Shebaru

চশমার ফ্রেম ও লেন্স হোম ডেলিভারি দিচ্ছে সেবারু

চশমার ফ্রেম

চশমার ফ্রেম ও লেন্স হোম ডেলিভারি দিচ্ছে সেবারু

ছোট-বড় সব বয়সী মানুষের চোখেই এখন চশমা দেখা যায়। অনেকেই এখন স্টাইল করেও চশমা পরে থাকেন। তাই চশমার ফ্রেম নিচে আজকের আলোচন।
যুগের সঙ্গে তাল মিলিয়ে বাহারি চশমার ফ্রেম বাজারে পাওয়া যাচ্ছে।
আপনার পছন্দ মত অনলাইনে আপনি সুন্দর সুন্দর চশমার ফ্রেম ও এক্সেসরিজ কিনতে পারেন সেবারু ডট কম থেকে।
আবার যারা বেশিক্ষণ কম্পিউটার, টিভি কিংবা মোবাইল ব্যবহার করেন তাদের চশমা পড়া জরুরু।
কেননা এ সকল ডিভাইস থেকে একধরনের ব্লু লাইট বের হয় যা চোখের ভিষণ ক্ষতি করে।
এ থেকে বাাঁচার জন্য সেবারু হেল্থকেয়ার সেবা চশমার ফ্রেম সহ ব্লু কাট লেন্স হোম ডেলিভারির ব্যবস্থা করেছে।

কেমন ফ্রেম পছন্দ করবেন?

আপনার চেহারার জন্য একদম নিখুঁত ফ্রেম সন্ধান করা বেশ কঠিন, কিন্তু অসম্ভব নয়। অনলাইনে চশমার ফ্রেম এবং আনুষাঙ্গিকের জন্য ব্রাউজ করুন সেবারু ডট কম ওয়েবসাইটে। আমাদের সাইট থেকে ঘরে বসে আপনার চেহারার সাথে মানানসই চশমার ফ্রেম পছন্দ করে নেওয়ার সুযোগ রয়েছে।
আমাদের কাছে রয়েছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই ভালোমানের চশমার ফ্রেম। আমাদের ফ্রেমগুলো ব্যবহার করতে বেশ আরামদায়ক।
সাধারণত, মেটাল, প্লাস্টিক ও শেল-এর তৈরি ফ্রেমই আমাদের কাছে পাওয়া যাবে।

স্টাইলিশ চশমার ফ্রেম:

বর্তমানে চোখের নানা সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে চশমা পড়ার পাশাপশি অনেকেই চশমাকে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে পড়ছেন ।
তাই চশমা এখন ফ্যাশনের অনুষঙ্গ হিসেবেই পরা হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও ফ্যাশন সচেতন ব্যক্তিরা এখন চশমা ব্যবহার করছেন
নিজের মুখমন্ডলে একটা পরিবর্তন আনার জন্য।

চশমার ফ্রেম থেকে সাবধান!

বাজারে কম দামের অনেক চশমা পাওয়া যায়; সুতরাং যেনতেন এসব চশমার ফ্রেম কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। এর কারণ, কম দামি চশমার ফ্রেমগুলো অত্যন্ত নিম্ন মানের উপাদান দিয়ে তৈরী হয়ে থাকে । এসব চশমার ফ্রেম আপনার ত্বকে এলার্জেটিক সমস্যা, র‍্যাশ, চুলকানিসহ নানান ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। তবে সাধারণত অরিজিনাল চশমার ফ্রেমগুলো এই ধরনের সমস্যা সৃষ্টি করে না । তাই কষ্ট হলেও নিজের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে অরিজিনাল চশমার ফ্রেম ব্যবহার করা উচিত। অন্তত ভালো মানের রেপ্লিকা ব্যবহার করা ভালো। আর এ জন্যই সেবারু ডট কম আপনার বিশ্বস্ত সঙ্গি।

চশমা ব্যবহারের কিছু নিয়ম জানুন:

চোখের জন্য চশমা ব্যবহার করার জন্য কিছু নিয়ম-কানুন মেনে চলা ভালো। তবেই ফ্যাশনের পূর্ণাঙ্গতা আসবে, সাথে চোখের আরামের নিশ্চয়তা আসবে।
আর ফ্যাশনের দিকে থেকে চশমার কথা ভাবলে প্রথমেই নজর দিতে হবে চশমাটির একটি সুন্দর ফ্রেমের দিকে। কারণ, চশমার ফ্রেমটাই আপনার মুখের
আউটলুক বদলে দিতে পারে । মূলত চশমার ফ্রেমটাই হলো চশমার ফ্যাশন, তা অরিজিনাল চশমার ফ্রেম হোক, আর রেপ্লিকাই হোক না কেন।

চশমার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন:

আজকাল চক্ষু বিশেষজ্ঞরা উপদেশ দিয়েছেন যে ধুলাবালি বা রোদ থেকে বাঁচার জন্য চশমা ব্যবহার করাটা ভালো, তবে তা অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের
পরামর্শ মেনে ব্যবহার করা উচিত। আর যাদের চোখের সমস্যা আগে থেকেই রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন।
তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে, ফ্যাশন করতে গিয়ে চোখের সমস্যা হয়, এমন রোদচশমা বা চশমা ব্যবহার না করাটাই বুদ্ধিমানের কাজ।
সুতরাং সময় থাকতেই সচেতন হোন।

মানানসই চশমার ফ্রেম নির্বাচন

মুখের আকৃতি অনুযায়ী চশমার ফ্রেমটি নির্বাচন করা উচিত। কারণ মুখের আকৃতির সাথে ফ্রেমটি না মিললে আপনার স্টাইলই নষ্ট হয়ে যাবে।
এজন্য ফ্রেমটি অত্যন্ত সাবধানতার সাথে বেছে নেওয়া উচিত।

চশমার বাক্স কেন জরুরী?

রোদের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চশমা অনেকেই ব্যবহার করেন। তবে রোদচশমা ও চশমা যত্ন সহকারে রাখতে চাইলে চশমার বাক্সে রাখা যেতে পারে। এটি চশমার সুরক্ষার জন্যই বিশেষভাবে বানানো হয়ে থাকে। এই বাক্সে চশমা রাখলে তা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ও চশমার গ্লাসে কোন দাগ পড়বে না।

সানগ্লাস বক্স ক্যারিং ব্যাগ হার্ড জিপার বক্স

চশমার বক্সটির উপরে ফেব্রিকের একটি কভার রয়েছে। এটি চায়নায় তৈরি। এই কভারটি চশমার গ্লাসকে রক্ষা করে। এবং এটি বহন করা বেশ সহজ।
এর বেশ কয়েকটি রঙ রয়েছে- কালো, লাল, নীল, ইত্যাদি। এই চশমার বক্সের দৈর্ঘ্য, উচ্চতা ও প্রস্থ যথাক্রমে ১৬.১ সে মি, ৫.৫ সে মি, ৭.৭ সে মি।

মেটাল চশমার ফ্রেম কি?

ফ্রেমটির একটি অনবদ্য স্টাইল রয়েছে। এই ফ্রেমটি বেশ নমনীয়, কারণ এটিতে একটি নাট স্প্রিং রয়েছে।
ফ্রেমটি পাওয়ারবিহীন, কিন্তু এতে চাইলে পাওয়ার যোগ করা যাবে। এই প্যাকেটে রয়েছে একটি গ্লাস ও একটি চেইন বক্স।

আমাদের সাইট থেকে আপনার প্রয়োজনীয় সব ধরনের চশমা খুঁজে নিন। চশমাগুলো সাধারণত পাওয়ারবিহীন, তবে এতে পাওয়ার কাস্টমাইজ করা যাবে।
আপনার পাওয়ার চশমা সহ সকল ধরনের চশমার জন্য আমরা সর্বোত্তম মানের ফ্রেম সরবরাহ করি। আপনার চোখের জন্য সেরা চশমাটি আমাদের
বিশাল সংগ্রহ থেকে পছন্দ করে নিন।

আমাদের সংগ্রহে নির্দিষ্ট পাওয়ারের চশমাও রয়েছে। আপনি যদি আপনার চোখের পাওয়ার জানেন, তবে আপনি পাওয়ারসহ চশমার ফ্রেম পছন্দ করতে পারেন।
প্রিজম চশমা পড়ে শুয়ে শুয়েই টিভি এবং বই পড়া উপভোগ করতে পারেন। আমাদের সাইটে হাই-ডেফিনেশন কোয়ালিটির প্রিজম চশমা পাওয়া যায় যা
চশমার উপর জুড়ে দেওয়া যেতে পারে। আপনার চোখকে বিকিরণ থেকে রক্ষা করার জন্য এগুলি হাইটেক গ্লাস দিয়ে তৈরি হয়।
যাতে করে আপনার চোখের কোন ক্ষতি না হয়।

লেন্স ও চশমার ফ্রেম কোথায় পাবেন?

সারাদেশের চশমান দোকান গুলোতে গেলেই ব্লু-কাট লেন্স পাবেন। তবে সেটা কতটা কাজের হবে সে ব্যাপারে নিশ্চিত বলা যায় না।
তবে আপনি যদি অনলাইনে চশমার বিখ্যাত মার্কেট ঢাকার পাটুয়াটুলির দোকন থেকে ভিডিও কলে দেখে নিতে চান সেটা কিন্তু বেশ ভালে হবে।
আপনার পছন্দ অনুযায়ী চশমার ছবি Whats App এর মাধ্যমে দেখতে নিচের দেওয়া হোয়ার্টএ্যাপে ক্লিক করে জানালে
আপনাকে নতুন মডেল যেগুলো বর্তমানে চলে তার ছবি ও প্রয়োজনে ভিডিও পাঠানো হবে। সেখান থেকে বেছে নিয়ে বিকাশে পেমেন্ট করলেই
আপনার কাঙ্খিত ব্লুকাট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

আমাদের ফেসবুক গ্রুপ সেবারু হেল্পলাইনের যুক্ত হয়ে পরামর্শ চাইতে পারেন, সংশ্লিষ্ঠ ব্যক্তিরা আপনার সাথে যোগাযোগ করে সমাধান দিয়ে দেবেন।

 

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top