি এ ফ্রি কাউন্সিলিং সেশনে উপস্থিত হয়ে আপনার জীবনের একটি সঠিক পরামর্শ পাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top