সাংবাদিক নিয়োগ

সাংবাদিক ও আর্টিকেল রাইটার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলা ভাষার জনপ্রিয় ওয়েবসাইট www.shebaru.com (সেবারু ডটকম) পরিচালিত সেবারু নিউজ ব্যাংক এর জন্য সারা দেশে জেলা ও উপজেলা সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। জেলা ও উপজেলা থেকে “সেবারু নিউজ ব্যাংক” নামক নিউজ এজেন্সির জন্য আগ্রহীদের কাছ থেকে সাংবাদিক হিসেবে কাজ করার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। সেই সাথে যারা গল্প-কবিতাসহ বিভিন্ন বিষয়ে ফিচার লিখতে পারেন এরকম আর্টিকেল রাইটার আবশ্যক। সম্মানী ও অন্যান্য সুবিধাদী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

সেবারু নিউজ ও আর্টিকেল ব্যাংক কি?

সেবারু নিউজ ব্যাংক হল একটি সংবাদ সংস্থা, যা সারা দেশে কর্মরত ও বিভিন্ন সংবাদপত্রের সাথে জড়িত সাংবাদিকদের নিউজ এজেন্সি।
সংবাদকর্মীরা বিভিন্ন বিষয় ও ঘটনা নিয়ে তাদের সৃষ্ট সংবাদ, প্রতিবেদন, প্রবন্ধ-নিবন্ধ, আলোকচিত্র ইত্যাদি সেবারু নিউজ ব্যাংক এ প্রেরণ করেন।
সেবারু নিউজ ব্যাংক দেশে-বিদেশের বিভিন্ন সংবাদপত্র, অনলাইন পোর্টাল, গবেষণা সংস্থা ইত্যাদি নির্দিষ্ট শর্তাবলীর মাধ্যমে সংবাদ সরবরাহ করে থাকে।
এ ছাড়াও সেবারুর রয়েছে সেবারু আর্টিকেল ব্যাংক। যার মাধ্যমে গল্প-কবিতা, উপন্যাসসহ স্বাস্থ্য, শিক্ষা, আইটি, ফ্রিল্যান্সিং, টুরিজমসহ বিভিন্ন বিষয়ে এসইও
ফ্রেন্ডিলি আর্টিকেল অন্যান্য ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের জন্য সরবরাহ করে থাকে।

আপনি পারবেন কি?

আপনি যদি লিখতে এবং পড়তে ভালবাসেন, যদি আপনার চিন্তা, জ্ঞান এবং অভিজ্ঞতাকে বাংলা ভাষাভাষী লক্ষ লক্ষ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান, যদি সাংবাদিকতা বা আর্টিকেল রাইটিং বিষয়ে কিছু ধারণা থাকে, তাহলে সাংবাদিক বা আর্টিকেল রাইটার হিসেবে কাজ করার সুযোগটি আপনার জন্য।

সাংবাদিক ও আর্টিকেল রাইটার হতে কি লিখবেন?

সাংবাদিক নিয়োগ Topics
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অনুপ্রেরণা মূলক টিপস
  • বিখ্যাত মানুষের জীবন কর্ম
  • আত্মউন্নয়নের বিভিন্ন টিপস
  • দৈনন্দিন বিভিন্ন সমস্যা ও সমাধান
  • দক্ষতার টিপস
  • সমসাময়িক ঘটনা
  • ইতিহাসের নানান তথ্যপূর্ণ ঘটনা
  • খেলাধুলা বিষয়ক ফিচার
  • বিনোদন বিষয়ক ফিচার
  • রোমাঞ্চকর এবং রহস্যময় গল্প, কবিতা
  • রান্নার রেসিপি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ বিষয়ক ফিচার
  • ভ্রমণ কাহিনী ইত্যাদি।

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

  • স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা বিষয়ক খবর, ছবি ও ভিডিও পাঠাতে পারেন । এছাড়াও যে সকল দায়িত্ব পালন করতে হবে
  • শিক্ষকদের শিক্ষামূলক টিপস ও লেখা সংগ্রহ করে পাঠানো।
  • শিক্ষক ও প্রিন্সিপালের শিক্ষা বিষয়ক সাক্ষাৎকার।
  • ছাত্র-ছাত্রীদের যে কোন সাফল্য হতে পারে একজন শিক্ষার্থী বিদেশে স্কলারশিপ লাভ করেছে বা ন্যাশনা বা ইন্টার ন্যাশনাল পরযায়ে ক্রিড়া বা যে কোন বিষয়ে সাফলতা অর্জন করেছে।
  • স্কুলের যে কোন বিনোদন ও শিক্ষামূলক আয়োজন।
  • স্কুল বা কলেজ বিজ্ঞান মেলার আয়োজন ও খবর
  • আপনার চারিদিকে ঘটে যাওয়া বিষয় নিয়ে আপনার নিজস্ব মতামত লিখতে পারেন
  • চলমান কোন ভাইরাল নিউজ সম্পর্কে তথ্য সমৃদ্ধ ফিচার লিখতে পারেন।

সংবাদ লিখতে কি কি যোগ্যতা লাগবে?

  • ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশনে পারদর্শী
  • আগে সাংবাদিকতা বা বাংলায় আর্টিকেল লিখার অভিজ্ঞতা আছে তাদেরকে কে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রাধান্য পাবেন
  • কোন বিষয়ে অনলাইন রিসার্চ এর মাধ্যমে তথ্য কালেকশনের ধর্য্য থাকতে হবে।
  • দৈনিক যোগাযোগ রক্ষা করতে হবে এবং কাজের অগ্রগতি ইমেল করতে হবে।
  • কপি-পেস্ট আর্টিকেল লেখার মানসিকতা পরিহার করতে হবে।

অনলাইন সাংবাদিক ও আর্টিকেল লেখকের সুবিধা!

  • সাংবাদিকতা ও আর্টিকেল রাইটিং বিষয়ক ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করা হবে।
  • রিমোট ওয়ার্ক বা ঘরে বসেই কাজ করার সুবিধা, অফিসে আসার প্রয়োজন নাই।
  • লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার ক্রিয়েটিভিটি পৌঁছে যাবে।
  • ইউনিক লেখার নিয়ম শিখতে পারবেন।
  • বিশ্লেষণধর্মী ও পর্যাপ্ত তথ্যবহুল লেখার কৌশল জানবেন।
  • আর্টিকেল রাইটার কে সকল প্রকার গাইড লাইন এবং রিসোর্স দিয়ে সহায়তা করা হবে।

আর্টিকেল/কন্টেন্ট রাইটার কাকে বলে?

জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যবহার করে কাগজে ছাপা বা অনলাইনে প্রকাশ করা বা ভিডিও বানানোর জন্য একটি কন্টেন্ট বা আর্টিকেল লিখেন তখন সেই ব্যাক্তিকে বলা হয় কন্টেন্ট রাইটার। যেমন আমাদের সাইট “shebaru.com” এর জন্য যারা লেখেন তাদের কন্টেন্ট রাইটার বলা হয়।

কেমন আর্টিকেল লিখতে হবে?

প্রথমত: কম পারিশ্রমিকের কাজ :

কম পারিশ্রমিকের কাজের মধ্যে আবার দুটি ভাগ আছে। যথা, রি-রাইটিং ও সিনিপেট বা ছোট প্রবন্ধ লেখা।

১. Rewriting : মূলত Rewriting হলো একটি ৩০০ থেকে ৭০০ শব্দের আর্টিকেল অন্য ওয়েবসাইট থেকে নিয়ে নিজের মত করে লেখা।
এক্ষেত্রে লেখার মূল তথ্য ঠিক রেখে কন্টেন্ট নিজের মনের মতো করে লিখতে হবে। যাতে করে কন্টেন্ট টি প্রথম ওয়েবসাইটের কন্টেন্টের সাথে মিল না পাওয়া যায়।

২. Snippet বা Short Article Writing : উপরে উল্লিখিত বিষয়ের বা যে কোন বিষয়ের উপর ১০০-১৭০ শব্দের একটি ইউনিক আর্টিকেল লেখাকে snippet বলে।
এই ধরনের আর্টিকেল লিখতে অল্প সময় ব্যয় হয়। এজন্য snippet কে কম পারিশ্রমিকের কাজের তালিকায় রাখা হয়েছে। আপনি চাইলে এ ধরনের লেখাও জমা দিতে পারেন।

দ্বিতীয়ত : বেশি পারিশ্রমিকের সাংবাদ

বেশি পারিশ্রমিকের কাজ আবার দু’টি ভাগে বিভক্ত। যেমন: আর্টিকেল রাইটিং ও প্রুফরিডিং ও এডিটিং। যেমন,

১. আর্টিকেল রাইটিং : কোনো বিষয়ে ৫০০-৩০০০ শব্দের তথ্যমিশ্রিত লেখা তৈরি করাকে আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং বলা হয়। যেটি কোনো ভাবেই একজায়গা থেকে নিয়ে অন্য জায়গাই কপি পেস্ট করে দেয়া যাবে না। এর জন্য সম্মানীও বেশি পাবেন।

০২. প্রুফরিডিং ও এডিটিং : Proof reading সহজ একটি কাজ। তবে এসব কাজ অত্যন্ত দক্ষ ব্যাক্তি ছাড়া সম্ভব হয় না। এর জন্য কম পক্ষে দুই বছরে অভিঙ্গতা আবশ্যক।
এ ক্ষেত্রে বাংলার জন্য বাংলা ভাষা এবং গ্রামার সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা আবশ্যক। ও ইংরেজির জন্য ইংরেজী ভাষা এবং গ্রামার সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা আবশ্যক

কিভাবে আবেদন করবেন?

ফেসবুক আইডি, মোবাইল নম্বর, লেখালেখির অভিজ্ঞতা, পড়াশুনা, কোন বিষয়ে লিখতে চান ইত্যাদিসহ নিজের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বায়োডাটা পাঠিয়ে দিন।
আপনার একটি লেখা স্যাম্পল হিসেবে এটাচ করুন। ই-মেইলের সাব্জেক্ট লাইনে লিখুন- কনটেন্ট রাইটার। ই-মেইল ঠিকানা: shebarubd@gmail.com

ছাত্রদের জন্য পার্টটাইম সাংবাদিকতা

কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাংবাদিকতা করার জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা।

ট্যাগ: সাংবাদিক নিয়োগ, কন্টেন্ট কি, বাংলা লেখা, কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, কন্টেন্ট তৈরির নিয়ম, কনটেন্ট রাইটিং টিপস, ব্লগ রাইটিং জব, ছাত্রদের জন্য চাকরি ইত্যাদি।
জাগো নিউজ সাংবাদিক নিয়োগ নোটিশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *