Shebaru

রংপুরের বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দের তালিকা

রংপুরের বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দের তালিকা

অনেক রোগী আছেন যারা রোগের উপসর্গ দেখে বুঝতে পারছেন না। আমাদের অভিজ্ঞ কনসালট্যান্ট রোগের উপসর্গ জেনে সঠিক বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবে। সেবারু ডাক্তার অ্যাপোয়েন্টমেন্টের ক্ষেত্রে রংপুরের বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা তৈরি করেছে।
এর বাইরে রোগীর পছন্দ অনুযায়ী ডাক্তারের সিরিয়াল প্রদানের সুযোগ আপাতত নেই। পরবর্তীতে দেওয়া হবে ইনশাআল্লাহ।
নিচে রংপুরের যে সকল ডাক্তারের সিরিয়াল সেবারুর মাধ্যমে দিতে পারবেন তাদের নাম ও পরিচিতি দেওয়া হল:

রংপুরের বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দের তালিকা:

রংপুর মেডিকেল কলেজ এর বিভিন্ন বিভাগের ডাক্তার বৃন্দের একটি বাছাইকৃত তালিকা (Rangpur Doctor list) নিচে দেওয়া হল। এর মধ্যে আছে মেডিসিন বিভাগের অন্তর্গত মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, কিডনীরোগ বিশেষজ্ঞ, এ্যজমা ও বক্ষ ব্যাধী বিশেষজ্ঞ,
থাইরয়েড, হরমোন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, লিভার বিশেষজ্ঞ, খাদ্য-পরিপাকতন্ত্র ও গ্যাস্ট্রএন্ট্রলজী বিশেষজ্ঞ,
হৃদরোগ বিশেষজ্ঞ।
সার্জারী বিভাগের মধ্যে রয়েছে :- জেনারেল সার্জারী বিশেষজ্ঞ, হাড় জোড়া ও বাত ব্যাথা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, নাক, কান ও গলা বিশেষজ্ঞ,
নিউরো সার্জন, কিডনী, মূত্রথলি, মূত্রনালী ও যৌনাঙ্গ বিশেষজ্ঞ, বার্ণ, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিশেষজ্ঞ ও শিশু বিশেষজ্ঞ।
প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের মধ্যে রয়েছে: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ ইত্যাদি। এছাড়া আছে, মুখ ও দন্ত বিশেষজ্ঞ সার্জন।
রিউমাটোলজিস্ট, ও হেমাটোলজিস্ট বা রক্ত রোগ বিশেষজ্ঞ ইত্যাদি।

মেডিসিন বিভাগ:

মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার:

  1. ডা: এম এ ওহাব
    এমবিবিএস, এমডি,
    সহযোগী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
  2. ডা. মাহফুজ উল আনোয়ার
    এমবিবিএস, এফসিপিএস,
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
  3. ডা: মাহবুব আলম
    এমবিবিএস, এমডি,
    কনসালটেন্ট,
    রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন: বিদেশে উচ্চশিক্ষা ২০২১ ও স্কলারশিপ তথ্য…চশমা কিনুন ঘরে বসে…

নিউরো মেডিসিন:

  1. ডা: আবু হানিফ
    এমবিবিএস, এমডি
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
  2. ডা: রুহুল আমিন
    এমবিবিএস, এমডি
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ

ফিজিক্যাল মেডিসিন:

ডা: আরিফুল ইসলাম সোহেল
এমবিবিএস, এফসিপিএস,
সহকারী অধ্যাপক,
রংপুর মেডিকেল কলেজ

কিডনীরোগ বিশেষজ্ঞ:

ডা: সুশান্ত কুমার বর্মন
এমবিবিএস, এমডি,
কনসালটেন্ট,
রংপুর মেডিকেল কলেজ

এ্যজমা ও বক্ষ ব্যাধী বিশেষজ্ঞ:

ডা: এ কে এম শাহেদুজ্জামান রিবেল
এমবিবিএস, এফসিপিএস, এমডি
সহযোগী অধ্যাপক,
রংপুর মেডিকেল কলেজ

থাইরয়েড, হরমোন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ:

ডা: কামরুল হাসান বাদল
এমবিবিএস, এমডি,
সহকারী অধ্যাপক,
রংপুর মেডিকেল কলেজ

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ:

  1. ডা: রাজু আহমেদ
    এমবিবিএস, ডিডিএল
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
  2. ডা: রেজাউর রহিম নাহিদ
    এমবিবিএস, ডিডিভি
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ

লিভার বিশেষজ্ঞ ডাক্তার:

  1. ডা: মাহবুব হোসেন
    এমবিবিএস, এমডি
    সহযোগী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
  2. ডা: জিয়া হায়দার বসুনীয়া
    এমবিবিএস, এমডি
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল

খাদ্য-পরিপাকতন্ত্র ও গ্যাস্ট্রএন্ট্রলজী বিশেষজ্ঞ:

  1. ডা: শাখাওয়াত হোসেন
    এমবিবিএস, এমডি
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
  2. ডা: নওশাদ আলী
    এমবিবিএস, এমডি, এফসিপিএস
    সহযোগী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল

হৃদরোগ বিশেষজ্ঞ:

  1. ডা: আবু জাহিদ বসুনীয়া
    এমবিবিএস, এমডি
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
  2. ডা: শাকিল গফুর
    এমবিবিএস, এমডি
    অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ

বিজ্ঞাপন: মালয়েশিয়ায় উচ্চশিক্ষা স্কলারশিপ ও ক্যারিয়ার ২০২১

সার্জারী বিভাগ:

জেনারেল সার্জারী বিশেষজ্ঞ:

  1. ডা. সোহেল রানা
    এমবিবিএস, এফসিপিএস
    কনসালটেন্ট,
    রংপুর মেডিকেল কলেজ
  2. ডা. সাইমুন নাহার দিবা
    এমবিবিএস, এফসিপিএস, এমএস
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
  3. ডা: আনোয়ার হোসেন
    এমবিবিএস, এফসিপিএস
    সহযোগী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ

হাড় জোড়া ও বাত ব্যাথা বিশেষজ্ঞ:

  1. ডা: রবিউল ইসলাম
    এমবিবিএস, এমএস
    কনসালটেন্ট,
    রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
  2. ডা. ইউনুছ আলী
    এমবিবিএস, এমএস
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ

চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন :

  1. ডা: আতিকুজ্জামান বকুল
    এমবিবিএস, এফসিপিএস
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
  2. ডা. আব্দুস ছাত্তার
    এমবিবিএস, এম এস
    অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ

নাক, কান ও গলা বিশেষজ্ঞ:

  1. ডা: মাযহার ইসলাম
    এমবিবিএস, এমএস
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ হসপিটাল
  2. ডা: এ কে এম রেজাউল করিম মুকুল
    এমবিবিএস, ডিএলও
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ

নিউরো সার্জন:

  1. ডা: রেজাউল আলম
    এমবিবিএস, এমএস
    অধ্যাপক, নিউরো সার্জারি বিভাগ
    রংপুর মেডিকেল কলেজ
  2. ডা: তোফয়েল হোসেন ভূইয়া
    এমবিবিএস, এমএস
    অধ্যাপক, নিউরো সার্জারি বিভাগ
    রংপুর মেডিকেল কলেজ

কিডনী, মূত্রথলি, মূত্রনালী ও যৌনাঙ্গ বিশেষজ্ঞ:

ডা: আনোয়ার হোসেন মানিক
এমবিবিএস, এমএস
সহকারী অধ্যাপক,
রংপুর মেডিকেল কলেজ

বার্ণ, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিশেষজ্ঞ:

ডা: মারুফুল ইসলাম
এমবিবিএস, এমএস
সহকারী অধ্যাপক,
রংপুর মেডিকেল কলেজ

শিশু বিশেষজ্ঞ:

  1. ডা: শামসুজ্জামান প্রধান
    এমবিবিএস, এমডি
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
  2. ডা: এম এ ওয়াহেদ
    এমবিবিএস, এমডি
    অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ

প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ:

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ:

  1. ডা. কামরুন নাহার জুঁই
    এমবিবিএস, এফসিপিএস
    অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
  2. ডা: মৌসুমী হাসান
    এমবিবিএস, এমএস
    সহকারী অধ্যাপক,
    রংপুর মেডিকেল কলেজ
    আরও দেখুন: সকল গাইনী ডাক্তারের তালিকা…

মনোরোগ বিশেষজ্ঞ:

ডা: আব্দুল মতিন প্রধান
এমবিবিএস, এমডি
সহকারী অধ্যাপক,
রংপুর মেডিকেল কলেজ

মুখ ও দন্ত বিশেষজ্ঞ সার্জন:

ডা: মোফাচ্ছেরুল ইসলাম প্লাবন
এমবিবিএস, বিডিএস
সহকারী অধ্যাপক,
রংপুর মেডিকেল কলেজ

হেমাটোলজিস্ট বা রক্ত রোগ বিশেষজ্ঞ:

ডা: আব্দুল কাদের জিলানী
এমবিবিএস, এমডি
সহকারী অধ্যাপক,
রংপুর মেডিকেল কলেজ

রিউমাটোলজিস্ট:

ডা: তৌহিদুল ইসলাম তৌহিদ
এমবিবিএস, এমডি
সহকারী অধ্যাপক,
রংপুর মেডিকেল কলেজ

রংপুরে ডাক্তার দেখাতে দেখাতে ক্লান্ত ! রোগের কোন সমাধান খুজে পাচ্ছেন না? তা হলে আমাদের সাথে যোগাযোগ করে ভারতের বিখ্যাত

যশোদা হাসপাতালের অনলাইনে ডাক্তারি পরামর্শ নিন
অথবা দেখুন
পিজি হাসপাতালের ডাক্তারদের তালিকা ও অনলাইন ডাক্তার রেজিস্ট্রেশন

রংপুরের বিশেষজ্ঞ ডাক্তার নির্বাচনে বিবেচ্য বিষয়:

উপরের ডাক্তার বৃন্দ চিকিৎসা সেবা প্রদানে অত্যান্ত আন্তরিক। সেই সাথে রোগীকে প্রয়োজনের অতিরিক্ত ট্রিটমেন্ট প্রদান করেন না।
আমরা ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে প্রায় ২০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। সুতরাং রোগী নির্দিধায় উপরের ডাক্তার বৃন্দকে দেখাত পারেন।
সেবারু মানুষের সেবাকেই সবার আগে প্রাধান্য দিয়ে থাকে। তাই একজন রোগী কোন ভাবেই প্রতারিত হওয়ার আশংকা নেই।

আরও পড়ুন: চোখের সমস্যা সমাধানে সল্প মূল্যে ব্লুকাট লেন্স…

কি কি রোগের ডাক্তার আছে?

রংপুরের ডাক্তারের তালিকা প্রস্তুতের ক্ষেত্রে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার, হাড় বিশেষজ্ঞ ডাক্তার, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার, নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার রংপুর ইত্যাদি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট পেতে সমস্যা হচ্ছে? চিন্তার কোন কারণ নেই, সেবারু আপনাকে রংপুরের বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দের অ্যাপোয়েন্টমেন্ট দেবে। আপনার জন্য ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট সেবা দিতে সেবারুর ডাটাবেজে আছে সকল বিভাগের রংপুরের বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দের তালিকা।

রংপুরের বিশেষজ্ঞ ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট ও

ডায়াগনোস্টিক টেস্টে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট এর সুযোগ নিন। শুধু মুনাফাই নয়, সু-সম্পর্ক স্থাপনই আমাদের মূল লক্ষ্য।

সেবারু হেলথ কেয়ার, ধাপ জেল রোড, মেডিকেল মোড় ( পূর্ব দিকে ৩০০ গজ প্রায়), রংপুর।
https://youtu.be/JSIdAkaEAnY

আমাদের অন্যান্য সেবাসমূহ:

  • ভারতে চিকিৎসা ও অনলাইনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ।
  • থাইল্যান্ড, ইন্ডিয়া ও সিঙ্গাপুরের ডাক্তারদের এ্যাপয়েন্টমেন্ট ও ভিসা সহায়তা।
  • ফিজিওথেরাপী চিকিৎসা ও হোম ফিজিওথেরাপি মেসিন বিক্রি।
  • ভারত, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এর হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটারের ব্যবস্থা করা।
  • রংপুরে ২০% কম খরচে স্বাস্থ্য চেকাপ / মেডিকেল টেস্ট ইত্যাদি।

আর তথ্য জানতে গুগলে সার্চ দিন এই লিখে:- আপডেট ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার রংপুর, রংপুর মেডিকেল কলেজের ওয়েবসাইট, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার রংপুর,ডক্টরস ক্লিনিক রংপুর, ডা জিম্মা হোসেন, নিউরো সার্জন রংপুর, ডা শহিদুল ইসলাম সুগম, রংপুরের সকল ডাক্তার,রংপুরের ডাক্তার শাহী ফারজানা,ডাক্তারের তালিকা,রংপুর মেডিকেল কলেজের ওয়েবসাইট,রংপুরে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার।


PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top