সৌদি আরব ভিসা তারাই চায়, যারা খুব কম খরচে মোটামুটি জীবন চলার মত সম্মানজনক অবস্থানে নিজেকে দেখতে চায়। সুতরাং আজজের
লেখাটি তাদেরেই কাজে আসবে কম খরচে নিরাপদ উপায়ে সৌদি আরবে কাজের ভিসা করতে চায় । সেই সাথে ভিসা আবেদনের পর কিভাবে তা
চেক করবে তাই বলা হবে। আর যারা লেখা পড়ায় খুব ভালো, ইংরেজীতে দক্ষতা বেশি তারা কানাডা কাজের ভিসাসহ বিভিন্ন ইউরোপীয়ান দেশে বেশি খরচে যেতে চায়।
যাই হোক ১ অক্টোবর ২০২০ তারিখ থেকে সৌদি আরব যাওয়ার জন্য মেডিকেল চালু হয়েছে। চলবে ২০২১ সাল পুরোটাই। সেই সঙ্গে যারা নতুন কাজের ভিসা নিয়ে সৌদি আরবে যেতে চান; তাদের ভগ্য খুলেছে। ভিসা লাগার ৩০ দিনের মধ্যেই যেতে হবে।নিচে সৌদি আরবের কিছু চাকুরীর কাজের নাম, বেতন, সুযোগ সুবিধা, চাকুরির জন্য যোগ্যতা ইত্যাদি বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।
সৌদি আরব কাজের ভিসা প্রদানকারী কম্পানির বিজ্ঞাপন সমূহ:
বিজ্ঞাপন প্রকাশের তারিখ: ২৫-১০-২০২১ (আগে আসলে আগে ভিত্তিতে ভিসা শেষ হয়ে যায়)
জব ইন্টারভিউতে অংশগ্রহণের শর্তাবলী
- নতুন পুরাতন সকল পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে।
- বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র সাথে নিয়ে আসতে হবে।
- ৫ কপি সাদা ব্যাকগ্রাউন্ডের সদ্যতোলা পাসপোর্ট ছবি নিয়ে আসতে হবে।
বিঃদ্রঃ আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিয়ে যে কোন প্রশ্ন করতে পারেন এখানে https://web.facebook.com/groups/WorkVisaHelpline
আল-বাইক রেস্টুরেন্ট এর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হল-
পদের নাম | রেস্টুরেন্ট ওয়ার্কার |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি |
বেতন | ৮০০ সৌদি রিয়াল |
খাবার | ২০০ সৌদি রিয়াল |
কাজের সময় | ৮ ঘন্টা/দিনে |
সুবিধা সমূহ | ফ্রি ইকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা |
হারফি ফুড সার্ভিস কো. এর নিয়োগ বিজ্ঞপ্তি:
পদের নাম | সার্ভিস ক্রু |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি |
বেতন | ৭০০ সৌদি রিয়াল |
খাবার | ১০০ সৌদি রিয়াল ও ডিউটি টাইম ১ বেলা খাবার ফ্রি |
কাজের সময় | ৮ ঘন্টা/দিনে |
সুবিধা সমূহ | ফ্রি ইকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা |
আল-জুফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কো. এ নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম | সার্ভিস ক্রু |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি |
বেতন | ৭০০ সৌদি রিয়াল |
খাবার | ১০০ সৌদি রিয়াল ও ডিউটি টাইম ১ বেলা খাবার ফ্রি |
কাজের সময় | ৮ ঘন্টা/দিনে |
সুবিধা সমূহ | ফ্রি ইকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা |
ল্যাভেন্ডার রেস্টুরেন্ট এ নিয়োগ
পদের নাম | জুস মেকার, ফুড পাস, কুক হেল্পার, হাউস কিপিং |
যোগ্যতা | এসএসসি পাশ ও দুই বছরের কাজের অভিজ্ঞতা |
বেতন | ১৩০০ সৌদি রিয়াল |
খাবার | ৩০০ সৌদি রিয়াল |
কাজের সময় | ৯ ঘন্টা/দিনে |
সুবিধা সমূহ | ফ্রি ইকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা |
সামাস্কো কোম্পানিতে নিয়োগ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম | জেনারেল লেবার |
যোগ্যতা | ২১ থেকে ৩৫ বছর বয়স। উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি। ওজন কম পক্ষে ৫০ কেজি |
বেতন | ৮০০ সৌদি রিয়াল |
খাবার | ২০০ সৌদি রিয়াল |
কাজের সময় | ৯ ঘন্টা/দিনে (১ ঘন্টা বিরতি) |
সুবিধা সমূহ | ফ্রি ইকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা |
আবেদনের নিয়োম | নতুন ও পুরাতন সকল পার্সপোর্ট, ৫ কপি সাদা ব্যাকগ্রাউন্ড পার্সপোর্ট ছবি নিয়ে আসতে হবে। |
বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখুন!!!
যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং/ফ্রি ল্যান্সিং করে প্রতি মাসে নিশ্চিত আয় করতে চান তাদের জন্যই মূলত এ কোর্সটি।
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন Cell: 01711981051
ফেসবুক গ্রুপ:
বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে নানা প্রশ্নের সামাধান পেতে মেম্বার হতে পারেন “ডিজিটাল মার্কেটিং হেল্পলাইন” ফেসবুক গ্রুপটিতে।
গ্রুপ লিংক https://www.facebook.com/groups/digitalhelp
আরও কিছু সৌদি আরবের চাকুরীর বিজ্ঞপ্তি:
পদবী ও বেতন:
কাজের নামঃ কেটারিং
বেতনঃ ১০০০ রিয়াল।
ডিউটিঃ ১০ ঘন্টা
থাকা-খাওয়া, আকামা,লন্ড্রি ফ্রি।
বয়সঃ ৩৫ এর মধ্যে (দেখতে শুনতে ভালো হতে হবে)।
কাজের ধরনঃ আবাসিক,হোটেল, কফি শপ, এরাবিক রেস্টুরেন্ট
বেতনঃ ১৫০০ রিয়াল
ডিউটিঃ ১২ ঘন্টা
থাকা এবং আকামা ফ্রি
বয়সঃ ২৮ এর মধ্যে ( দেখতে শুনতে ভালো হতে হবে এবং ইংরেজি জানতে হবে)।
কাজের ধরনঃ ক্লিনার এবং কার ওয়াশ
বেতনঃ ১৫০০ রিয়াল
থাকা এবং আকামা কোম্পানির
বয়সঃ ২২-৩৫ এর মধ্যে।
কাজের ধরনঃ ফেক্টরি শ্রমিক
বেতনঃ ১৫০০ রিয়াল
থাকা এবং আকামা কোম্পানির
বয়সঃ ২২-৪০ এর মধ্যে।
কাজের ধরনঃ ইলেক্ট্রিক্যাল, প্লাম্বার,এসি টেকনিশিয়ান,মেশন,হেল্পার।
কাজ জানাদের বেতন ১৮০০ রিয়াল।
থাকা এবং আকামা কোম্পানির।
বয়সঃ ২২-৪৫ এর মধ্যে।
সৌদি আরবে কাজের ভিসা পেতে খরচ কেমন লাগবে?
উপরে বর্ণিত পদ সমূহের জন্য ভিসা বাবদ মোট খরচ ২.২০০০০ টাকা থেকে শুরু।
মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স ও টিকেট এর জন্য খরচ যাত্রি বহন করবে।
সৌদি ভিসা পেতে বয়স কত লাগে?
সাধারণত সৌদি ভিসার জন্য নূন্যতম ২২ বছর বয়স দরকার হয়। তবে অনেক ক্ষেত্রে ২১ বছর হলেও চলে। মনে রাখতে হবে এই বয়স কিন্তু
আপনার পাসপোর্ট অনুযায়ী ধরা হবে। সর্বচ্চ ৪৫ বছর বয়স হলেও সৌদিতে যাওয়া যায়। এর কম বা বেশি হলে অযথা যোগাযোগ করে লাভ নেই।
সৌদি আরব ছা্ড়ও অন্যান্য দেশে কাজের ভিসা
এছাড়াও আরো অনেক দেশে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার বিদেশী কোম্পানীতে সরাসরী চাকুরী নিয়ে অথাবা ফ্রি ভিসা নিয়ে কাজের জন্য গমণ করে। বিদেশে কাজের ভিসার যে কোন তথ্য জানতে যোগাযোগ করুন। আপনার নাম, ঠিকানা ও কোন দেশের ভিসা চান, তা আমাদেরকে জানান।
আমরাই আপনাকে সংশ্লিষ্ঠ দেশের ভিসা পেলে মোবাইলে ফোন করে বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেব ইনশাআল্লাহ্।
ট্যাগ: সৌদি আরব ভিসা, সৌদি আরব কোম্পানি ভিসা, সৌদি আরব ভিসা প্রসেসিং খরচ, সৌদি আরবের ভিসা চেক।
সৌদি আরবে হোটেল জব ভিসার প্রচুর চাহিদা কেন?
বিদেশে রন্ধনশিল্পীদের কাজের অপার সম্ভবনা রয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন হোটেল ও রিসোর্টে খাবার রান্না করে তাদের চাকরির সুযোগ বেশি।এ পেশার লোককে শেফ বলা হয়।
মধ্য প্রাচ্যের দেশগুলোতে এমন কি মালদ্বীপ, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে একজন প্রফেশনাল শেফের মাসিক বেতন বাংলাদেশী টাকায় কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা।
এ পেশার লোকদের ওয়ার্ক পারমিট এবং ভিসা সংক্রান্ত জটিলতাও অনেকাংশে কমে হয়। তবে যারা রন্ধন শিল্পটাকে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো।
এ পেশায় জব ভিসা নিতে চাইলে আগে পুষ্টিকর ভালো ভালো রান্নার রেসিপি জানতে হবে।
বিদেশে ফাইভস্টার হোটেল, রেস্টুরেন্ট, বার, কফিশপ, ইত্যাদিতে চাকরির জন্য এখানে ক্লিক করুন, বিদেশে হোটেল জব ভিসা পাওয়ার উপায়…
আরও পড়ুন:
- কাজের ভিসা ২০২১ জব অফার-ওয়ার্ক পারমিট ভিসা-জব কার্ড
- কানাডা ইমিগ্রেশন পদ্ধতি ও যোগ্যতা
- কানাডা ইমিগ্রেশন রুরাল নর্দার্ন প্রোগ্রাম
- জব ভিসা ও স্থায়ী বসবাসের সুযোগ নিন কানাডায়
আশা করি সৌদি আরবে কাজের ভিসা বিষয়ক উপরের আলোচনাটি আপনার কাজে লাগবে। আমরা ঢাকা থেকে কাজ করে থাকি।
ঢাকার বাইরে আমাদের এজেন্ট অফিস রয়েছে।
তবে সৌদি ভিসা সক্রান্ত সকল কাজ ফাইনালি ঢাকা অফিস থেকেই করা হয়ে থাকে। তবে প্রাথমিক সকল তথ্যই এই লেখাতে আছে।
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিদেশে কাজের ভিসা পেতে কি করবেন?
ওয়ার্ক ভিসা ফেসবুক গ্রুপে মেম্বার হোন
আপনাদের সাথে যোগাযোগ আরও দৃঢ় করতে চালু হয়েছে Work Visa Helpline Facebook Group.
এই গ্রুপ এ থাকছে নতুন নতুন আপডেট। সেই সাথে আপনিও এ গ্রুপ গুলোতে যে কোন ধরনের মতামত ও প্রশ্ন করতে পারবেন।
গ্রুপ লিংক নিচে দেওয়া হল। আশা করি গ্রুপ থেকে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পুরণ হবে।
কাজের ভিসা গ্রুপ লিংক: https://web.facebook.com/groups/workvisahelpline/
ইউটিউবে বিদেশে কাজের ভিসার খবর জানুন
বাংলা টাইমস নামের এই ইউটিউব চ্যানেলটিতে কানাডা, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশের জব ভিসাসহ
বিদেশে অবস্থিত বাংলাদেশীদের খবর পাওয়া যায়। তাই আপনিও নিয়মিত এসব খবর জানতে বাংলা টাইমস কে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
লিংক: https://www.youtube.com/channel/UC_x6KyLJWSm7OFJN_JSiB6w?sub_confirmation=1
ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ
সেবারু ডটকম বিদেশের সকল তথ্য তাদের নিজস্ব ফেসবুক পেজে আপডেড করে থাকে।
সেবারু ডটকম ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।সেবারু ডটকম পেজ লিংক : https://www.facebook.com/shebarubd
মোবাইল: 01711981051 (10 am-9pm) এর মধ্যে কল করুন প্লিজ।
My Small Brother is a wielding enjenir.
Please information me a wielding visa in Any Country..
আব্দুল করিম ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উপরের নম্বরে ফোন করলে ভালো সমাধান পাবেন ইনশাআল্লাহ।
এখন কাজের ভিসা আছে কি? সবাই যে বলছে সৌদিতে কাজ নাই।কোনটা সঠিক?
আর কেউ কাজের ভিসায় সৌদি গেলে তার পরিবারকে নিয়ে যেতে পারবে কিনা বা কতোদিন পর নিয়ে যেতে পারবে? বিস্তারিত বলবেন প্লিজ।
হা, আছে। পরিবার নিয়ে যাওয়া যাবে না। ধন্যবাদ।
Turkey or Canada কোন ভিসা আছে, থাকলে জানাবেন প্লিজ।
এসি টেকনিশিয়ানের কোন ভালো ভিসা হবে,খরচ কত হবে
প্রিয় আবু হানিফ, যোগাযোগ রাখেন, জানতে পারবেন ইনশাআল্লাহ।
আমি এই কাজটি করতে চাই কাজের বিস্তারিত একটু জানান
———————
কাজের ধরনঃ আবাসিক,হোটেল, কফি শপ, এরাবিক রেস্টুরেন্ট
বেতনঃ ১৫০০ রিয়াল
ডিউটিঃ ১২ ঘন্টা
থাকা এবং আকামা ফ্রি
বয়সঃ ২৮ এর মধ্যে ( দেখতে শুনতে ভালো হতে হবে এবং ইংরেজি জানতে হবে)
প্লম্বারে কি ভিসা আছে
আসসালামু আলাইকুম। সৌদি ১টি free ভিসা সম্পর্কে কি কি লাগবে এই ভিসা পেতে,সম্পূর্ণ প্রথম স্টেপ থেকে লাস্ট স্টেপ,জানাবেন প্লিজ।।please please hellp me? rhchannelcox@gmail.com
ভাই সৌদি আরবে বলছেন 2 লাখ 20 হাজার টাকা খরচা আরো টিকিট খরচা যাত্রী বহন করবে এটা আরো কি পরিমান খরচা হবে তালি সৌদি যেতে মোট কত টাকা লাগবে
প্রিয় ভাই, টিকেট, মেডিকেল ইত্যাদির জন্য ৪০ থেকে ৫০ হাজার এর মত লাগতে পারে। তবে কম বা বেশিও হতে পারে। কারণ সৌদি আরবের বিমানের টিকেটের দাম বাড়া কমা করে।
আপনাদের কোন কনটাক্ট নাম্বার আছে কিনা
ভাই সৌদীতে কী ড্রাইভিং ভীসা আছে ???
আমি কোথায় যোগাযোগ করব
সৌদি আরবের কাজের পাসপোর্ট ও ভিসা খরচ কত
আমরা পাসপোর্ট করি না। সৌদি আরবের ভিসা খরচ ২২০০০০ থেকে শুরু।
ভাই ভিসার আবেদন করার পর কিভাবে প্রছেছি্্ চেক করব ভিসার পূর্বে কি কি করলে ভালো হয়।
ভাই, সৌদি যেতে চাই, আবাসিক হোটেলের কাজে, এখন কি যাওয়া যাবে
ভাই আপনাদের সত্যতা কিভাবে যাচাই করব।
অন্যরা যেভাবে যাচাই করে, সেভাবেই করুন।
আসসালামু আলাইকুম ভাই গাড়ির কাজের ভিসা আছে কিনা জানাবেন। ছোট গাড়ির আর কি কার
আপনার নাম্বার কই
ভাই আমি সৌদিআরব যেতে চাই
স্যার আমি কাতার যেতে চাই কাতারের ভিসা পাওয়া যাবে কি
বর্তমানে কাতারের জব ভিসা বন্ধ আছে ভাই।
ভাই আপনাদের কোথায়? কক্সবাজার আপনাদের কোন শাখা আছে যোগাযোগ করার জন্য
আমরা সারাদেশে অনলাইনে আছি। ঢাকায় হেড অফিস, কক্সবাজারে কোন শাখা নেই ভাই।
সৌদি আরবে লিপ্টের কাজের ভিসা আছে কিনা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কাজ জানি টেস্টিং ও কাজ জানি। সিংগাপুর থেকে কাজ শিখেছি।
সৌদি আরব কাজের ভিসা
নাম. মো মিরাজ পাটোয়ারী
জেলা. ভোলা
থানা. চরফ্যাশন
আমি তো সৌদি আরব
যেতে চাই তো আমার
বয়স হলো ২০বছর আমি কি জাইতে পারুম তা
জানতে চাই ভাই
যশোরের কোন অফিস আছে আপনাদের। যোগাযোগের মাধ্যম কি।
না ভাই যশরে কোন অফিস নাই। ঢাকা, টিটাগাং, রংপুরে আছে।
ভাই চট্টগ্রাম অফিসের নাম কি। কুন জায়গায় লোকেসনটা দিলে ভাল হতো
Rangpur a kthay apnader office???
হিন্দু লোক কি যেতে পারবে,,
৮০০ রিয়াল কি দিনে নাকি মাসে
জি দাদা, পারবে। ওটা মাসিক বেতন।
ভাই, আপনাদের এজেন্সির নাম কি? সৌদি সরকারী কোন ভিসা আসে কি অফিসিয়াল।
ভাই আপনার নাম্বার টা দিলে অনেক ভালো হতো। আপনার সাথে কিছু কথা আছে
নির্মান কাজের ভিসা আছে ? কোন দেশের জানাবেন প্লিজ
সৌদি আরবের নির্মান ভিসা হবে ভাই।
সৌদিতে কাজের
ভিসা কি এখন
চালু আছে ভাইয়া।
আমি ডুবাই যেতে চাই কিভাবে যাওয়া যাবে
দুবাই যেতে চান? ভিসা আছে।
আমাদের ফেসবুক গ্রুপে এ্যাড হতে পারেন, সেখানে জানিয়ে দেওয়া হয়।
লিংক: facebook.com/groups/328744648302512
ভাই ডিজেল মেকানিক। ভিসা হবে কি
এই মুহুর্তে ডিজেল মেকানিক ভিসা নেই ভাই। তবে আমাদের ফেসবুক গ্রুপে এ্যাড হতে পারেন, সেখানে জানিয়ে দেওয়া হয়।
লিংক: facebook.com/groups/328744648302512
Industrial machine maintenance Electrical/Electronic Supervisor post visa asa kina thakla janaban Experiance 10 Years
সৌদিআরবে লিপ্টের কাজের ভিসা আছে কিনা।? যোগ্যাতা আছে ১০ বছেরর
সৌদি আরব যেতে চাই এসি ফ্রিজের কাজ জানা আছে মোট ভিসার খরচ কত পড়বে বললে ভালো হবে স্যার 01871078784
প্রিয় সুখেন দেবনাথ, এসি ফ্রিজের ভিসা এই মুহুর্তে নেই। ওয়ার্ক ভিসা হেল্পলাইন ফেসবুক গ্রুপে জয়েন করুন। আপডেট পাবেন।
I am 21 years 1-month-Old. I want to go to Saudi Arabia. I want to get a work visa. Can I get it?
সৌদি আরব যেতে সর্বনিম্ন কত টাকা প্রয়োজন।
ভাই আমাকে বলবেন আমি জাব।
ভাই আমি যদি সৌদিআরবে কাজের ভিসায় যাওয়ার পর কাজের পাশাপাশি ব্যবসা করার কোন সুযোগ আছে কী?
জি, আছে।
আমি একজন ড্রাইভার, বাংলাদেশের এবং মালদ্বীপের লাইসেন্স আছে, আমি সৌদি আরব যেতে চাই, আরবি ৩০% ইংরেজি ৩৫% হিন্দি ১০০% ভাষা জানি, কত টাকা খরচ হবে আর কত দিনের মধ্যে যেতে পারবো জানাবেন
প্লম্বারে কি ভিসা আছে
(সৌদি আরব)
স্যার কোম্পানি কোনো ভিসা আছে?
সৌদি আরবের ক্লিনার ও কার ওয়াশ ভিসা কত খরচ পরবে
৩ থেকে ৪ লাখ টাকা লাগতে পারে।
ভাই সৌদি আরব দরজি ভিসা আছে কি আর কত টাকা লাগবে জানাবেন
বর্তমানে নেই ভাই।
সৌদি আরবে, যে কোনো কাজে যেতে চাইলে মোট কত টাকা খরচ লাগবে?
220000
ভাইয়া এখন কি কোন ভিসা আছে সৌদির??
আমি রেস্টুরেন্ট এর ভিসায় যেতে চাই
আল-বাইক রেস্টুরেন্ট এর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হল-
পদের নাম রেস্টুরেন্ট ওয়ার্কার
শিক্ষাগত যোগ্যতা এসএসসি
বেতন ৮০০ সৌদি রিয়াল
খাবার ২০০ সৌদি রিয়াল
কাজের সময় ৮ ঘন্টা/দিনে
সুবিধা সমূহ ফ্রি ইকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা
কাজের ভিসা বিজ্ঞপ্তি নং -১
আছে কি এই জবের ভিসা…..
কার ওয়াশ ভিসা সম্পর্কে জানতে চাই
আমি এই কাজটি করতে চাই কাজের বিস্তারিত একটু জানান
———————
কাজের ধরনঃ আবাসিক,হোটেল, কফি শপ, এরাবিক রেস্টুরেন্ট
বেতনঃ ১৫০০ রিয়াল
ডিউটিঃ ১২ ঘন্টা
থাকা এবং আকামা ফ্রি
বয়সঃ ২৮ এর মধ্যে ( দেখতে শুনতে ভালো হতে হবে এবং ইংরেজি জানতে হবে)
সৌদি আরবের ফ্রি ভিসা হবে?
আমি সৌদি আরব কাজের ভিসায় যেতে চাই, কোথায় কন্টাক্ট করতে হবে,অনুগ্ৰহ করে জানাবেন। আমার মোবাইল নং_+৮৮০১৮১৮৯২২৪৮৮
উপরে যোগাযোগ লিংক দেওয়া আছে।
Thanks to for a lot of reply
আমি কাজের ভিসায় যেতে চাই।
আমার ওজন বতর্মান53কেজি
মেডিক্যাল ভুল ওজন হয়েছে35কেজি
এতে ভিসায় কোনো অসুবিধা হবে না
কী না জানবেন
আপনাদের সথে যোগাযোগ করবো কিভাবে
আমি কথা বলতে চাই
ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই
প্রশ্ন ১- একটা নতুন ফ্রেশ ভিসার মেয়াদ কতদিন থাকে পাসপোর্টে লাগার আগে?
প্রশ্ন২- আমার ১টা হাউজ ড্রাইভিং ভিসা আছে। বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স নাই। ২০২০ সালের মার্চ মাসে ভিসাটি পাঠানো হয়েছে। এখন প্রসেসিং করা যাবে কি না? আর খরচ কত লাগবে? দয়াকরে জানাবেন।
ভাই সৌদীতে কী ড্রাইভিং ভীসা আছে ???
আমি সৌদি আরব মেশন ভিসা যায়তে চাচ্ছি
আমি আগে কাতার ছিলাম ২ বছর মেশন ফিনিশিং
আরবি ভাষা জানি হিন্দি জানি ইংরেজি জানি কোনো কোম্পানির ভিসা আছে নি আপনাদের
কাছে আমার মোবাইল নম্বর ০১৭১২৯৮০৯৩৯
ইমো হোয়াটসঅ্যাপ
kFC ভিসা আছে??
আমি রাজ মিস্ত্রিরির ভিসায় যেতে চাই
কত লাগবে একটু বলবেন
আমি সৌদি যেতে ইচ্ছুক আমার জানা নাই আমি কিভাবে যাবো। আর কার সাথে কোথায় কিভাবে যোগাযোগ করবো ।।।।।
আমি বাংলাদেশের একটি কম্পানিতে স্টোর অফিসার হিসেবে চাকরি করছি , বিদেশে আমি এই পোস্টে যেতে চাই , কারন এই কাজ সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে , আমার জন্য বিদেশে এমন কোনো কম্পানিতে ভালো বেতনের চাকরি আছে ?