বাজরিগার পাখি (budgerigar bird) পালন পদ্ধতি অন্য যে কোনো পাখি পালনের চেয়ে তুলনা মূলক সহজ। যারা নতুন বাজরিগার পাখি পালন করছেন তাদের জন্য এই লেখাটি খুব কাজে লাগবে ।
লেখাটিতে খুব সহজে উপস্থাপন করা হয়েছে বাজরিগার পাখির খাঁচার সাইজ, বাজারিগার পাখি পালন পদ্ধতি, বাজরিগার পাখির খাবার তৈরির নিয়ম, বাচ্চা পাখির যত্ন, এক কথায় বাজারিগার পাখি পালনের সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে।
বাজরিগার পাখি কথা বলে?
বাজিগর পাখি গুলো বিশেষত্ব হলো ছেলে পাখিগুলি এর বাচ্চাকে লালন পালন করে থাকে। আর সব জাতের বাজিগর পাখি সঠিক ট্রেনিং কলে কথা বলতে পারে। এবং খুব স্পষ্টভাবে মানুষের মত এরা কথা বলতে পারে। মেয়ে পাখি যখন ডিমে তা দেয় তখন ছেলে পাখি মেয়ে পাখিটিকে মুখে তুলে খাইয়ে দেয়। বাজিগর সামাজিক পাখি হওয়ার কারণে অন্যান্য যে কোন প্রাণীর সঙ্গে খুব সহজেই সখ্যতা গড়ে তোলে। মজার ব্যাপার হলো বাজিগর পাখি খুবই শারপেনের হয়ে থাকে গবেষণা করে দেখা গেছে বাজিগর পাখি খুব দ্রুত তিন সংখ্যার অংক করে ফেলতে পারে। বাজিগর সাধারনত দুই ধরনের হয়ে থাকে ইংলিশ বাজিগর এবং অস্ট্রেলিয়ান বাজিগর আমরা সাধারণত অস্ট্রেলিয়ার বাজিগর বসে থাকি।
কীভাবে পালন করবেন বাজরিগার?
বাজিগর পাখি গুলো সাধারণত খাচায় পালন করা পাখি হিসেবে বহুল প্রচলিত এর জীবনকাল পাঁচ থেকে ছয় বছর হয়ে থাকে। বাজিগর পাখি গুলো চার থেকে ছয় মাসের মধ্যেই এ্যাডাল্ট হয়ে যায় এবং বাচ্চাও দেওয়া শুরু করে। আশ্চর্যের বিষয় হলো এরা তাদের পুরো জীবন ধরেই বাচ্চা দিতে পারে। এই পাখিগুলো ৪ থেকে ১০ টি করে ডিম দিয়ে থাকে। আর বছরে প্রায় ছয় বারের মত ডিম দিয়ে থাকে অর্থ দাঁড়ায় প্রতি দুই মাস পর পর ডিম দেয়। এবং ডিম দেওয়ার পরপরই বাচ্চাও দিয়ে থাকে তবে ভালো কৌশল হচ্ছে বছরে চারবার বাচ্চা প্রজনন এর ব্যবস্থা করা। তবে বাচ্চা দেওয়ার পর এদেরকে অন্য একটি খাচায় নিয়ে বিশ্রাম দেয়া হয়। এরা তাদের ডিমগুলো থেকে বাচ্চা দিতে 18 থেকে 19 দিন ডিমে তা দিয়ে থাকে।
বাচ্চা দেয়ার পরপরই খাচাটি সুন্দর করে পরিষ্কার করে না হয়। বাচ্চা হওয়ার পর শাক সবজির সঙ্গে সঙ্গে চিনা কাউন ও সূর্যমুখীর বীজ খাওয়াতে হয়। আর বাচ্চাদের জন্য মুরগির ডিম সিদ্ধ করে পাওয়া রুটির সঙ্গে মিশিয়ে খাবার তৈরি করতে হয়। রোগে আক্রান্ত পাখি কি আলাদা করে রাখা হয়। এরপরে পাখির রোগ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়।
#বাজরিগারপাখি #BanglaTimes #বাজরিগাপাখিপালন
বাজরিগার পাখি, budgerigar, বাজরিগার পাখি পালন, বাজরিগার পাখির ব্রিডিং, বাজরিগার পাখিকে ডিমবাচ্চা করানোর নিয়ম, budgerigar, budgerigar egg, budgerigar food, budgerigar farm, budgerigar hatching, beautifu, বাজরিগার পাখি পালন,বাজরিগার পাখির অজানা রহস্য,কথা বলা বাজরিগার,Amazing facts about budgies,বাজরিগার পাখির ভিডিও,মজার বাজরিগার,অবাক বাজরিগার,কথা বলা পাখি,বাজরিগার পাখি পালন পদ্ধতি,grow life, #BanglaTimes