সেবারু (Shebaru) পরিচিতি

নিত্যদিনের মানুষের নানা সমস্যা সমাধানের প্রত্যয় নিয়ে ‍১ আগস্ট ২০১৯ করনাকালীন সময়ে যাত্রা শুরু করে সেবারু ডট কম (shebaru.com)।
জীবন চলার পথে প্রতিটি মানুষ নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। সমস্যার পাহাড় অতিক্রম করার জন অন্যের সহযোগিতার প্রয়োজন হয়।
জীবন একটি দলগত খেলা, যেখানে একাকী তার কোন অস্তিত্ব নেই। আশপাশের সবকিছু এবং সবাইকে নিয়েই জীবন।
সেবারু ডট কম মূলত সহযোগিতার ডিজিটাল মাধ্যম। যা আপনার চাওয়াকে আরও শক্তিশালী, সুদৃঢ় ও মজবুত করবে।

সেবারু কী?

শিক্ষা, স্বাস্থ্য, ভিসা, প্রযুক্তি, ইনকাম ট্যাক্স, ইত্যাদি সহায়তা মানুষের মাঝে পোঁছে দেওয়ার লক্ষেই প্রতিষ্ঠিত হয় সেবারু ।
সেবারু ডট কম মূলত সহযোগিতার  ডিজিটাল মাধ্যম। মানুষের মৌলিক চাহিদা অর্থাৎ- অন্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান।
এ সকল মৌলিক চাহিদা পূরণ করার সহায়ক ভূমিকা পালন করতে সেবারুর পথচলা।

সেবারুর পথচলা শুরু যেভাবে

সেবারু (Shebaru) এর পরিচয় শুরু মূলত ২০০৬ সালে বাংলা সেভেন ডট কম নামে। দীর্ঘ ১৪ বছর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সময় পার করেছে বর্তমানের সেবারু ডট কম। সোসাল ব্যবসার মাধ্যমে মানবিক উন্নয়নের লক্ষে শুরু হয় এ প্রতিষ্ঠানের যাত্রা। আমরা সবসময় টেষ্টা করছি ভালোকিছূ কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার করতে।

সম্প্রতি সেবারু ডট কম চালু করেছে সেবারু হেল্পপলাইন বিস্তারিত এখানে: https://shebaru.com/shebaru-helpline/

শিক্ষা কার্যক্রম :

শিক্ষাদান : জীবনে প্রকৃত শিক্ষা বিস্তারের লক্ষ্যে শিক্ষা প্রি-স্কুল সহ সুবিধা বঞ্চিতদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও শিক্ষার মান উন্নয়নে গবেষণা প্রকল্প গ্রহণ।
বিদেশে উচ্চশিক্ষা সহায়তা ও স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া। ভাষা শিক্ষা প্রকল্প গ্রহণ।

হেল্থকেয়ার সেবাসমূহ

EPI স্বাস্থ্যসেবা : মা ও শিশু এবং ১০ থেকে ১৯ বয়সী কিশোর কিশোরীদের টিকাদান/ভেকসিন কার্যক্রম পরিচালনা করা হয়

চিকিৎসা ও পরামর্শ: নবদম্পতি, গর্ভবতী মহিলা এবং ১০ থেকে ১৯ বয়সী কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়

ফ্রি ফ্রাইডে ক্লিনিক: প্রতি শুক্রবার দিনব্যাপী গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ব্লাড ব্যাঙ্ক : রক্তদান কার্যক্রম যার মাধ্যমে জরুরী অবস্থায় মুমূর্ষু রোগীদের জন্য প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করা হয়

পাশে আছি সবসময়:

সরাসরি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের সমস্যার কথা দেশবাসির কাছে তুলে ধরতে পারেন সেবারু ভেরিফাইড সহায়তা প্রার্থীগণ।
নিজ ফান্ডে সহযোগিতা তোলার সহায়কের ভূমিকা পালন করে সেবারু।

বেকারত্ব দূরীকরণ কার্যক্রম

shebaru.com এর উদ্যোগে এই বেকার সমস্যার সমাধান বা কমানোর জন্য বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বেকারদের মধ্যে অনুদান প্রদান, ঋণদান, ড্রাইভিং, ব্লক বাটিক ও বিউটিশিয়ান ইত্যাদি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

shebaru.com একটি কার্যকরী উদ্যোগ হল গ্রামীণ পর্যায় থেকে খাঁটি পণ্যগুলো সংগ্রহ করে থাকে। এবং দেশ ও দেশের বাহিরে
ই-কমার্স এর মাধ্যমে পণ্য বিক্রয় করে আসছে।

এছাড়াও উদ্যেক্তা তৈরির জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণসহ নানা রকম অর্থনৈতিক মুক্তির মডেল প্রকল্প হাতে নিয়েছে সেবারু ডটকম

ইসলামিক মাইক্রোফাইন্যান্স ও কর্জে হাসানা :

দারিদ্র দূরিকরণে ইসলামিক মাইক্রোফাইন্যান্স ও কর্জে হাসানা চালু করার প্রচেষ্টা করে যাচ্ছে সেবারু।

অন্যান্য কার্যক্রম

দেশে বিদেশে উচ্চশিক্ষা ভ্রমণ কেনাকাটা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে সেবারু। এডুকেশন কনসালটেন্সির পাশাপাশি এডুকেশন ট্যুরিজম ও স্বাস্থ্য ট্যুরিজম নিয়ে নানা ধরনের সেবা চালু করেছে এ প্রতিষ্ঠানটি। নিরাপদ কনজিউমার প্রোডাক্ট সরবরাহ নিশ্চিত করার প্রচেষ্টা ও বাদ রাখেনি সেবারু ডট কম।

স্বেচ্ছাসেবক হয়ে উঠুন:

তোমার পরিচিতজনেরাই তোমাকে পথ খুজে পেতে সাহায্য করবে। তোমার নেটওয়ার্ক যত শক্তিশালী হবে, তুমি তত বেশি তথ্য পাবে। তোমার শুভাকাঙ্খীরাই তোমাকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে এমনভাবে সাহায্য করবে, যা তুমি চিন্তাও করো নি। মানুষের সঙ্গে তোমার সম্পর্ক কেমন, সেটা তোমার সফল হওয়ার পেছনে অকল্পনীয় ভূমিকা রাখে। আসলে একটি শক্তিশালী নেটওর্য়াক একটা মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ে। যাদের সঙ্গে তোমার সুসম্পর্ক তারা এবং তাদের পরিচিত মানুষেরা সবাই এক অদৃশ্য সুতায় জড়িয়ে আছে। অনেক অবশ্যম্ভাবী ব্যর্থতা আর দুর্যোগকে তুমি এড়িয়ে যেতে পারো। অনেক নতুন সম্ভাবনাও খুঁজে বের করতে পারো। শুধু তোমাকে একটি শক্তিশালী নেটওর্য়াক গড়ে তুলতে হবে।

অনুদান করুন

আমাদের কার্যক্রমের মাধ্যমে কুস্কার, বেকারত্ব ও দারিদ্র্যে বিমোচনের জন্য আমাদের মিশনে অবদান রাখুন।

অংশীদার হোন

অংশীদার হয়ে আমাদের সাথে যোগদান করুন এবং আসুন আমরা সুখি ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন প্লিজ।

কারা আছেন সেবারুর সাথে?

বাংলাদেশ আমাদের স্বপ্নের দেশ। এ দেশকে সাজাতে হলে এমন প্রতিশ্রূতিশীল মানুষের প্রয়োজন যারা স্বপ্ন দেখেন। যাদের আছে আকাশ ছোঁয়া আত্ম বিশ্বাস। যারা সৃষ্টিশীলতায় উদ্দীপ্ত। এমন একদল স্বপ্নবাজ স্বেচ্ছাসেবী তরুনদের মাধ্যমে পরিচালিত হয় সেবারু ডট কম । যাদের পৃষ্টপোষকতায় আছেন পাহাড়ের মত উঁচু আর সমুদ্রের মতো বিশাল হৃদয়ের একদল পৃষ্টপোষক।

আশা করি সেবারু ডট কম সম্পর্কে বিস্তারিত জেনেছেন। https://shebaru.com/ সাথে থাকার জন্য ধন্যবাদ।