বিদেশে চাকরি পাওয়ার জন্য আজকাল প্রায় সবাই অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন এজেন্ট বা কোম্পানির সাথে যোগাযোগ করেন।
কাজের ভিসা পাওয়ার জন্য অনেকেই মোবাইল এ কল, ফেসবুক এ ম্যাসেজ বা হোয়াটসঅ্যাপ এ কল করেন। কিন্তু সঠিক পদ্ধতি না জানার জন্য
অনেকেই অনলাইন প্রতারণার স্বীকার হন। আবার অনেকেই বিকাশে প্রতারণার স্বীকার হয়ে লাখ লাখ টাকা প্রতারকদের হাতে তুলে দেন।
কারণ আপনি যখন কথা বলেন তথন প্রতারকরা আপনার কথা থেকেই ধরে নেয় যে আপনাকে ঠকানো যাবে। আপনি বোকা লোক।
তাই নিচের নিয়ম ফলো করে যোগাযোগ করার অনুরোধ থাকল।
আরও পড়ুন: বিদেশ যেতে প্রতারণা হচ্ছে অনলাইন বা বিকাশে।প্রতারণা থেকে বাঁচবেন যেভাবে!
যোগাযোগের সাধারণ কিছু নিয়ম
গবেষকরা বলেন, মোবাইল ফোনে কথা বলার শিষ্টাচার মানুষের ভদ্র ব্যবহারের পরিচয় দেয়। অনেকে আছে খুব ভালো করে মোবাইল ফেনে কথা বলতে পারেন।
আবার কেউ পারেন না। নাা জানাটা দোষের কিছু নয়। তবে শিখতে না চাওয়াটা সমস্যা। ফোনে বা অন্য অনলাইন মাধ্যমে যোগাযোগের উল্লেখযোগ্য নিয়ম হল-
- আগে আপনার নাম ও কোথায় থেকে ফোন করেছেন তা বলন। অথবা ম্যাসেস দিন।
- তার পর দরকার মনে করলে কোথায় থেকে নম্বরটি পেয়েছেন তা জানান।
- এর পর কি জন্যে কথা বলতে চান খুব সংক্ষেপে বলুন। যেমন, আমি রোমানিয়ার ভিসার ব্যাপারে কথা বলতে চাই বা সৌদি আরবের জব ভিসার ব্যাপারে কথা বলতে চাই।
- এবং কিছু কথা শুনুন। এর পর আপনার আরও কথা থাকলে বিস্তারিত বলুন।
- সবশেষে নাম টি জেনে নিন। প্রয়োজনে আপনার মোবাইলে সেভ করে নিন।
ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ
সেবারু ডটকম বিদেশের সকল তথ্য তাদের নিজস্ব ফেসবুক পেজে আপডেড করে থাকে।
সেবারু ডটকম ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।সেবারু ডটকম পেজ লিংক : https://www.facebook.com/shebarubd
সেবারু ডটকম টিমের সাথে মোবাইল যোগাযোগ:
বিঃদ্রঃ আমরা কোন ভিসা তথ্য সেন্টার বা এ্যাম্বাসি নই। তাই অনেকে ফোন দিয়ে বিভিন্ন দেশের ভিসা ও নানান সমস্যার কথা বললেও আমরা কোন সমাধান করতে পারি না।
সুতরাং কোন প্রশ্ন ফোন করে জানার চেয়ে আমাদের লেখা গুলো ভালো করে পড়লেই বরং বেশি ভালো তথ্য জানবেন। আর শুধূ বিদেশ যেতে ট্রেনিং এ রেজিস্ট্রেশন করতে
বা এমন জরুরী কোন কাজের জন্য ফোন করুন প্লিজ।