Shebaru

সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি – আপনার ক্যারিয়ার গড়ুন

সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি

সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি – আপনার ক্যারিয়ার গড়ুন

সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার পূর্বে জেনে নিন, কি কি বিষয় পড়ানো হয় এ সাবজেক্টে? বাড়ি-ঘর, দালান-কোঠার সাবজেক্ট এটি।
রাস্তা-ঘাট, বাঁধ, টাওয়ার, এয়ারপোর্ট, সুয়ারেজ লাইন, পানির পাইপ লাইন, বর্জ্য নিষ্কাশন ইত্যাদি বিষয় পড়ানো হয় সিভিল ইঞ্জিনিয়ারিং এ।
এছাড়াও রিসাইক্লিং সিস্টেম, ভূমিকম্পের কারণ ও প্রতিরোধ, ইত্যাদি বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মসংস্থানে সিভিল ইঞ্জিনিয়ারিং

উন্নত কিংবা উন্নয়নশীল যে কোন দেশের জন্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা অত্যন্ত ব্যাপক। বাংলাদেশেভাল সিভিল ইঞ্জিনিয়ারের চাহিদা অত্যন্ত বেশি এবং এর প্রকট অভাব অনুভূত হচ্ছে। এদেশে এখন প্রচুর Real estate বা construction/consultation ফার্ম আছে, যেগুলোতে প্রচুর সিভিল ইঞ্জিনিয়ার দরকার। এাড়াও সিভিল ইঞ্জিনিয়ারদের সরকারি চাকুরির সুযোগ অন্যান্য ইঞ্জিনিয়ারদের তুলনায় অনেক বেশি। এই পেশায় পেশাগত জীবনে পরিশ্রমী ও অধ্যবসায়ী হলে বৈধ পথে প্রচুর অর্থ ও সম্মান অর্জন করা যায়। সিভিল ইঞ্জিনিয়ার এর চাহিদা উত্তরোত্তর বাড়ছে।

কেমন সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রেটিং?

কোথায় সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বেন?

ক) দেশে : BUET, KUET, RUET, CUET এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ যেমন- North South, Stanmford, Ahanullah ইত্যাদি। শাবিপ্রবিতে সিভিল এন্ড ইনভায়ররমেন্টাল ইঞ্জিনিয়ারিং (CEE) এবং অন্যান্য কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আছে।
খ) বিদেশে : প্রায় সব খ্যাতনামা Technical Institute এবং University তে সিভিল আছে। তবে Stamford University কর্তৃক প্রদত্ত সিভিল ইঞ্জিনিয়ারিংডিগ্রির মান খুব উন্নতমানের। এছাড়াও MIT সহ অন্যান্য Institute/University -তেও সর্বোচ্চ মানের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি ও স্কলারশিপ সুবিধা

সিভিল ইঞ্জিনিয়ারিং চাকুরি

B.C.S. General
– B.C.S. Technical (Civil †hgb C&B, LGED, R&H)
– PWD
– Real estate
– Construction Farm
– Consulting Fram
– Mobile/Land phone company
– UNDP
– WHO

বিভিন্ন NGO (যারা পরিবেশ নিয়ে কাজ করে)

– BUET, KUET, RUET, CUET, DUET, শাবিপ্রবি, প্রভৃতি সরকারি এবং Stamford, Ahsanullah, Prisidency প্রভৃতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও অন্যান্য সকল জায়গায় যেখানে Graduate- রা চাকুরির জন্য দরখাস্ত করতে পারে, অন্যান্য সকর কোম্পানী/ফ্যাক্টরী

আরো পড়ুন- বিদেশে পড়াশোনা ও স্কলারশিপ

ভর্তি প্রস্তুতি বিষয়ক কনসালটেন্সি সেবা:

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?