Shebaru

মাশা ইউনিভার্সিটি মালয়েশিয়াতে স্কলারশিপসহ বাংলাদেশী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ

study in MAHSA University from Bangladesh

মাশা ইউনিভার্সিটি মালয়েশিয়াতে স্কলারশিপসহ বাংলাদেশী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ

মাশা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সম্পর্কে বলার আগে একটি কথা না বললেই নয় আর তা হচ্ছে, মাশা ইউনিভার্সিটি (MAHSA University) মালয়েশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় যারা মেডিকেল সম্পর্কিত অনেক কোর্স চালু করেছে। ২০০৫ সালে এ বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। হাটি হাটি করে বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে মাশা ইউনিভার্সিটিতে রয়েছে ৫৬ টি দেশের শিক্ষার্থী। যেখানে শুধু এশিয়া নয়, অস্ট্রেলিয়া, ইউকে, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী রয়েছে।
এই ইউনিভার্সিটি ৩০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপ সুবিধা প্রদান করছে।

♣ Global Prospective:
Masha University বিশ্বের কিছু সনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।

বিশ্ববিদ্যালয়টির অবস্থান:

মালয়েশিয়ার বন্দর সুজানা পুত্রায় (Bandar Saujana Putra, Jenjarom, Selangor, Malaysia) মাশা’র ৪৮ একর এলাকা জুড়ে সুবিস্তৃত ক্যাম্পাস। কুয়ালামপুর থেকে মাশা বিশ্ববিদ্যালয়ের দুরত্ব ৪৫.৪ কি.মি.।এটি কুয়ালামপুর থেকে দক্ষিণ দিকে অবস্থিত, সেলেঙ্গর স্টেটের মধ্যে পড়েছে। বাসে গেলে সময় লাগে প্রায় ৪৬ মিনিট।

পার্ট টাইম জব

MAHSA University যেহেতু কুয়ালামপুর স্টেটের বাইরে তাই এখানে পার্ট টাইম জবের সুযোগ কম।তবে যদি কেউ কস্ট করে ৪৬ মিনিট সময় ব্যয় করে কুয়ালামপুরে যায় তাহলে জবের সুযোগ পাওয়া যেতে পারে। মালয়েশিয়ায় পার্ট টাইম জব বিষয় যদিও কিছু বিধি নিয়েধ আছে। এ সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

বাংলাদেশী স্টুডেন্টদের জন্য ৩০%- ১০০% স্কলারশিপ সুযোগ

মাশা ইউনিভার্সিটি মালয়েশিয়ার অন্যতম একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। এটি মালয়েশিয়ার প্রথম ইউনিভার্সিটি যারা এমবিবিএস সহ মেডিকেল সম্পর্কিত অনেক কোর্স চালু করেছে। মালয়েশিয়ার বন্দর সুজানা পুত্রায় মাশা’র ৪৮ একর এলাকা জুড়ে সুবিস্তৃত ক্যাম্পাস নিয়ে মাশা ইউনিভার্সিটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাশা ইউনিভার্সিটিতে ৫৬ টি দেশের শিক্ষার্থ আছে, যেখানে শুধু এশিয়া নয়, অস্ট্রেলিয়া, ইউকে, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী রয়েছে।

ভর্তির যোগ্যতা

ফাউন্ডেশন: এস. এস. সি পাশ। বিজ্ঞানের জন্য গণিতসহ যে কোন দুইটি বিষয় বিজ্ঞান ও ইংলিশ থাকতে হবে।

ডিপ্লোমা: এস. এস. সি পাশ। আইইএলটিএস ৪.০-৫.০। বা এম.ও.আই।

ব্যাচেলর/অনার্স: এইচ. এস. সি পাশ। আইইএলটিএস ৫.০-৫.৫। বা এম.ও.আই।

মাস্টার্স: ব্যাচেলর ডিগ্রী। আইইএলটিএস ৫.০-৫.৫। বা এম.ও.আই।

পিএইচ.ডি.: গ্রাজুয়েট ডিগ্রী। আইইএলটিএস ৫.০-৫.৫। বা এম.ও.আই।

আবেদনের জন্য ডকুমেন্টস

যে কোন কোর্সে ভর্তির জন্য সাধারণত তার আগের ক্লাশের সার্টিফিকেট ও মার্কসিট লাগে। সেই সাথে পাসপোর্ট ও ছবি প্রয়োজন হয়।
নিচে একটি ডকুমেন্টস এর তালিকা দেওয়া হল। তবে সময় সময় এগুলো ভেরি করে বা আপডেট হয়।

  • সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশীট/ট্রান্সক্রিপ্ট।
  • এম.এস. ও পিএইচডি’র এর জন্য সিভি, মোটিভেশনাল লেটার ও রিকমেন্ডেশন লেটার।
  • পাসপোর্টের ইনফরমেশন পেজের ছবি/ কপি ও পাসপোর্ট সাইজের ছবি।
  • IELTS সার্টিফিকেটের কপি/ এম.ও.আই/ডুয়েলিঙ্গ প্রযোজ্য ক্ষেত্রে।

মালয়েশিয়াকে কেন শিক্ষার জন্য বেছে নিবেন?

লেখাপড়ার মান খুবই উন্নত, বিশ্বের সবদেশেই গ্রহণযোগ্য।
টিউশন ফি খুব কম, থাকা-খাওয়ার খরচ ও কম।
খুব দ্রুত ভর্তি ও ভিসা এবং কলেজ বা ইউনিভার্সিটি কর্তৃক ভিসা প্রসেস।
মালয়েশিয়া থেকেই UK, Australia, USA and Canada এর নামকরা প্রতিষ্ঠানে সার্টিফিকেট প্রাপ্তি বা সহজেই ঐ সব দেশে ক্রেডিট ট্রান্সফার করা যায়।

মালয়েশিয়াতে নিম্নে প্রদত্ত লেভেলগুলোতে স্টুডেন্টরা লেখাপড়ার জন্য যেতে পারবেঃ
Foundation / Pre University Program
Diploma
Bachelor
Masters
Ph.D

MAHSA University এ যেসকল সাবজেক্টট রয়েছে তা হল:-

Faculty of Medicine & Biomedical Sciences
Diploma in Medical Laboratory Technology
Bachelor of Medicine & Bachelor of Surgery (MBBS)
Bachelor of Biomedical Sciences (Hons)
Master of Medical Science (Anatomy)
Master of Science in Public Health

FACULTY OF Dentistry
Doctor of Dental Surgery
Diploma in Dental Technology
Certificate in Dental Surgery Assistants

FACULTY OF Health and Sports Sciences
Diploma in Physiotherapy
Bachelor of Medical Imaging (Hons)
Bachelor of Environmental Health & Safety (Hons)
Diploma in Medical Imaging
Diploma in Environmental Health

FACULTY OF Business, Finance and Hospitality
Diploma in Business Administration
Bachelor of Business Administration
Master of Business Administration
Master of Business Administration (Hospital Management)
Diploma in Accounting
Bachelor of Accounting
Bachelor of Oil and Gas Management (Hons)
Diploma in Entrepreneurship
Diploma in Human Resource Management

FACULTY OF Pharmacy
PhD in Pharmacy
Master in Pharmacy (by Research)
Bachelor of Pharmacy
Diploma in Pharmacy

FACULTY OF Nursing and Midwifery
Diploma in Nursing
Bachelor in Hospital Management
Bachelor of Science (Hons) Nursing
Master of Nursing
Bachelor of Science (Hons) Nursing (Post Registration)
Advanced Diploma in Midwifery
Advanced Diploma in Pediatric Nursing
Doctor of Philosophy (PhD) in Nursing

FACULTY OF Engineering and Information Technology
Bachelor of Engineering (Hons) in Electrical & Electronic Engineering
Diploma in Civil Engineering
Diploma in Mechanical Engineering
Bachelor of Biomedical Sciences (Hons)

এমবিবিএস এ স্কলারশিপ সুবিধা দিচ্ছে Mahsa University

মেডিকেল সাইন্স পড়ার চিন্তা করলে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস ভর্তি হতে পারেন। কারণ, মালয়েশিয়ায় ওয়ার্ল্ড রেংকিং এ প্রথম পাঁচশত এর মধ্যে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মতো মাশাতেও এমবিবিএস কোর্সের জন্য পাঁচ বছর সময় লাগে। এখানে এমবিবিএস পড়াশোনার খরচ কমতে পারে যদি ভালো পরিমাণ স্কলারশিপ লাভের সুযোগ পান।

মাশা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ কিছু ওয়েব লিংক:

মাশা বিশ্ববিদ্যালয় এর সাইট ম্যাপ: https://mahsa.edu.my/sitemap.php
সকল সাবজেক্ট লিংক: https://mahsa.edu.my/faculties.php
উইকিপিডিয়া: https://en.wikipedia.org/wiki/MAHSA_University

মাশা ইউনিভার্সিটি মালয়েশিয়াতে স্কলারশিপ সুযোগ!

২০২৪ সেশনে মাশা ইউনিভার্সিটি (MAHSA University) স্কলারশিপ আবেদন সেবা দিচ্ছে সেবারু।

আলাপন: 01711-981051

MAHSA University ভর্তির জন্য Shebaru নিশ্চিত করছে,

✅ মানি ব্যাক গ্যারান্টি।

✅ ফ্রি পরামর্শ সেবা।

✅ ১৩ বছরে অভিজ্ঞ স্টুডেন্ট এ্যাডভাইজার।

✅ অসত্য তথ্য প্রদান করা হয় না।

✅ ক্ষেত্র বিশেষে ভিসার পর টাকা।

কেন MAHSA University তে পড়বেন?

MAHSA University মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়।

বর্তমানে মাশা ইউনিভার্সিটিতে রয়েছে ৫৬ টি দেশের শিক্ষার্থী। যেখানে শুধু এশিয়া নয়, অস্ট্রেলিয়া, ইউকে, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী রয়েছে। কুয়ালামপুর সিটি থেকে এখানে যেতে সময় লাগে প্রায় ৪৬ মিনিট। তাই পার্টটাইম জব করা সহজ। এছাড়াও স্কলারশিপ সুবিধা থাকায় বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মালয়েশিয়ার অন্যতম MAHSA University।

এছাড়াও,

✅Malaysia ✅ India ✅ UK ✅ Canada ✅USA ✅Urope ✅Australia সহ বিভিন্ন দেশের Student/ visit/ schooling ভিসার জন্য ২০২৪ এর বিশেষ অফার জানতে কল করুন।।

০১৭১১-৯৮১০৫১

অফিস ঠিকানাঃসেবারু,২/৪ তৃতীয় তলা,ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।

ট্যাগ সমূহ: মালয়েশিয়ায় উচ্চশিক্ষা, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা ২০২৪, 
ছাত্রদের জন্য মালয়েশিয়ায় পার্টটাইম জব, মালয়েশিয়া স্কলারশিপ ২০২৪, Malaysia Student Visa from Bangladesh,
Study in Malaysia from Bangladesh, মালয়েশিয়ায় ডিপ্লোমা কোর্স, মালয়েশিয়া কলিং ভিসা

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?