ওয়েব ডিজাইন শেখার বই পিডিএফ

ওয়েব ডিজাইন শেখার বই pdf

আজকের বিশ্বকে ডিজিটাল দুনিয়া বলা হয়। যেখানে আপনার প্রতিটি কার্যক্রমই ডিজিটালভাবে উপস্থাপিত হয়। যেমন কোন পণ্য,
ব্যবসা স্থাপনা, অথবা কোন খবর বা তথ্য যাই হোক না কেন তা ওয়েবসাইটে দেয়া হয়। আর তাই ওয়েব ডিজাইনং শেখা খুবই
গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটকে সুন্দরভাবে উপস্থাপন করলে তা আরো পাঠকপ্রিয় হয়। এতে প্রচারণায় বেশ ভালো অবস্থানে থাকা
যায়। আর তাই আজকে আমরা জানাব কিভাবে আপনি ওয়েব ডিজাইন শেখার বই pdf থেকে ডিজাইন শিখতে পারবেন। আর
তার প্রয়োগ করবেন।

কি কি লাগে ওয়েব ডিজাইন শিখতে?

আপনি যদি ওয়েব ডিজাইন ভালো করে শিখতে চান তবে অবশ্যই আপনাকে কোডিং সম্পর্কে জানতে হবে বিস্তারিত। কারন
কোডিং ছাড়া ভালো ওয়েব ডিজাইন করতে পারবেন না। আর তাই কোডিং নিয়ে জানতে হলে আপনাকে ধৈর্য নিয়ে জানতে
হবে এইচটিএমএল, সিএসএস, জাভা, পিএইচপি, লাভারেল ইত্যাদি নিয়ে। এছাড়াও ওয়ার্ডপ্রেস টিউটোরিল নিয়ে জানতে
হবে। কারন ওয়েবসাইট এর মধ্যে জনপ্রিয় সাইট হল ওয়ার্ড প্রেস। এছাড়া আছে উকমার্স সাইট, স্পটিফাই, ইত্যাদি।

কিভাবে ওয়েব ডিজাইন শিখব?

বিভিন্ন মাধ্যমে ওয়েব ডিজাইন শেখা যায়। যেমন আপনি কোন প্রফেশনাল প্রতিষ্ঠানের মাধ্যমে জানতে পারবেন এই নিয়ে।
তবে তাতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। কারন তারা শুধুমাত্র ১ ঘন্টার জন্য আপনাকে শিখাবে, আর বাকি সময়
আপনাকে তার প্র্যাক্টিস করতে হবে। এছাড়াও অনলাইনে বিভিন্ন সোর্স আছে যারা ফ্রি তে আপনাকে সব তথ্য দিবে এই
সংক্রান্ত। আর আপনার ডিজাইন নিয়ে উৎসাহ থাকলে আপনি খুব ভালো করে রপ্ত করতে পারবেন তা থেকে। তবে
সবচেয়ে ভালো হয় কাজ শেখার আগে তা নিয়ে স্পষ্ট ধারনা নেয়া বই থেকে। কারন যদি আপনি জেনে তারপর কাজ
শিখেন তবে তা সুন্দর করে জানতে ও বুঝতে পারবেন। আসুন জেনে নেই তেমন কয়েকটি ওয়েব ডিজাইন
শেখার বই pdf সম্পর্কে।

১। এইটিএমএল ৫ বাংলা পিডিএফ বই(HTML 5)

একটি ওয়েবসাইটের মূল স্ট্রাকচার হল এইচটিএমএল। যার মাধ্যমে আপনি ওয়েবসাইট সাজাতে পারেন অনায়াসে। আর
এই এইটিএমএল এর সর্বশেষ ভার্সন হল এইচটিএমএল ৫। প্রাথমিক ভাবে এটি শিখে আপনি ওয়েব ডিজাইন করতে
পারবেন। যেমনঃ

<!DOCTYPE html>
<html>
<body>

<h1>My First Heading</h1>

<p>My first paragraph.</p>

</body>
</html>

এখানে কিভাবে html দিয়ে লিখতে হবে তার একটি কাঠামো দেয়া হয়েছে। আর এমন সব খুঁটিনাটি নিয়ে আপনি ধারনা লাভ
করতে হলে আপনাকে সহায়ক রুপে বই বা পিডিএফ সাহায্য করবে। আর এইচটিএমএল ৫ পিডিএফ ফাইল নিতে ক্লিক
করুন ডাউনলোড অপশনে।

২। সিএসএস বাংলা ওয়েব ডিজাইন শেখার বই(CSS)

এইচটিএমএল যদি হয় ওয়েবসাইট এর মূল কোড তবে সিএসএস হল তার পরিপূর্ণ অলংকার। যার মাধ্যমে আরো আকর্ষনীয়
রুপে ওয়েবসাইট ফুটে উঠে। সিএসএস এর পূর্ণ রুপ হল Cascading Style Sheets। এর মাধ্যমে আপনি কালার এড করতে
পারবেন। এছাড়া আরো পারবেন লেখাকে সেন্টারে নেয়া বা লেন্থ , ওয়াইড ইত্যাদি ঠিক করা। যা সাইটকে আরো গ্রাহকে
আকর্ষিত করবে পড়তে বা দেখতে। আর তাই সিএসএস নিয়ে আরও জানতে ডাউনলোড করুন সিএসএস পিডিএফ বই

৩। জাভা স্ক্রিপ্ট বাংলা পিডিএফ

আপনি যদি ক্যারিয়ার হিসেবে ওয়েব ডিজাইন ও ডেভেলাপমেন্টকে বেছে নেন তবে অবশ্যই আপনাকে জাভা স্ক্রিপ্ট
ল্যাংগুয়েজ শিখতে হবে। কারন কোডিং এর দুনিয়ায় এর অবদান অনস্বীকার্য। আর তাই ডিজাইন ডেভেলাপমেন্ট এর
বাংলা বই পড়ে আপনি একটি প্রাথমিক ধারনা পাবেন। যার ফলে যখন আপনি শিখতে অথবা প্রয়োগ করতে যাবেন
তখন তা আপনার জন্য সহজবোধ্য হবে। কারন আপনার ওয়েবসাইটের সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে সঠিকভাবে
জাভা স্ক্রিপ্টের ব্যবহারে উপর। আর তাই বাংলা ভাষায় সহজভাবে শিখে আজই ডাউনলোড করুন:
জাভাস্ক্রিপ্ট বাংলা পিডিএফ বই

৪। পিএইপি বাংলা পিডিএফ বই

সবচেয়ে সহজ সার্ভার সাইট ল্যাংগুয়েজ হল পিএইপি। আপনার ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলাপমেন্ট এর জন্য আর
তাকে ডায়ানামিক রুপ দেয়ার জন্য অবশ্যই পিএইপি ল্যাংগুয়েজ জানা অত্যাবশক। পিএইপি নিয়ে ইংরেজি ভাষায়
অনেক বই থাকলেও বাংলায় তা অপ্রতুল। আর তার জন্য মোহাম্মদ মিজানুর রহমানের পিএইপি সংক্রান্ত বই খুবই
কার্যকরী বই। যা পড়ে আপনি ভালোভাবে এই নিয়ে ধারনা লাভ করতে পারবেন। আর যদি পিএইপি ডেভেলাপার
আর হতে চান, তবে এই বই আপনাকে বেশ ভালো ধারনা দিবে। এখুনই ডাউনলোড করুন পিএইপি বাংলা পিডিএফ বই।

৫। ওয়ার্ডপ্রেস বাংলা পিডিএফ বই

অনলাইনে ব্লগিং সাইটে সবথেকে জনপ্রিয় সাইট হল ওয়ার্ডপ্রেস। সবচেয়ে লোকপ্রিয় কন্টেন্ট সাইট ও ব্লগ সাইট বললে
সবাই এক নামে ওয়ার্ডপ্রসের নাম বলবে। প্রাথমিক ধারনা লাভের জন্য আপনি ইউটিউব বা অন্য কোন মাধ্যমে এই নিয়ে
জানতে পারেন। তবে প্রয়োগের জন্য আপনি যদি পড়ে নেন আগে তবে বেশ উপকার হবে। কারন পড়লে আপনি এর
বিস্তারিত ধারনা পাবেন। আর তার ফলে ওয়েব সাইট তৈরিতে আপনি সফলতা লাভ করবেন নিমিষেই। যারা উপরোক্ত
সব ল্যাংগুইয়েজ বা ভাষা নিয়ে জেনেছে তারা এই সাইট তৈরি নিয়ে পড়ে আজই গড়ে তুলুন নিজের ওয়েবসাইট। আরো
বিস্তারিত পড়তে ডাউনলোড করুন মোঃ মিজানুর রহমানের ওয়ার্ডপ্রেস বাংলা পিডিএফ বই

৬। বুটস্ট্রেপ পিডিএফ বই

আধুনিক এইচটিএমএল এলিমেন্ট স্টাইলের সবচেয়ে সমাদৃত ডিজাইন হল বুটস্ট্রেপ। অন্যান্য অনেক ডিজাইন থাকলেও
এটি ডেভেলাপারদের কাছে খুবই পছন্দের। কারন এর মাধ্যমে সহজেই শিখা যায় গ্রিড সিস্টেম, বাটন, রি-কল থেকে শুরু
করে টাইপোগ্রাফি পর্যন্ত। এছাড়াও জাভাস্ক্রিপ্টের প্লাগইন সাপোর্ট সিস্টেম থাকায় এটি ব্যবহার সহজতর ও গ্রহনযোগ্য।
আধুনিক ওয়েবসাইটে বুটস্ট্রেপ এর ভূমিকা অনস্বীকার্য। আর তাই জলদি শিখে নিন আর তার আগে পড়ুনঃ
বুটস্ট্রেপ পিডিএফ বই

ওয়েব ডিজাইন জানা আমাদের জন্য এখন জরুরী। কারন সব কাজ ডিজিটালাইড হওয়ার কারনে এর ব্যবহার দিন দিন
বৃদ্ধি পাচ্ছে। আর তাই আমাদের আগে বই পড়ে শিখতে হবে খুঁটিনাটি সব। আর তারপরে সঠিকভাবে প্রয়োগেই তৈরি
হবে আকর্ষনীয় ওয়েব সাইট। আরো জানতে পড়ুনঃ ১। গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর ব্যবহার

সবার আগে সর্বশেষ তথ্য পেতে চোখ রাখুন সেবারু ওয়েবসাইটে। আর আপনার মুল্যবান মতামত জানতে পারেন
আমাদের কমেন্ট বক্সে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *