Shebaru

অনলাইনে আয় করার সহজ ১০ টি উপায়

সেবারু (Shebaru)

অনলাইনে আয় করার সহজ ১০ টি উপায়

অনলাইনে আয় করার সহজ ১০ টি উপায় আজকে অবশ্যই বলে দেব। তবে তার আগে আপনাকে একটি জিনিস অবশ্যই করতে হবে। সে টা কি জানেন?
সেটি হল আপনাকে এই প্রবন্ধটি মনযোগ দিয়ে পড়তে হবে। শুধু পড়লেই হবে না! আমলও করতে হবে। অর্থাৎ আমি যে পদ্ধতি গুলো বলে দেব,
সেগুলো অনুসারে কাজ করতে হবে। অবশ্য সে জন্য আপনাকে একটি ইন্টারনেটসহ কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে।
অবশ্য আজকাল অনলাইন ইনকাম মোবাইল দিয়েও করা যায়। যাই হোক মূল কথা হল ইনকাম। সেটি যদি ঘরে বসে অনলাইনে হয়, তাহলে তো খুব ভালো।
কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কি কি কাজ করে অনলাইনে আয় করা যায়।

অনলাইনে আয় করার সহজ উপায় গুলো হল-

আপনি জানেন কি6? কিভাবে অনলাইনে ইনকাম করা যায়? আসলেই অনলাইন থেকে ইনকাম সম্ভব? জি সম্ভব। তবে এ জন্য থাকতে হবে মনোবল ও শ্রম।
যারা স্টুডেন্ট বা গৃহীণি তারা সবসময় অন্যের কাছ থেকে হাত পেতে টাকা না নিয়ে স্বাবলম্বী হতে চায়। আর সেটা নিজের ইচ্ছেমত সময়ে হলেই ভালো হয়।
আবার চাকুরীজীবিরাও ফিক্সড ইনকাম এর বাইরেও একটা এক্সট্রা ইনকাম করতে চায়। আর এ জনই অনলাইন ইনকাম সবচাইতে বেস্ট অপশন।
কারণ এতে ফিক্সড কোনো সময় নেই।বসের ঝাড়ি নেই। নেই কোন যানজট ঠেলে সময়মত অফিসে যাওয়ার ঝামেলা।

কেমন আয় হয় অনলাইনে কাজ করে?

শুধু হাত খরচ নয়, অনেকে সংসার খরচও চালাচ্ছে এই অনলাইনে ইনকাম করেই। সেটি আবার আর দশজন সাধারণ চাকরিজীবীর চেয়ে বেশ ভালো ভাবেই।
দেশি বিদেশি বিভিন্ন ওয়েবসাইট ঘরে বসেই বাংলাদেশ ও ইন্ডিয়ার অনেক ছেলে মেয়েরা মাসে লাখটাকার উপরে আয় করছে।
বর্তমানে বাংলাদেশেও কিছু ওয়েবসাইট থেকে অনলাইনে ইনকাম করা যায়। যার টাকা বিকাশে পেমেন্ট করে থাকে। গুল এ্যাডসেন্স একাউন্ট করে মাসে ২০০ ডলার
উপার্জন করা তো খুবই সহজ। অবশ্য অনলাইনে ইনকাম করার জন্য অবশ্যই বুঝতে হবে কোনটা রিয়েল সাইট আর কোনটা ফেক ওয়েবসাইট
১০ টি অনলাইনে আয় করার সহজ উপায় সম্পর্কে নিচে বলা হল-

ডিজিটাল মার্কেটিং

বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে আমরা অনেকটাই প্রযুক্তির উপর নির্ভরশীল। তাই নিজেদের কেনা কাটাও অনলাইন থেকে করছি। সেক্ষেত্রে আপনি যদি হন সেলার তাহলে তো ইনকাম হবেই। অনেকেই শুধুমাত্র পেজ খুলে পন্য বিক্রি করে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে। বর্তমানে তো ইনভেস্ট না করে রিসেলিং করেও ভালো এমাউন্ট পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই ধ্যর্য থাকতে হবে এবং মার্কেটিং পলিসি বুঝতে হবে।

অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে যথেষ্ট পরিমান অর্থ উপার্জন সম্ভব। এবার আসুন আমরা সংক্ষেপ এ এর সম্পর্কে জানি।বর্তমানে হাজার হাজার মার্কেট প্লেস এ পন্য বিক্রি হয়। এদের ই-কমার্স বলা হয়। আবার এসব ই কমার্স সাইট এর প্রত্যেকটি সাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং নামে একটি অপশন রয়েছে। সেখানে আপনার একটি একাউন্ট করতে হবে।
এবং তাদের পন্যের লিংক কপি করে শেয়ার করতে হবে। আপনার শেয়ার করা লিংক থেকে কেও যদি পন্যটি ক্রয় করে আপনি তাহলে আপনার কমিশনটি পেয়ে যাবেন।
সেক্ষেত্রে পন্যটির দাম বাড়বে না। তবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অবশ্যই ভালো মার্কেটিং জানতে হবে। এ ছাড়া সম্ভব নয়।
বর্তমানে অনলাইন বা অফলাইনে ফ্রিল্যান্সিং কোর্স করিয়ে থাকেন। সেখান থেকে শিখে নিয়েও আপনি কাজ শুরু করতে পারেন।

ঘুরে আসুন: ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক সকল লেখা পড়ুন

অনলাইনে রেফারাল ইনকাম

যেমন বিকাশ অ্যাপ রেফার করলে আপনার রেফারে কেউ আ্যাপ ইন্সটল করলে বা লগ ইন করলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার একাউন্টে এসে জমা হয়।
বিকাশ এর মত অনেক অ্যাপ আছে। বাংলাদেশি হলে আপনি টাকা বিকাশেই নিতে পারবেন তবে বিদেশি হলে পেপাল বা অন্য অনেক মাধ্যমে টাকা নিতে পারেন।
তবে যারা কোন কাজ না করেই প্রচুর টাকা আয়ের অফার দেয় বুঝবেন তারাই ভুয়া।

ছবি তুলে অনলাইনে ইনকাম

আপনার হাতে থাকা সেই ফোনটি ব্যাবহার করেই আপনি মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করতে পারেন। আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনার আশে পাশের কোনো সুন্দর জিনিস এর ছবি তুলতে পারেন আর সেটি মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করা ভালো মাধ্যম।অনলাইনে ছবি বিক্রির জন্য বিভিন্ন ওয়েব সাইট রয়েছে ।
এর মধ্যে জনপ্রিয় হলো Shutterstock, 500px, Envato, পিক্সাবে ইত্যাদি।

ব্লগিং করে অনলাইনে ইনকাম

ব্লগিং অনলাইন আয়ের বেশ পুরাতন হলেও অনেক কার্যকরী একটা পদ্ধতি। এই পদ্ধতিতে বেশ ভালো অঙ্কের একটা টাকা প্রতি মাসেই পেতে পারেন।
এজন্য প্রথমত দরকার মেধা শ্রম ও ধ্যর্য। ব্লগ একটি নিউজপেপার এর মত। আপনার জানা বিষয়টি আপনি লিখবেন। সেই বিষয়টি যার জানা দরকার সে পড়বে। এই যে আপনি এখন অনলাইনে ইনকাম সম্পর্কে পড়ছেন এটিও একটি ব্লগ। প্রতিটা মানুষই কোনো না কোনো বিষয় এ জানাশোনা হয়।আপনিও যে বিষয় এ জানেন সেই বিষয় এর উপর লিখেই শুরু করতে পারেন আপনার ইনকাম।এর জন্য কিছু টাকা খরচ করে ডোমেইন কিনে হোস্টিং ঠিক করে আপনার ব্লগ বানিয়ে নিতে পারেন।
তবে অনেকের এতটুক ধারণা থাকার পরেও শুরু করছেন না গুগল অ্যাডসেন্স পাওয়া খুব কঠিন এ ভয় থেকে।
ভাই ভয়ের কারণ নেই মানসম্মত লিখুন, আ্যাডসেন্স পেয়ে যাবেন।

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে ইনকাম

ফাইবার, ফ্রি ল্যান্সার ইত্যাদি ওয়েবসাইটে Graphics Design, Photo Editing, Web Design, Website Making, Copy writing,
Content Writing, Logo Design ইত্যাদি কাজ করে মাসে লক্ষ টাকা আয় করা যায়। আপনি যে বিষয় ভালো পারেন সেই বিষয় দিয়েই শুরু করুন।

সোসাল মিডিয়া থেকে আয়

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট থেকে প্রচুর আয় করার সুযোগ আছে।
সোশ্যাল মিডিয়ায় ফ্যান-ফলোয়ার তৈরিসহ বিভিন্ন কাজ করা যায়।

ইউটিউব থেকে আয়

ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করাটা সহজ একটি মাধ্যম। তবে ইদানিং ইউটিউবের কিছু নিয়ম কানুন পরিবর্তন করেছে।
ভিউ অথবা সাবস্ক্রাইব পেতে একটু সময় লাগলেও আপনি ভাল এবং শিক্ষনীয় বিষয় নিয়ে ভিডিও তৈরী করুন, ইনকাম হবেই।

অনলাইনে টিউটরিয়াল তৈরি ও বিক্রি করে আয়

আজকাল করোনার কারণে অনলাইনে ছাত্র বা ছাত্রি পড়িয়ে মাসে ৪০ হাজার টাকাও আয় করতে পারেন সহজেই।
আমাদের দেশে অনেক অনলাইন স্কুল রয়েছে যেমন ১০ মিনিট স্কুল, ঘুরি লার্নিং ইত্যাদি।

ঘরে বসে না থেকে আজই তৈরি করুন আপনার ইনকাম এর রাস্তা। আর সবসময় এই মনোবল রাখুন আমি পারবো, তাহলেই পারবেন । ইনশাআল্লাহ

আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

 

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?