জানালার পর্দা

জানালার পর্দা ঘর সাজানোর প্রধান উপকরণ

ঘরের সৌন্দর্য বাড়াতে চায় সবাই। কিন্তু অনেকেই ভুলে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ জানালার পর্দা পাল্টানোর কথা। বাহির
থেকে সবার আগে ঘরের যা দেখা যায় তা হল জানালার পর্দা। আর তাই ঘরের শোভা বৃদ্ধিতে এর ভূমিকা অনেক বেশি।
এর মাধ্যমে যেমন ব্যক্তির রুচি প্রকাশ পায়। তেমনই ঘরের অর্থনৈতিক অবস্থার কথা কিছুটা আন্দাজ করা যায়। আসুন জেনে
নেই কেন এই পর্দা সম্পর্কে।

জানালার পর্দা কত প্রকার

শুরুতেই জেনে নিন, জানালার পর্দার প্রকাভেদ। তাতে আপনার পর্দা কিনতে আর বাছাই করতে সুবিধা হবে। সাধারনত দুই ধরনে
র জানালার পর্দা পাওয়া যায়। ঘরের জন্য আর অফিসের জন্য। যেহেতু অফিসের ডিজাইন আলাদা আর তা কাজের ক্ষেত্র তাই
সেখানে আলাদা পর্দা ব্যবহার করা হয়। যা শুধুমাত্র অফিসে ব্যবহার যোগ্য। ঘরের পর্দা সমূহ কাপড়ের তৈরি। কিন্তু অফিসের
গুলো সাধারনত কাপড়ের তৈরি না। এতে পরিষ্কারের সুবিধা থাকে অনায়াসে। আর তাই ওই বিশেষ পর্দা অফিসেই ব্যবহৃত হয়।
এইগুলোকে ব্লাইড বলে। রোলার ব্লাইড বা ভার্টিকেল ব্লাইড বেশ জনপ্রিয় বাংলাদেশে।

জানালার পর্দার ডিজাইন

জানালার পর্দার ডিজাইন জানালার সাইজ আর ঘরের ডিজাইনের উপর নির্ভর করে। যদি আপনার ঘর খুব ছোট হয় তবে আপনি
ঝুলানো লম্বা পর্দা লাগাতে পারবেন না। কারন এতে আপনার ঘর দেখতে অসুন্দর লাগবে। কারন আপনার ঘরের আর জানালার
মাপ অনুযায়ি তা অনুপযোগী। কটন , সিনথেটিক ,পলিস্টার সহ আরো নানা উপাদানের তৈরি পর্দা বাজারে পাওয়া যায়। নিয়মিত
ব্যবহারের জন্য মানুষ কটন বা পলিস্টারের ডিজাইনের পর্দা ব্যবহার করতে পছন্দ করে। কারন তা পরিষ্কারে ঝামেলা নেই। তবে
ড্রইং রুমের জন্য সিনথেটিক বা নেটের পর্দা বেশ ভালো।ডিজাইন তাতে ড্রইং রুমের সৌন্দর্য বাড়ে। যদিও নেটের পর্দার দাম
তুলনামূলক একটু বেশি সাধারণ পর্দা থেকে। তাও শৌখিন মানুষ গৃহ সজ্জার জন্য এটি কিনতে আগ্রহী।

জানালার পর্দার দাম

জানালার পর্দার দাম কাপড়ের মানের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। সুতির , পলিস্টার বা সিনথেটিক কাপড়ের মান বিভিন্ন
রকমের হয় মান ভেদে। তবে প্রকারভেদে এই দাম ১৮০ থেকে শুরু হয়। আর মার্কেটের উপরও দামের প্রভাব পড়ে। অন্যদিকে
আপনি যদি রুচিসম্মত কার্টেন কিনতে চান তবে অবশ্যই আপনাকে কমপক্ষে ৫০০ টকা প্রতি গজের জন্য খরচ করতে হবে।
বিভিন্ন মার্কেট এ দেখা যায় মান ও বহর অনুযায়ী এই কার্টেনের দাম ১৮০ থেকে ৫০০০ পর্যন্ত হয়। কারন নেট বা
অন্য উপকরণের দাম তুলনামূলক বেশি হয়। আর তাতে দামের এই অসামাঞ্জস্যতা দেখা যায়।

অফিসের জানালার পর্দার দাম

ঘরের জানালার পর্দার তুলনায় মানে ভিন্ন হওয়ায় এই পর্দার দাম ও পুরোপরি ভিন্ন। আমাদের দেশে এই পর্দা তৈরি হয় না।
যা সাধারনত আমরা অফিসের জানালায় ব্যবহার করি তা বাহির থেকে কিনে আনা হয়। এর জন্য দামে তার প্রভাব দেখা যায়।
অস্ট্রেলিয়া , তাইওয়ান, চীন বিভিন্ন দেশ থেকে এই পর্দা আমদানি করা হয়। মান ভেদে এই পর্দার দাম স্কয়ার ফুটের উপর
নির্ভর করে। দাম সাধারনত ১২০ থেকে শুরু হয় প্রতি স্কয়ার ফুট।

জানালার পর্দা লাগানোর নিয়ম

আসুন এবার জেনে নেই, জানালার পর্দা লাগানোর কিছু নিয়ম-কানুন।আগের দিনের ঘরে জানালার পর্দা লাগাতে সাধারনত দড়ি
ব্যবহার করা হত। তবে আধুনিক বাসা-বাড়িতে লম্বা স্টিলের দন্ড ব্যবহার করা হয়। অনেকেই পর্দায় র্হুক ব্যবহার করতে ভালোবাসেন।
তবে তা দেয়ার পর্বে অবশ্যই আপনার জানালায় লাগানোর উপযোগী কিনা তা জেনে নিবেন। সবচেয়ে ভালো উপায় রিং লাগানো।
এটি খুলতে যেমন সুবিধা তেমনই সময় উপযোগী। প্রথমেই দন্ডটি নামিয়ে একপাশ থেকে আস্তে আস্তে পর্দা ঢূকাবেন। জোরাজুরি
করবেন না। কারন এটি বার বার নামাতে হবে পর্দা পাল্টানোর জন্য। তাই পরিবর্তনের সময় লক্ষ্য রাখবেন। আর এর যত্ন নিবেন।

জানালার পর্দার রং বাছাই

প্রতিটি জিনিসের ক্ষেত্রে দাম যেমন একটি বড় ব্যাপার। তেমনই রং ও সহায়ক ভূমিকা রাখে। তাই রং নির্বাচনে যত্নশীল হবেন। ঘরের
দেয়ালের রং এর সাথে মিল রেখে বা কন্ট্রাস্ট রং দিয়ে সাজিয়ে ফেলিন আপনার অন্দরমহল। রুচি আর ব্যক্তিত্ব অনুযায়ি বাছাই করুন
আপনার পছন্দসই জানালার পর্দার রং। আর বাসাকে দিন নতুন লুক। হালকা রং বা গাড় যাই হোক না কেন অবশ্যই তা
ঘরের অন্যান্য জিনিসের সাথে মানানসই যেন হয় তা লক্ষ্য রাখবেন।

সতর্কতা ও টিপস

যখনই আপনি পর্দা কিনতে যাবেন তার আগে এর দাম ও কাপড়ের মান সম্পর্কে জেনে যাবেন অনলাইন থেকে। তার ফলে বাজারে
গিয়ে আপনার সমস্যা হবে না। দাম ও মান জানার ফলে আপনি আপনার বাজেট নির্ধারন করতে পারেন সহজেই। তাছাড়া চাইলে
আপনি অনলাইন থেকেও কিনতে পারেন জানালার পর্দা ও এর সামগ্রী। বাংলাদেশের সেরা অনলাইন প্ল্যার্টফরম আপনাকে
এই সুযোগ করে দিচ্ছে।

আর যখনই আপনি কিনবেন তখন অবশ্যই কয়েক দোকান ঘুরে কিনবেন। কাপড়ের গজ অনুযায়ী দাম নির্ধারন করা হয় কিছু
ক্ষেত্রে তাও দেখবেন। যাচাই বাছাই না করে হুট করে কিনবেন না। কারন এটি দীর্ঘ মেয়াদে ব্যবহারের জিনিস। আর কেনার আগে
আপনার জানালার মাপ ও ডিজাইন সম্পর্কে দোকানদারকে অবহিত করছেন। ফলে সেও আপনাকে প্রয়োজনীয় টিপস পাবেন।
যা আপনার পর্দা কিনতে সাহায্য করবে।

আগে থেকেই আমাদের দেশে প্রচলিত ছিল নারীরের গুণ প্রকাশ পায় তার ঘর সজ্জা দেখে। যা এখনও ব্যতিক্রম নয়।
রুচিশীল মানুষের রুচির প্রকাশ তারঅন্দরের জানালায় ঝুলানো পর্দা। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক এই পর্দা আজই
কিনুন। আর পাল্টে ফেলুন বাসার চেহারা।এছাড়াও ঘর সাজাতে আরও পড়ুন রাতারাতি কোটিপতি হওয়ার ১০ টি উপায়
যার ফলে আপনার ঘরে হয়ে উঠবে প্রাণবন্ত।আপনাদের গুরুত্বপূর্ণ মতামতঁ জানান কমেন্টবক্সে। আর চোখ রাখুন
সেবারু ওয়েবসাইটে নিত্যনতুন সব ফিচার নিয়ে আমরা আছি সব সময় আপনার পাশে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *