ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার শুরু করুন

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করবেন যেভাবে

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গড়ে তুলুন আজই। প্রায়ই এমন বিজ্ঞাপণ আপনারা শুনতে পান চারদিকে। কিন্তু সঠিক দিক নির্দেশনা
না থাকায় আমরা প্রায়ই উৎসাহিত হই না এইসব ক্যারিয়ার নিয়ে। অথচ বর্তমান বিশ্ব হল ডিজিটাল। আর তাই আপনার ডিজিটাল
মার্কেটিং এর কি পরিমান চাহিদা তা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আমরা আজ জানব ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার
শুরু করার উপায় কি তার নিয়মগুলো।

ডিজিটাল মার্কেটিং কি?

Digital Marketing হল ইলেক্ট্রনিক মিডিয়া বা ডিজিটাল মিডিয়ায় নিজের পণ্যের বা সার্ভিসের মার্কেটিং বা ব্র্যান্ডিং করা। ইলেক্ট্রনিক
মিডিয়া বলতে টিভি , ফোন, সোশ্যাল মিডিয়া, বা ইন্টারনেট দুনিয়াকে বুঝায়। আপনি চাইলে আপনার যেকোন পণ্য বা সেবার
মার্কেটিং করতে পারেন এই মাধ্যমগুলোতে। আর চাইলে ভিডিও বা লিখিত আকারে এই মার্কেটিং করা যায়। আর এতে আপনি
আপনার নির্দিষ্ট গ্রাহকের কাছে দ্রুততম সময়ের ভিতরে প্রচার করতে পারেন। আর যতঁ বেশি আপনার পণ্যের প্রসার হবে ততই
আপনি সবার দোড় গোড়ায় আপনার পণ্য বা সেবা পৌঁছে দিতে পারবেন।

কিভাবে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করবেন?

আপনি যদি ক্যারিয়ার রুপে ডিজিটাল মার্কেটিং নিতে চান তবে অব্যশই আপনাকে গ্রাহকের চাহিদা আর পণ্য সম্পর্কে ভালো
ধারনা থাকতে হবে। যদি তা না হয় তবে আপনি যতই মার্কেটিং করুন না কেন আপনার পণ্য কারো নজর কাড়বে না।
সঠিক নিয়মে ক্যারিয়ার গড়তে আপনাকে এই নিয়ে জানতে হবে। তাই কোন প্রতিষ্ঠানের অধীনে কোর্স করে নিন সর্ব প্রথম। কারন
দক্ষতা তখনই আসবে যদি তার সম্পর্কে আপনার জ্ঞান থাকে। আজকাল প্রায় সব প্রতিষ্ঠানই এই কোর্স এর সুবিধা দিয়ে থেকে।
যেমনঃ ওয়ান আওয়ার স্টাডি, ক্রিয়েটিভ আইটি, সিলিকন ভ্যালি আইটি ইন্সটিটিউট, ও অন্যান্য। এইসব প্রতিষ্ঠান আপনাকে
এই সেক্টরে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে। এছাড়াও সেবারু একাডেমীতে গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে কাজ করার সুবিধাতো থাকছেই।

এছাড়া সরকারি প্রতিষ্ঠান লার্নিং এন্ড আর্নিং প্রতিষ্ঠান থেকে চাইলে আপনি বিনামুল্যে এইসব বিষয় শিখতে পারেন। তবে এতে নির্দিষ্ট
সংখ্যক জনগন শিক্ষা নিতে পারে। কারন আসন সংখ্যা সীমিত। আর তাই চাইলে আপনি অনলাইন এ ওয়েবসাইটের মাধ্যমে বা
ইউটিউবের সাহায্যে এই কোর্স শিখে নিতে পারেন। যেমনঃ semrush, coursera, ও অন্যান্য।

ক্যারিয়ার গড়ার নিয়মগুলো

প্রথমেই আপনি আপনার একটি নির্দিষ্ট সেক্টর বেছে নিন। কারন আপনি যদি একজন তরুন ডিজিটাল মার্কেটার হন তবে আগে
আপনি একটি ক্ষুদ্র সেক্টর বাছাই করুন যাতে আপনি দক্ষ। যেমনঃ

  • সোশ্যাল মিডিয়া
  • ইমেইল
  • সার্চ ইঞ্জিন
  • মোবাইল অ্যাপ স্টোর
  • ইকমার্স প্ল্যাটফর্ম

উপরের যে কোন একটি বাছাই করে আপনি তাতে কাজ শুরু করুন। আর এতে আপনার সফলতা দ্রুত আসবে। কারন প্রাথমিক
অবস্থায় আপনি যে সেক্টরে দক্ষ তার উপর কাজ করলে আপনি বুঝতে পারবেন আপনার দক্ষতা কিভাবে কাজে লাগছে। আর
তাই আপনি বেছে নিন আপনার কাজটি। আজকাল প্রায় অনেকেই সোশ্যাল মিডিয়া নিয়ে আগ্রহী। আর এই বিষয়ে বেশ দক্ষ
কারন তারা দিনের অনেক সময় এখানে ব্যয় করে। আর এই সুযোগ কাজে লাগাতে পারেন। অথবা ইমেইল মার্কেটিং দিয়েও
শুরু করতে পারেন আপনার ক্যারিয়ার।

কি কি সাইট আছে কাজের জন্য ?

আপনি যদি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারকে ফ্রিল্যান্সিং রুপে নিতে চান, তবে বিভিন্ন মার্কেট প্লেস আছে যারা এই সুবিধা দেয়।
আর এই সব মার্কেট প্লেসে কাজের অনেক সুবিধা। জনপ্রিয় মার্কেট প্লেসগুলো হলঃ Upwork, freelancer, Fiverr ও অন্যান্য।
এইসব সাইটে আপনি চাইলে ঘরে বসে কাজ করতে পারবেন। আপনার স্কিল আপনার কাজকে জনপ্রিয় করবে সবার মাঝে।

ফ্রিল্যান্সিংয়ের সুবিধা ডিজিটাল মার্কেটিংয়ে ক্ষেত্রে

  • ঘরে বসে কাজ করতে পারবেন
  • বিশ্বের সব নামি দামি কোম্পানি বা ব্র্যান্ডের হয়ে কাজ করা সম্ভব
  • আপনি যে কোন সময়ে কাজ নিতে ও করতে পারবেন
  • আপনার স্কিল ডেভোলাপ করতে পারবেন
  • আন্তর্জাতিক মানের কাজের দক্ষতা পাবেন
  • এছাড়া আপনার একটি সুন্দর পোর্টফোলিও তৈরিতে এটি সহায়ক হবে

ফ্রিল্যান্সিংয়ের অসুবিধা ডিজিটাল মার্কেটিংয়ে ক্ষেত্রে

  • আপনার যদি কাজে দক্ষতা না থাকে বেশি তবে টিকতে পারবেন না
  • প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে। তা না হলে অভিজ্ঞতা বাড়বে না
  • এছাড়া এটি ওপেন মার্কেট হওয়ায় প্রতিযোগিতা বেশি
  • নতুন কাজ প্রতিনিয়ত খুঁজতে হয়

কেমন রোজগার করা যায় ডিজিটাল মার্কেটিংয়ে?

সবার মনেই প্রশ্ন জাগে এই ক্যারিয়ারে ভালো আয় সম্ভব? আসলে আপনি যে ক্যারিয়ারেই থাকুন না কেন আপনার কর্মদক্ষতার
উপরই আপনার আয় নির্ভর করে। কারন আপনি যত বেশি আউটপুট দিবেন আপনার জন্য তত ভালো হবে। সাধারন একজন
বিগেনার হিসেবে আপনি চাইলে অনায়াসে ১০,০০০- ২০,০০০ টাকা কামাতে পারবেন। তবে এই কাজে অভিজ্ঞদের চাহিদা
অনেক। আপনি যদি টিকে থাকতে চান এই মার্কেটে অবশ্যই আপনি দীর্ঘ মেয়াদি সুফল পাবেন। আর মাসে খুব সহজেই
তখন ১ লক্ষ ইনকাম করা সম্ভব হবে।

কি কি পদে আপনি কাজ পাবেন?

যদি আপনি ফ্রিল্যান্সিং রুপে ডিজিটাল মার্কেটার না হতে চান আপনি চাইলে অফিসেও কাজ করতে পারেন। আর এতে বিভিন্ন
পদে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন। আর তা হলঃ

  • জুনিয়র মার্কেটিং অফিসার
  • সিনিয়র মার্কেটিং অফিসার
  • মার্কেটিং এক্সিকিউটিভ
  • মার্কেটিং ম্যানাজার

এছাড়া আরও অনেক পদেই আপনি কাজ করতে পারেন। তবে তা নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর।

কি কি করতে হয় ডিজিটাল মার্কেটিং এ?

এই পেশায় কিছু কাজ আছে যা নির্দিষ্ট নিয়মে প্রতিদিন করতে হইয়। কারন এই মাধ্যমের বড় চ্যালেঞ্চ গ্রাহকের আকর্ষণ
প্রতিনিয়ত ধরে রাখা। কোম্পানির ব্র্যান্ডিং করা। যেন গ্রাহক তাদের পণ্য বা সেবা নিতে আগ্রহী হয়। আর তাই তাদের কাজ
খুবই গুরুত্বপূর্ণ। আর কাজ গুলো হলঃ

  • মার্কেটিং প্ল্যান করা
  • ইমেইল মার্কেটিং করা
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা
  • মার্কেটিং কন্টেন্ট তৈরিরে ভূমিকা রাখা
  • মার্কেটিং রিপোর্ট আর এর অবস্থান এর সম্পর্ণ চার্ট করা
  • ডিজিটাল ট্রেন্ড নিয়ে আপডেট থাকা আর জানা সব সময়
  • প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রতিনিয়ত আপডেট করা

কারা শিখতে পারবে ডিজিটাল মার্কেটিং?

যে কোন বয়সের লোক এটি শিখতে পারবে। কারন এই কোর্স করে অভিজ্ঞতা নিলেও প্রতিনিয়ত এতে শিক্ষা নিতে হয়। তাই সবাই
এই কোর্স করতে পারবেন। আর চাইলে আপনার শিক্ষা কার্যক্রম এই নিয়ে শুরু করতে পারেন। আজকাল অনেক বিশ্ববিদ্যালয়
ডিজিটাল মার্কেটিং চালু করেছে। তাই এই বিষয় নিয়ে আগ্রহ থাকলে আপনি চাইলে অনার্সও করতে পারেন। এরজন্য এখনই
চিন্তা করুন। কারন সফল হতে হলে ভালো ভাবে এই শিক্ষার একান্ত প্রয়োজন।

ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স !

২০২৩ সালের নতুন বছর উপলক্ষ্যে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স করে ”গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম” করার দারুন সযোগ দিচ্ছে সেবারু ডট কম।
নিচের লিংক এ দেওয়া গুগল ফরমটি ক্লিক করুন এবং পুরণ করুন। আমাদের টিমমেম্বাররা আপনার সাথে যোগাযোগ করে ফ্রি ক্লাশের লিংক দিয়ে দেবে ইনশাআল্লাহ।

আরও জানুন:

ডিজিটাল মার্কেটিং বিষয়ক পড়ালেখার জন্য নিচের টপিক গুলো দিয়ে গুগলে সার্চ করতে পারেন।

  • অনলাইন ইনকাম
  • অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স
  • সরকারি ফ্রিল্যান্সিং কোর্স
  • ডিজিটাল মার্কেটিং কোর্স
  • অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স
  • ইউটিউব মার্কেটিং কোর্স
  • ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স
  • গ্রাফিক্স ডিজাইন কোর্স
  • ওয়েব ডিজাইন
  • ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

আশাকরি আপনি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার কেমন হবে? ও আপনার ক্যারিয়ার তৈরির জন্য সমস্ত প্রস্তুতি নিবেন এই আর্টিকেল শেষে। আর গড়ে তুলবেন এক
উজ্জ্বল ভবিষৎ। এছাড়া ক্যারিয়ার হিসেবে আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন, ব্লগ লেখা প্রভৃতি নিয়ে আমাদের আর্টিকেল
দেখতে পারেন। আর জানতে পারবেন আরো কি কি ফ্রিল্যান্সিং পেশা আছে যা আপনি শিখতে পারেন।

লেখা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টবক্সে জানাবেন। আর তাছাড়া আপনার কিছু জানতে ইচ্ছে হলেও তা নিয়ে
আমাদের জানতে পারেন। আমরা আছি আপনার পাশে সবসময় নতুন সব তথ্য নিয়ে।


ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফ্রি পরামর্শ চান? বিস্তারিত জানতে যোগাযোগ করুন
আরও জানতে ভিজিট করুন: অনলাইন ইনকাম ।। ফেসবুক গ্রুপ ।। ইউটিউব চ্যানেল।। যোগাযোগ
মোবাইল+হোয়াটসঅ্যাপ (shebaru): 01711981051 (সকাল ১০ – রাত ৯ টার মধ্যে কল করুন)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *