trust global study

ট্রাস্ট গ্লোবাল স্টাডি স্টুডেন্ট ভিসা সার্ভিস

যদি আপনি বিদেশে উচ্চশিক্ষার অন্য আগ্রহী হন, তাহলে ট্রাস্ট গ্লোবাল স্টাডি আপনার কাঙ্খিত লক্ষ্যে যেতে সহায়ক হবে।
একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবন পাল্টে দিতে পারে অনায়াসে। আর তাই ট্রাস্ট গ্লোবাল স্টাডির স্টুডেন্ট ভিসা সার্ভিস
সম্পর্কে বিস্তারিত জানুন আজাই। নিচে ট্রাস্ট গ্লোবাল স্টাডি বিদেশে উচ্চশিক্ষার জন্য কী কী স্টুডেন্ট ভিসা সার্ভিস দিয়ে
থাকে সে বিষয়ে আলোচনা করব।

ট্রাস্ট গ্লোবাল স্টাডি কি ?

বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসার জন্য শিক্ষার্থীদের আধুনিক ও যুগ উপযোগী সেবা নিশ্চিত করতে ২০০৬ সালে যাত্রা
শুরু হয় এই স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম এর । তারা একজন স্টুডেন্ট এর স্বপ্ন বাস্তবায়নের জন্য নানা মুখী কার্যক্রম
পরিচালনা করে। স্টুডেন্ট ভিসা সুনিশ্চিত করতে ট্রাস্ট গ্লোবাল স্টাডি শিক্ষার্থীদের জন্য :১. শিক্ষাগত ফলাফল,
২. আর্থিক সক্ষমতা, ৩. ভাষার দক্ষতা এবং ৪. উদ্দেশ্যের উপর ভিত্তি করে উপযুক্ত দেশ, উপযুক্ত প্রতিষ্ঠান, উপযুক্ত
কোর্স/বিষয় নির্বাচন করতে সহায়তা করে। সর্বপরি স্টুডেন্ট ভিসার সর্বোত্তম সমাধানে ট্রাস্ট গ্লোবাল স্টাডি বাংলাদেশে অন্যতম।

কি কি সেবা প্রদান করে ট্রাস্ট গ্লোবাল স্টাডি ?

এই প্রতিষ্ঠানটির লক্ষ্য সম্ভাব্য শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত নির্মাণ করা। এছাড়াও অন্যন্য সেবাসমূহ হল-

  • এখানে ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করা হয়,
  • ছাত্র ভিসা, বৃত্তি ব্যবস্থা,
  • ফাইল প্রস্তুত, এসওপি লেখা,
  • হলফনামা, সম্পদ মূল্যায়ন,
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা,
  • দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট সেট,
  • ইন্টারভিউ প্রশিক্ষণ,
  • প্রি-ডিপারচার প্রক্রিয়া নিশ্চিত করা ও প্রশিক্ষণ,
  • বিমানবন্দর পিকআপ পরিষেবা,
  • হোস্টেলে থাকার ব্যবস্থা,
  • আগমনের পরে সহায়তা।

এছাড়াও নিম্নক্ত সেবা গুলো করে থাকে ট্রাস্ট গ্লোবাল স্টাডি

১. ফ্রি মূল্যায়ন ও কাউন্সিলিং সেবা

প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সঠিক কোর্স এবং প্রতিষ্ঠান বেছে নিতে গাইড করে। যা তাদের লক্ষ্য এবং কর্মজীবন পরিকল্পনার সাথে
মেলে। অধিকিন্তু, প্রত্যেক শিক্ষার্থীর একটি পৃথক মূল্যায়ন টেস্ট তারা নেয়। যাতে সেই শিক্ষার্থী কোর্সটির জন্য যোগ্য কিনা, তা
নির্ধারণ করা সম্ভব হয়। শিক্ষার মান ও শিক্ষার্থীর দ্বায়িত্ব তাদের মূল মন্ত্র। তাই তা সঠিকভাবে করতে এই পদ্ধতি অনুসরন করা
হয়। যা অন্যান্য প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা।

২. ভর্তি ও অফার লেটার সেবা

সংস্থাটি স্টুডেন্ট এর জন্য নির্ভুলভাবে আবেদন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। যাতে শিক্ষার্থীরা দ্রুত ভর্তি ও অফার লেটার পেতে
পারে।বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে থেকে তারা বিনামূল্যে অফার লেটার নিয়ে আসে। তারা আপনাকে 3 কার্যদিবসের মধ্যেও অফার
লেটার এনে দিতে সক্ষম। আর এই বিশ্বস্ত পরিসেবাই তাদের করেছে অন্যন্য অন্যান্য সংস্থা থেকে।

৩. ভিসা প্রসেসিং সেবা

নতুন ভিসা ব্যবস্থায় শিক্ষার্থীরা যেন ২ সপ্তাহের মধ্যে ভিসার অনুমোদন পেতে পারে, সেই সেবা প্রদান করে সংস্থাটি বিশ্বস্ততার
সাথে। মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় এবং অভিবাসন বিভাগ ভিসা অনুমোদনের সম্পূর্ণ প্রক্রিয়া প্রক্রিয়া করার জন্য ইএমজিএস
সিস্টেম চালু করেছে। আর এর ফলে মালয়েশিয়াতে ভিসা প্রসেসিং এখন আরো সহজতর আর উন্নত হয়েছে। যা শিক্ষা ব্যবস্থাকে
অন্য পর্যায়ে নিয়ে গেছে।

৪. বিমানের টিকেট সেবা

একজন স্টুডেন্ট এর সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া শেষে, শিক্ষার্থীদের বিমানের টিকিট কিনতে সাহায্য করে ট্রাস্ট গ্লোবাল স্টাডি। মূলত
একটি তৃতীয় পক্ষের সহযোগীয়, তারা সস্তা মূল্যের পাশাপাশি ভাল ডিসকাউন্ট দিয়ে বিমানের টিকিট প্রদান করে। আর তাদের
বিদেশ যাত্রার পথ সুগোম করে এই পরিষেবা দান করে।

৫. বিমানবন্দর পিকআপ ও বাসস্থান সেবা

বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া শিক্ষার্থীরা মালয়েশিয়ার বিমানবন্দরে অভিবাসন ছাড়পত্র পেতে পারে না। আর সে জন্য সংস্থাটি
আপনার জন্য সমস্ত প্রয়োজনীয় কাগজের ব্যবস্থা করে দিবে। যাতে কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনি শিক্ষা জীবন শুরু
করতে পারেন।

৬. ক্রেডিট ট্রান্সফার সেবা

সাধারনত একজন শিক্ষার্থী হয় এইএসসি এর সমইয়, বা তার পরে উচ্চশিক্ষার জন্য বাহিরে যায়। তবে কিছু ছাত্র-ছাত্রী শিক্ষা
জীবনের মাঝেই বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে। আর তাদের জন্য বিশেষ সেবা এই ক্রেডিট স্থানান্তর। যদি কোন শিক্ষার্থী
মালয়েশিয়া থেকে অন্য দেশে ক্রেডিট ঘন্টা স্থানান্তর করতে চায় তবে তারা এই বিষয়ে সম্পূর্ণ সহায়তা প্রদান করে। যাতে
তার শিক্ষাজীবন বিঘ্নিত না হয়।

স্টুডেন্ট ভিসা সার্ভিস এর জন্য যোগাযোগ

প্রতিটি ছাত্র-ছাত্রীর শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ করার লক্ষ্যে তারা মোট তিনটি অফিস খুলেছে। ঢাকা, চট্টগ্রাম ও মালয়েশিয়াতে
তারা তাদের এই সব কার্যক্রম পরিচালনা করে।

ঢাকা অফিস: আরএইচ হোম সেন্টার, সুইট-৫১১, ৭৪/বি/১, গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।
চট্টগ্রাম অফিস: ওআরনিজাম ৬ নাম্বার রোডের ৬৬ নাম্বার বাড়ি। আর আন্তর্জাতিক অফিস মালয়েশিয়ার ঠিকানা হল
কুয়ালালামপুর অফিস: জালান আমপাং, উইসমা সেন্ট্রাল লেভেল ৪।

এছাড়াও যোগাযোগের জন্য আছে তাদের নিজস্ব ওয়েবসাইট, ইমেইল ও ফোন নাম্বার। যেকোন প্রয়োজনে আপনি মেইল করতে
পারেন info@trustglobalstudy.com বরাবর। আর তারা দ্রুত সার্ভিস দেয় প্রতিটি প্রশ্নের।

উচ্চশিক্ষার গ্রহনে যদি আপনি ইচ্ছুক হন তবে আজই যোগাযোগ করুন ট্রাস্ট গ্লোবাল স্টাডিতে। আর পেয়ে যান আপনার কাংক্ষিত
সেবা। যা আপনার শিক্ষার অগ্রসরে ভূমিকা রাখবে বন্ধুর মতো।

এছাড়া আপনি আমাদের বিদেশে উচ্চশিক্ষা: কেন করবেন? যোগ্যতা কি লাগে? স্কলারশিপ লাভের উপায়মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক লেখা গুলো পড়তে পারেন।
আর জেনে নিতে পারেন সর্বশেষ সব শিক্ষা তথ্য। আর সবার আগে তথ্য পেতে সেবারুর সাথে থাকুন।


Student Visa পেতে চান? কোন চিন্তা নেই, সেবারু ডটকম আছে আপনার পাশে।
আমাদের কাছ থেকে কল পেতে এখানে ক্লিক করে গুগল ফরম পুরন করুন- রেজিস্ট্রেশন ফরম
ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে বা আমাদের লাইভ দেখতে জয়েন করুন- https://fb.com/groups/studentvisahelpline
নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন: ইউটিউব চ্যানেল
Mobile: +8801711981051 / What’s app (10 am-9pm)। এই সময়ের মধ্যে কল করুন প্লিজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *