ইসলাম শিক্ষা

ইসলামিক স্টাডিজ কি ও কোথায় পড়ানো হয়?

ইসলাম শিক্ষা । শব্দটি শুনেই বুঝতে বাকি থাকেনা যে এখান ইসলামের মৌলিক নানা বিষয় পড়ানো হয়। এরং ইংরেজি হল, Islamic Studies।
বাংলাদেশসহ বিশ্বের অনেকগুলো দেশে ইসলামিক স্টাডিজ পড়ানো হয়। মূলত কুরআন ও হাদিসের শিক্ষার উপর ভিত্তি করেই
কোর্স কারিকুলাম তৈরি হয় এই সাবজেক্টে। শুধু মুসলিম বিশ্বেই নয় আমেরিকা, কানাডা, ইংল্যান্ডেরমত দেশের ক্যামব্রিজ ও অক্সোফোরর্ড এর মত
বিশ্ববিদ্যালয়েও ইসলামিক স্টাডিজ পড়ানো হয়।

ইসলামিক স্টাডিজ কোর্সের বিষয়:

ইসলামিক স্টাডিজের ডিসিপ্লিনে প্রবেশের আগে ডিসিপ্লিনের কারিকুলাম জেনে নেওয়া দরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ কোর্স সাধারণত একই, তবে কিছু পার্থক্য রয়েছে, তবে নীচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিষয়ের কোর্সের শিরোনাম রয়েছে।

  • বেসিক ইসলাম ও দাওয়াত (Introduction to Islam and Islamic Dawah)
  • Introductory Knowledge of the Quran, Principles and History of Tafsir Literature
  • Al-Sirat al Nabawiyyah and History of the Caliphs
  • বাংলা সাহিত্য (Bengali)
  • ইসলামের অর্থনিতী (Economy, Finance, Banking and Insurance in Islam)
  • ইংরেজী (English)
  • কুরআনের শিক্ষা (Quranic Studies)
  • ইসলামের সামাজিক শিক্ষা (Social System, Family Welfare and Aesthetics in Islam)
  • Sociology and Anthropology
  • Sunnah in Practical Life
  • Political Science
  • Political System and Human Rights in Islam
  • Study of al-Tafsir
  • Study of al- Kalam and Muslim Philosophy
  • Sufism and Some Prominent Sufis
  • Introduction to Islamic Law, Personal Law and Law of Inheritance in Islam
  • International Relations in Islam, Islam and Contemporary Issues
  • কম্পিউটার শিক্ষা – Computer Literacy
  • আরবী ভাষা সাহিত্য, ব্যাকরণ ও ভাষা- Arabic literature, Grammar, Translation and Compositions
  • Islamic Civilization and Culture, Ethics and Values in Islam
  • Modern History of the Muslim World and Organizations
  • হাদিসের শিক্ষা- Study of Hadith
  • Principles of Economics and the Economy of Bangladesh
  • History of Muslim Spain and Muslim Contribution to Science and Technology
  • Bangladesh Studies
  • Principles and History of Hadith Literature
  • ধর্ম শিক্ষা- Study of Religions
  • Principles and History of Islamic Jurisprudence
  • ইসলামের ইতিহাস- History of Islam
  • বিশ্বের মুসলিম চিন্তাবিদদের চিন্তা ও জীবনী অধ্যয়ন- Lives and Thoughts of Muslim Thinkers of the World

ইসলামিক স্টাডিজ বাংলাদেশে কোথায় পড়ানো হয়?

বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ সাবজেক্ট চালু আছে।তাই,ইসলামিক স্টাডিজ পড়ানো হয় এমন বিশ্ববিদ্যালয়গুলোকে দুইভাগে ভাগ করে উপস্থাপন করা হলঃ

ইসলামিক স্টাডিজ পড়ানো হয় এমন সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকাঃ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ইসলামী বিশ্ববিদ্যালয়
  • জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজে
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভূক্ত মাদ্রাসায়

ঘরে বসে অনলাইনে ইসলামিক স্টাডিজ বেসিক কোর্স করুন ও নিয়ে নিন ১০০০+ ইসলামিক বই। রেজিস্ট্রেশ করুন এখনি…

ইসলামিক স্টাডিজ পড়ানো হয় এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকাঃ

  • দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  • এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  • উত্তরা ইউনিভার্সিটি
  • শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি
  • পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • লিডিং ইউনিভার্সিটি
  • আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
  • ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামিক স্টাডিজ পড়লে চাকরী কোথায় পাবেন?

ইসলামিক স্টাডিজ সাবজেক্ট রিভিউ শীর্ষক আর্টিকেলের অন্যতম চুম্বক অংশ হল ইসলামিক স্টাডিজ নিয়ে বাংলাদেশে চাকরি সুবিধা।
কলা অনুষদের অন্যান্য সাবজেক্টের মত ইসলামিক স্টাডিজ সাবজেক্ট নিয়ে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল চাকরি বিদ্যমান।
নিচে ইসলামিক স্টাডিজ নিয়ে টেকনিক্যাল ও ননটেকনিক্যাল চাকরির তালিকা তুলে ধরা হলঃ

১। ইসলামিক স্টাডিজ সাবজেক্টে পড়ে সরকারি -বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষক হওয়া যায়। যেমন -সহকারী শিক্ষক(ইসলাম শিক্ষা)

২। সরকারি- বেসরকারি কলেজে শিক্ষকতাঃ প্রভাষক (ইসলামী শিক্ষা)

৩। সরকারি শিক্ষক-প্রশিক্ষণ কলেজে শিক্ষকতা- প্রভাষক (ইসলামিক আদর্শ)

৪। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শিক্ষকতা-প্রভাষক (ইসলামিক শিক্ষা)

৫। ইসলামিক স্টাডিজ পড়ে সবচেয়ে আকর্ষণীয় চাকরি হল সরকারি-বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতার সুযোগ। নিচে ইসলামিক স্টাডিজ নিয়ে শিক্ষকতার পদসমূহ উল্লেখ করা হল,

  • সহকারি শিক্ষক
  • প্রভাষক (আল-হাদিস)
  • প্রভাষক (ফিকাহ)
  • প্রভাষক (আত-তাফসির)
  • প্রভাষক (আকাঈদ)
  • প্রভাষক (আরবি ও ইসলামী শিক্ষা)

৬। বিভিন্ন ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানে চাকরিও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থীদের অন্যতম চাহিদার চাকরি।

ইসলামিক স্টাডিজের শিক্ষার্থীরা অন্যান্য সাবজেক্টের শিক্ষার্থীদের মত সহজেই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে জেনারেল ক্যাডার ও নন-ক্যাডার হিসেবে সিভিল সার্ভিসে যোগদান করতে পারে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ,বেসরকারি ব্যাংক ও সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্টানে জেনারেল চাকরি গুলোও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
করপোরেট চাকরি ও এনজিও চাকরিসমূহেও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থীরা নিজ যোগ্যতাবলে জায়গা করে নিতে পারে।
ইত্যাদি

ইসলামিক স্টাডিজ সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা

ইসলামিক স্টাডিজ সাবজেক্ট রিভিউ নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণ হল ইসলামিক স্টাডিজ সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা।
আর এই ইসলামিক স্টাডিজ সাবজেক্ট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রী চালু রয়েছে ।
নিচে ইসলামিক স্টাডিজ সাবজেক্ট চালু আছে এমন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদাহারণ দেওয়া হলঃ

  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ নিয়ে উচ্চশিক্ষা
  • ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ নিয়ে উচ্চশিক্ষা
  • শিকাগো বিশ্ববিদ্যালয়ঃলিংক
  • ইয়েল বিশ্ববিদ্যালয়ঃলিংক
  • University of Detroit Mercy:লিংক
  • ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন-লিংক
  • ক্যমব্রিজ বিশ্ববিদ্যালয়-লিংক
  • ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইড-লিংক

তাছাড়া বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ সাবজেক্ট নিয়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডি করার সুযোগ আছে।
তবে, ভালো রেজাল্ট থাকলে মধ্যপ্রাচ্যে বিনা বেতনে পড়ার সুযোগ তো থাকছেই। সেই সাথে পড়াশোনার পাশা-পাশি বাড়তি আয় করার সুযোগ রয়েছে।


Student Visa পেতে চান? কোন চিন্তা নেই, সেবারু ডটকম আছে আপনার পাশে।
আমাদের কাছ থেকে কল পেতে এখানে ক্লিক করে গুগল ফরম পুরন করুন- রেজিস্ট্রেশন ফরম
ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে বা আমাদের লাইভ দেখতে জয়েন করুন- https://fb.com/groups/studentvisahelpline
নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন: ইউটিউব চ্যানেল
Mobile: +8801711981051 / What’s app (10 am-9pm)। এই সময়ের মধ্যে কল করুন প্লিজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *