বিদেশে উচ্চশিক্ষা ও স্টুডেন্ট ভিসা তথ্য পেতে শিক্ষার্থীরা প্রতিনিয়ত গুগলের দারস্থ হয়। ইংরেজির পাশাপাশি বাংলাতেও সার্চ দেওয়ার প্রবণতা
বেড়েছে। কারণ জিবো্র্ডের মত মোবাইল বাংলা ভয়েজ টাইপিং এ্যাপ এখন প্রায় সকলের জানা আছে। তাই বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ ২০২৪
সম্পর্কে আপডেটেড গুগল সার্চ সম্পর্কে নিচে বর্ণনা করা হল।
গুগল সার্চ সাজেশন:
বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেরা ১০টি ওয়েবসাইট গবেষণার এ পর্বে আমরা গুগল সার্চ বক্স এ বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে কি সাজেশন দেখায় তা থেকে সংশ্লিষ্ঠ কনটেন্ট গুলোর মান যাচাইয়ের জন্য সিলেক্ট করেছি। আমরা গুগল কিওয়ার্ড রিসার্চে যে সকল কিওয়ার্ড পেয়েছি তার তালিকা নিচে দেওয়া হল-
প্রথম আলো শিক্ষা-০১
এনটিভি এডুকেশন: (www.ntvbd.com/education)
যুক্তরাস্ট্র, ভারত, কানাডা, মালয়েশিয়া, জাপান, তুরুস্ক, চায়নাসহ পৃথিবীর বিভিন্নদেশে উচ্চশিক্ষার বিষয় নেয়ে অনেক লেখা প্রকাশিত হয়েছে এই
ওয়েবসাইটে।
বিবিসি বাংলা ওয়েবসাইট-০২
ক্যাম্পাস টু ক্যারিয়ার (www.campus2career24.com)
শিক্ষার্থীদের জন্য স্পেশাল একটি অনলাইন পোর্টালের নাম ক্যাম্পাস টু ক্যারিয়ার (campus2career24.com)। শিক্ষার্থীদের জন্য এটি এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম , যা তরুণদের পড়াশোনা, ক্যাম্পাসের খবর ও ক্যারিয়ারের পরামর্শ সহ বিভিন্ন তথ্য সরবরাহ করে।
Shadow (www.shadow.com.bd)
বাংলাদেশের একটি শিক্ষার্থীবান্ধব অনলাইন নিউজ পোর্টাল যার লক্ষ্য সম্ভাবনাময় তরুণ সমাজের মাঝে ইতিবাচকতা ছড়িয়ে দেয়া।
এ ওয়েবসাইটে স্কলারশিপ নামে একটি ক্যাটাগরি রয়েছে। যার আন্ডারে উচ্চশিক্ষা ও উপবৃত্তি দুইটি সাব ক্যাটাগরি রয়েছে।
ডেইলি ক্যাম্পাস (thedailycampus.com)
এটি Education Scholarship ও চাকরি বিষয়ে খবর প্রকাশ করে। স্কলারশিপ নামে আলাদা একটি ক্যাটাগরি আছে।
স্টাডি স্পাইসি (https://studyspice.com)
পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে খুব সুন্দর করে রেফারেন্স সহ ভর্তি ও স্কলারশিপ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
খোলা বাক্স (https://www.kholabakso.com)
বংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিদেশে স্কলারশিপের তথ্য প্রদান করে। খোলা বাক্সের লক্ষ্য বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্কলারশিপের তথ্য পৌঁছে দেওয়া। বাংলাদেশ থেকে বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়াদের সঠিক তথ্যের অভাব। তথ্যকে আরো সহজলভ্য করার লক্ষ্যে আমরা শুধু সেসব স্কলারশিপগুলোর আপডেট দিয়ে থাকে খোলা বাক্স।
তুরুস্কে স্কলারশিপ:
তুরস্কের সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপের নাম তুর্কি বুর্সলারি স্কলারশিপ । তুরস্ক সরকার প্রতি বছর সারা বিশ্বের পাঁচ হাজার শিক্ষার্থীকে ফুল ফান্ডেড স্কলারশিপ তুরস্ক সরকার স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অধ্যয়নের জন্য ফুল-ফ্রি স্কলারশিপের ঘোষণা করেছে। বাংলাদেশ থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী সহ বিশ্বের প্রায় ১৫০ টি দেশের ৫ হাজার শিক্ষার্থীকে এই স্কলারশিপ দিয়ে থাকে।
১ম: বিদেশে উচ্চশিক্ষা pdf
২য়: বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা তথ্য
৩য়: বিদেশে উচ্চশিক্ষা কেন করব
৪র্থ: বিদেশে উচ্চশিক্ষা প্রথম আলো
৫ম: বিদেশে উচ্চশিক্ষা
৬ষ্ঠ: বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ ২০২৪
৭ম: বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ ২০২৪
৮ম: বিদেশে উচ্চশিক্ষা বৃত্তি
ট্যাগ: বিদেশে উচ্চশিক্ষা, বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা তথ্য, বিদেশে উচ্চশিক্ষা কেন করব, বিদেশে উচ্চশিক্ষা, বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ ২০২১, বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ ২০২১, বিদেশে উচ্চশিক্ষা বৃত্তি, বিদেশে উচ্চশিক্ষা প্রথম আলো, বিদেশে উচ্চশিক্ষার যোগ্যতা, এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা।বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক যেকোনো প্রয়োজনে-
যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।