ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট

সেরা ৮টি ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট

আপনি ইন্টারনেট ব্রাউজ করলেই দেখতে পাবেন হাজার হাজার ওয়েবসাইট। শিক্ষা, ব্যবসা বা তথ্যের জন্য সবাই এখন ওয়েবসাইটের
উপর নির্ভরশীল। আপনি যদি ওয়েব ডিজাইন শেখার উপায় চেষ্টা করেন ,তবে তাদের উদ্দেশ্যেই আজকের এই লিখাটি, যেন তারা
খুব সহজেই শিখতে ও জানতে পারে ফ্রিতে ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট গুলোকে।

ফ্রি ওয়েবসাইট ওয়েব ডিজাইন শেখার

ওয়েব ডিজাইন কোর্সের মূল্য অনেক। আর তাই শুরুতেই অনেকে শিখতে চাইলেও অর্থ সংকটের জন্য আগ্রহ হারিয়ে ফেলে। আর
তাই আমরা খুঁজে বের করছে ৮টি ফ্রি ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট। যেখানে প্রাথমিক থেকে এক্সপার্ট লেভেলের সবার জন্য
আছে শেখার নানা টিউটোরিয়াল। শেখার ও জানার যার আগ্রহ আছে, তারা অনায়াসে আয়ত্ত করতে পারবে এই সকল সাইট থেকে
ওয়েব ডিজাইন শেখার উপায়গুলো।

১। W3 Schools ( ডাব্লিও থ্রি স্কুল)

সবচেয়ে বড় আর লোকপ্রিয় ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট হল ডাব্লিও থ্রি স্কুল। এখানে যাদের কোন প্রাথমিক জ্ঞাণ নেই ওয়েব
ডিজাইন সম্পর্কে তারা থেকে বিশেষজ্ঞ বা অভিজ্ঞরাও শিখতে পারবেন। এইখানে আছে ৬ টি কোর্স ও ৮ টি টিউটোরিয়াল এক্সএমএল সম্পর্কে। এছাড়া ৬ টি কোর্সে আছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, প্রোগ্রামিং, সার্ভার সাইট, ডাটা এনালাইটিক্স ও ওয়েববিল্ডিং।
যা থেকে আপনি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি শিখে ফেলতে পারবেন নিজেই। ধৈর্য নিয়ে শিখে এখানে আবার প্র্যাক্টিস করতে পারবেন।
আর এর ফলে আপনার কাজের গতি বাড়বে।

আর কাজ শেষে প্র্যাক্টিসের সুযোগ আর এক্সাম আপনাকে দক্ষ হতে সাহায্য করবে। আর এই সাইটের সার্টিফিকেটের মূল্য অনেক।
কারন এরা প্রতি নিয়ত তথ্য সংযোজন করে। আর শেখার মাধ্যম খুব সাবলীল হওয়ায় যেকেউ ঘরে বসে শিখতে পারবে। প্রতিটি
কোর্সে আলাদা সার্টিফিকেট তারা প্রদান করে। তাই প্রয়োজন অনুযায়ী শিক্ষা গ্রহন করে শিখুন ওয়েবসাইট ডিজাইন।

২। Code School (কোড স্কুল)

এই ওয়েবসাইটি মূলট যারা কোড শিখতে আগ্রহী তাদের জন্য। কোডিং যেকোন ওয়েব ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি
যদি এই সেক্টরে সফল হতে চান তবে কোডিং জানা অত্যাবশ্যক আপনার জন্য। আর এখানে পাইথন শেখানো হয়। যা খুবই
কার্যকর ওয়েবসাইট তৈরির জন্য। এখানে ইমেইল দিয়ে একাউন্ট খুলে তাদের সেবা নেয়া যাবে। এখানে মোট ৮ টি আর কোর্স
আছে। আপনি যদি কোডিং নিয়ে আগ্রহী হন ওয়েব সাইট তৈরি ও দিজাইনের জন্য তবে এখানে সাবলীলভাবে শিখতে পারবেন।

৩। Dash General Assembly(ড্যাস জেনারাল এস্যাম্বলি)

এইচটিএমএল ৫, সিএসএস ৩, জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি ভালো করে কোন ওয়েবসাইট নির্মাণ করতে পারবেন না। আর তাই ড্যাস
জেনারাল এস্যাম্বলি নিয়ে এল ওয়েব ডিজাইন শেখার উপায় সমূহ। ই কমার্স সাইট তৈরিতে এই ওয়েব সাইট কাজ করে না। গল্প
ভিত্তিক অনুশীলন এই ওয়েবসাইটের মূল আকর্ষন। যার ফলে একজন গ্রহীতা মজার ছলে ভালো ভাবে শিক্ষা গ্রহণ করতে পারে।
মোট ২১ টি পাঠ দ্বারা এই ওয়েবসাইট গঠিত। যা থেকে হাসি মজার ছলে কঠিন সব পাঠ সহজেই শিখতে পারবেন।

৪। Don’t fear the internet( ডোন্ট ফিয়ার দ্যা ইন্টারনেট)

আপনি কি একজন নন ওয়েব সাইট ডিজাইনার? ওয়েব ডিজাইনিং নিয়ে কিছুই জানেন না? তবে আপনার জন্য এই সাইটি। যা
থেকে আপনি শিখতে পারবেন ওয়েব ডিজাইনের খুঁটিনাটি নিয়ে। এখানে কিছু শর্ট টিউটোরিয়াল আছে। যা থেকে আপনি ধারনা
পাবেন কিভাবে এইচটিএমএল, সিএসএস ও পিএইপি কে মেনুপুলেইট বা অদল-বদল কইয়ে সহজভাবে ওয়েবসাইট তৈরি সম্ভব।
শর্ট এই ভিডিও গুলো টিপস ও ট্রিক্সে ভরপুর।

যারা ওয়েব ডিজাইন এর উপায় খুঁজছেন সহজ ভাবে করার জন্য তাদের জন্য এই ওয়েবসাইট যথোপযুক্ত। তাই আজই মেইল
দিয়ে একাউন্ট খুলে শুরু করুন শেখা।

৫। Alison Web development(এলিসন ওয়েব ডেভেলাপমেন্ট)

এই ফ্রি ওয়েবসাইটে আপনি জানতে পারবেন কিভাবে রেসপনসিভ ,পারফরমেন্স অফ ওয়েব পেইজ, ও ওয়েব এপ্লিকেশন সম্পর্কে।
যে কোন লেভেলের শিক্ষার্থী যারা এইচটিএমএল, সিএসএস, জাভা ও এডভান্স লেভেলের জাভা শিখতে চান তারা এই ওয়েবসাইট
থেকে শিখতে পারবেন। এখানে আপনি বিগিনার থেকে ডিপ্লোমা লেভেলের সার্টিফিকেট অর্জন করতে পারবেন।

৯ টি মেজর কোর্স বা বিভাগ আছে এই সাইটে। আর তাই আপনি ধীর স্থির ভাবে সময় নিয়ে শেষ করতে পারবেন এই বিভাগ
গুলো। আর হতে পারবেন একজন দক্ষ ওয়েব ডিজাইনার।

৬। Web making 101(ওয়েব মেকিং ১০১)

ওয়েব মেকিং ১০১ সাইট থেকে আপনি জানতে পারবেন কিভাবে ওয়েব সাইট তৈরি করবেন এইচটিএমএল, সিএসএস, জাভা
দিয়ে। এছাড়া কিভাবে সহজ পদ্ধতিতে বানাবেন ওয়ার্ডপ্রেস তাও জানতে পারবেন। তারা সব কিছু ইন ডিটেইলসে দিয়েছে।
যাতে বিগিনারদের বুঝতে সুবিধা হয়। এবং ভিডিও দেখে তারা পরিষ্কার জানতে পারবে সব কিছু নিয়ে।

ইন্ড্রাস্ট্রি লিডার ও প্রফেশনালদের দ্বারা গঠিত এই সাইটে আপনি আরো জানবেন ইলাস্ট্রেশন, ফটগ্রাফি ও অন্যান্য বিষয় নিয়ে।
তাই শুরু করতে পারেন আপনার শিক্ষা শর্ট এই ভিডিও দেখে। আর গড়ে নিতে পারেন আপনার ক্যারিয়ার।

৭। Shikhun.net(শিখুন ডট নেট)

শিখুন ডট নেট একটি বাংলা ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট। এখানে আপনি পাবেন অসংখ্য টিউটোরিয়াল বিগিনার
থেকে প্রফেশনালদের জন্য। এটি জনপ্রিয় বাংলা সাইট যা আমাদের সব শিক্ষানুরাগীদের জন্য সম্পূর্ণ ফ্রি।এখানে আছে
ওয়েব ডিজাইন ডেভেলাপমেন্ট থেকে শুরু করে, পিএইপি থেকে এইচটিএমএল এ রুপান্ত সহ এলিমেন্টর পেইজ বিল্ডিং থেকে,
উ-কমার্স থিম ডেভেলাপমেন্ট। এছাড়াও সাইট তৈরির সমস্ত কিছু শিখতে পারবেন এইখানে।

বাংলাতে এরচেয়ে সহজবোধ্য আর কোন ওয়েব ডিজাইন শেখার উপায় নেই। কারন সব গুলো জনপ্রিয় সাইট ইংরেজিতে।
তাই দেরি না করে আজই এনরোল করে শিখে ফেলুন ওয়েব ডিজাইনিং।

৮। Acquent Gymnasium(একুয়্যান্ট জিমনেশিয়াম)

আপনার যদি ওয়েবসাইট ডিজাইন নিয়ে বেসিক ধারণা থাকে, তবে একুয়্যান্ট জিমনেশিয়াম ওয়েবসাইটটি আপনার জন্যই।
এখানে আপনি বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন এডভান্স লেভেলের কাজ। যা আপনার ক্যারিয়ারকে দিবে সফলতা।
তাদের ফিচার কোর্সগুলো হলঃ

  • ডিজাইন সিস্টেম ফর এভরিওয়ান
  • ডিজাইনার
  • ডেভেলাপারস
  • প্রোডাক্ট ম্যানেজার

৩ থেকে ৬ ঘন্টার ভিডিও ইনস্ট্রাকশন, অপশনাল কুইজ, এসাইনমেন্ট ও এক্সামের মাধ্যমে তৈরি তাদের কোর্স মডিউল।
একেবারে প্রফেশনাল পদ্ধতিতে গঠিত তাদের কোর্স সমূহ। যেখানে আপনি ইউএক্স ফান্ডামেন্টাল ও জেকিউরি বিল্ডিং
ব্লক্স ও শেখানো হয়। প্রায় ৫০ এর অধিক কোর্স আছে। আর তাই ভালো করে ওয়েব ডিজাইন শেখার জন্য সময় নিয়ে
লেগে পড়ুন।

এছাড়াও আপনি যদি আরও জানতে চান এই নিয়ে তবে আমাদের আর্টিকেল ই-কমার্স ব্যবসা সহায়ক বিজনেস প্রপোজাল টেম্পলেট
নিয়ে পড়ুন। আর আপনার মুল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে দিন। সাথে থাকুন সেবারুর , কারন সবার আগে সর্বশেষ তথ্য
নিয়ে আমরা আছি আপনার সাথে সবর্ক্ষণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *