Shebaru

আইনে ভর্তি প্রস্তুতি ও ক্যারিয়ার

আইনে ভর্তি প্রস্তুতি

আইনে ভর্তি প্রস্তুতি ও ক্যারিয়ার

আইনে ভর্তি ও পড়াশোনা করে একজন দক্ষ আইজীবী হিসেবে দেশে-বিদেশে ক্যারিয়ার গড়ার অফুরন্ত সুযোগ রয়েছে ।
বর্তমান সময়ে দেশে ও বিদেশে সম্মান ও ঐতিহ্যের পেশা হল আইন বা Law । এ পেশার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হওয়া যায়।
আইন নিয়ে পড়াশোন ও ভর্তির নানা বিষয় নিয়ে নিচে আলোচানা করা হল-

দেশে বিদেশে আইনে ভর্তি ও ক্যারিয়ার

আইন অধ্যায়নের চাহিদা বহুবিদ- প্রথমত, আইনজীবী হিসেবে কোর্টে মামলা পরিচালনা করা। দ্বিতীয়ত, সরকারি (বিসিএস জুডিশিয়াল) এবং দেশি, বিদেশি ও বহুজাতিক বিভিন্ন কোম্পানীতে আইন কর্মকর্তা বা উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করে কাজ করা যায়।
উল্লেখ্য সরকার পক্ষের মামলা পরিচালনা করার জন্য সরকার দেশের বিভিন্ন আদালতে আইনজীবীদের মধ্য থেকেই আইন কর্মকর্তা নিয়ে থাকেন।
এসব ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আইনের ব্যাপক চাহিদা রয়েছে।

বিষয়ভিত্তিক অবস্থান

বিষয়ভিত্তিক অবস্থানের দিক দিয়ে কলা অনুষদের শিক্ষার্থীরা বর্তমানে একে শীর্ষে রেখেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা মেধা তালিকায় প্রথম দিকে থাকে তারাই অনার্স বিষয় হিসেবে আইন নিয়ে থাকে।

কোথায় আইন পড়ানো হয়?

দেশের সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বেশকিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে চার বছর মেয়াদী অনার্স কোর্স এবং এক বছর মেয়াদী মাস্টার্স কোর্স চালু আছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আইন কলেজসমূহ সাধারণ এলএলবি ডিগ্রি দেওয়া হয়।

ভর্তি প্রস্তুতি বিষয়ক কনসালটেন্সি সেবা:

বি. এম. এস. সি. এল. ইউজিসির তালিকা ভূক্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে স্টুডেন্ট ভর্তি বিষয়ে কনসালটেন্সি প্রদান করে থাকে।
এখানে ভর্তির পূর্বেই শিক্ষার্থীর যোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সাবজেক্ট ও ইউনিভার্সিটি সিলেক্ট করে দেওয়া হয়।
স্টুডেন্ট ভর্তির পূর্বে বিশ্ববিদ্যালয়ের ব্যায় ও জীবন যাত্রা সম্পর্কে বিস্তারিত ধারণা ও তথ্য দিয়ে থাকে।
বি. এম. এস. সি. এল. পড়াশোনা শেষ হওয়া পযর্ন্ত নানা ধরনের সেবা প্রদান করে, এতে করে ভর্তির পর স্টুডেন্টকে ভোগান্তিতে পড়তে হয় না।

গুগলে যে বিষয় গুলো দিয়ে আইন অধ্যয়ন বিষয়ে খুজতে পারেন:

law career in bangladesh, national university, llb admission 2021-22, jobs for law graduates in bangladesh,Law College in Dhaka,LLB meaning, Law Degree in Bangladesh,আইন ডিগ্রী, Types of law courses, আইন পড়ার অজানা রহস্য, Law admission in Bangladesh

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top