রবীন্দ্র নাথ ঠাকুর জন্মদিবসে

রবীন্দ্র নাথ ঠাকুর এর জন্ম কবে?

“মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না “। হৃদয়গ্রাহী এই লাইনের মাধ্যমে বিশ্ব কবি রবীন্দ্র নাথ
ঠাকুর তার আবেগ ও অনুভূতির যে অব্যক্ত ভাব প্রকাশ করেছেন তাতেই বুঝা যায় কত উঁচু দরের শিল্পী
তিনি। আর তাই তার জন্ম বার্ষিকি ঘিরে পালিত হত রবীন্দ্র জয়ন্তী ২৫ বৈশাখ। কারন তিনি বাংলা
১২৬৮ সনের ২৫ বৈশাখে কোলকাতার জোড়াসাঁকো পরিবারে জন্মগ্রহন করেন। আর শিল্প ও সাহিত্যে
তার অবদান অবিস্মরণীয়।

রবীন্দ্র নাথ ঠাকুর এর জন্মবার্ষিকী ২০২২

আজ ২৫ শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী (Rabindranath Jayanti 2022) । ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে ভারতের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ (Rabindranath Tagore)।

রবীন্দ্র নাথ ঠাকুর এর জন্ম ও মৃত্যু:

রবীন্দ্র নাথ ঠাকুর ৭ মে ১৮৬১ ভারতের কোলকাতায় জন্ম গ্রহণ করেন। আর বাংলা সালের ২৫ বৈশাখ ১২৬৮ এ। মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১/২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ

কবে থেকে রবীন্দ্র জয়ন্তী উৎযাপন করা হয়?

রবীন্দ্র নাথ ঠাকুরের জীবিত অবস্থা থেকেই তার জন্মদিন উপলক্ষ্যে নানা আয়োজন করে সব শিল্প বোদ্ধা, শ্রোতা,
ও পাঠক মিলে। কারন তার সাহিত্য, কবিতা এত সমাদৃত ছিল যে, তিনি পুরো উপমহাদেশে অন্যন্য ব্যক্তিত্ব ছিলেন
তার কর্মের জন্য। এছাড়াও তিনি তার কাজের জন্য সাহিত্যে নোবেল ও বিশেষ পুরষ্কার রুপে নাইট পুরষ্কার লাভ
করেন। তাছাড়াও অন্যন্য সব সাহিত্য পুরষ্কারও তিনি অর্জন করেন।

আর তাই তার এই সব অমর কৃতী যেন যুগে যুগে মানুষ জানতে ও চর্চা করতে পারে, সেই উদ্যোগে পালিত হয়
রবীন্দ্র জয়ন্তী ২৫ বৈশাখ। কারন শিল্পীর মৃত্যু হয়। কিন্তু শিল্পের কোন মৃত্যু নেই। তা এক যুগ থেকে অন্য যুগে
রয়ে যায় তার চর্চার উপর। আর তার ফলে আজ থেকে প্রায় একশ বছর আগে থেকেই পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী।

কিভাবে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী ২৫ বৈশাখ?

বিশ্ব কবি ও সাহিত্যিক রবীন্দ্র নাথ ঠাকুর

আমাদের জাতীয় ও বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মদিনে কোলকাতায় ও বাংলাদেশে নানা উৎসবের আয়োজন
করা হয়। সভা, সেমিনার, র‍্যালী, নাচ, গান, কবিতা আবৃতি, সহ তার সকল সাহিত্যের নানা আলোচনা ও মত বিনিময়
হয় এই রবীন্দ্র জয়ন্তী ২৫ বৈশাখ পালন করে শিল্প প্রেমিক মানুষেরা। কোলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে তার বাসস্থান
জোড়াসাঁকো, রবীন্দ্র সদন, ও শান্তিনিকেতনে আয়োজিত হয় নানা কর্মসূচী। এই দিনে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি পালিত
হয়। যাতে মানুষ কবিকে তার জন্মদিন উপলক্ষ্যে শ্রদ্ধা ভরে স্মরণ ও তার শিল্প চর্চা ও তার কথা জানতে পারে।

এছাড়া বাংলাদেশেও নানা শিল্প গোষ্ঠি এই দিনে নাচ, গান, আবৃত্তি, সহ নানা সভা ও অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
বাংলা সাহিত্যে ও বাংলার জাতীয় সংগীত এ তার অবদান চিরস্মরণীয়। বাংলাদেশের শিলাইদহে তার অবস্থান কালে যে
অমর রচনা সৃষ্টি হয়েছে তাও স্মরণ করা হয় শ্রদ্ধা ভরে এই দিনে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান এই দিনকে ঘিরে। এছাড়া টিভি, পত্রিকা, সহ বিভিন্ন সোশ্যাল
প্ল্যাটফর্মে এই দিনকে উপলক্ষ করে নানা উৎসব, আয়োজন, সভা, সিমিনার, ও বার্তা দেয়া হয়। আর সেখানে তার লিখিত
সাহিত্য কর্ম ব্যবহার করা হয়।

২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তী সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস

আমাদের দেশের পত্র-পত্রিকা, ও অনলাইন এই কবি গুরু রবীন্দ্র নাথের জন্ম দিবস উপলক্ষ্যে বের করা হয় বিশেষ
কলাম। যেখানে তার রচিত সকল সাহিত্য নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আলোচনা করা হয় তার জীবন চর্চা নিয়ে।
এছাড়া টিভি ও রেডিও সহ অন্যান্য প্ল্যাটফর্মে এই দিনে প্রচারিত হয় নাটক, গান, নৃত্য, ও আলোচনা সভা। আর এই
দিন বাংলাদেশের জাতীয় দিবস সমূহের মধ্যে অত্যন্ত তাৎপর্য পূর্ণ দিন।

ফেসবুক স্ট্যাটাস

আজ ২৫ শে বৈশাখ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন উপলক্ষে সেবারু ডট কম এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

শুভ রবীন্দ্র জয়ন্তী ২০২২

“চিরনূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ”
-আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিবসে
বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।।

পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ এ তার টুইট বার্তায় জানান, “চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ… বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম। ওনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি।”

আর এভাবেই খুবই উৎসব মুখর পরিবেশে পালিত হয় আমাদের প্রাণের কবি রবীন্দ্র নাথ ঠাকুরের জন্ম দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *