বিসিএস প্রস্তুতি

বিসিএস প্রস্তুতি- এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়

বিসিএস প্রস্তুতি নেওয়ার জন্য শীক্ষার্থীরা পুরো অনার্স জুড়ে প্রায় ৪ থেকে ৫ বছর পান। এ সময়টাই মূলত বিসিএস এর প্রস্তুতি নেওয়ার জন্য উত্তম।
গুগলে সার্চ দিয়েও জানতে পারবে বিসিএস প্রস্তুতি বিষয়ে অনেক লেখা। সেখান থেকেই অনেক ধারনা পাবেন। নিচে কিছু বিষয় আলোচনা করা হল।

বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় মোট ৩ টি ধাপ থাকে।

১। প্রিলিমিনারি পরীক্ষা

২। লিখিত পরীক্ষা

৩। ভাইভা পরীক্ষা

১ম ধাপ, প্রিলিতে ২০০ নম্বরের পরীক্ষা হয়। মোট ১০ টি বিষয় থাকে।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য টেবিলের সামনে একটা মানচিত্র টাঙিয়ে পড়ার ফাঁকে ফাঁকে মানচিত্র মুখস্ত করুন। আরও যে কাজ করতে পারেন,

  • কারেন্ট এফেয়ার্স, সমীক্ষা, আদমশুমারি, সাম্প্রতিক তথ্যের পড়ুন।
  • বই কিনুন কম, পড়ুন বেশি।
  • পত্রিকা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার কোন দরকার নেই। শুধুমাত্র বাংলাদেশ, আন্তর্জাতিক, সম্পাদকীয়, মতামত এগুলো পড়লেই হবে।
  • বাজারে প্রচলিত এবং বিখ্যাত যেকোন একটি বই কিনে পড়া শুরু করবেন। বেশিরভাগ বইয়েই একই তথ্য দেয়া। ক্ষেত্র বিশেষে কিছু ভিন্নতা আছে। ভিন্নতা থাকবেই।
  • নিজে নিজেই নোটস, শর্টকাট নিয়ম বানান।
  • গণিতে একই অংকের জন্য ১০০ টা শর্টকাট থাকতে পারে। আপনি আপনার সুবিধামত একটা বানিয়ে নিন। আরেকজনের সাথে মিলতে হবে এমন কথা নেই। অমুক স্যার এভাবে দিয়েছেন তাই আমিও এভাবে করব, এই চিন্তা বাদ দিন। আপনার নিয়মে অংক মিললেই হল।
  • নিয়মিত পড়াশুনার পাশাপাশি অনুশীলন করা জরুরী। আজকাল অনুশীলন আপনার মোবাইলেই আছে।
    প্লেস্টোর থেকে Hello BCS এপ নামান। এপে প্রতিটি বিষয়ের প্রতিটি টপিকে এক্সাম দিতে পারবেন। এক্সাম দিতে লাগবে না কোন টাকা। এভাবে আপনি খুব সহজেই বিসিএস প্রস্তুতি নিতে পারবেন।
  • প্রস্তুতির শুরু থেকেই সিরিয়াস কিছু বন্ধুদের সাথে প্রস্তুতি, অনুশীলন শেয়ার করতে পারেন। তবে যদি মনে হয় অন্যদের থেকে আপনি পিছিয়ে আছেন, হতাশ হয়ে পড়েন তাহলে সোজা তাদের থেকে সরে আসবেন।
  • আবার Hello BCS বা এই এপের মত কিছু এপ আছে, যারা শুরু থেকেই বিসিএস প্রস্তুতির জন্য প্রোগ্রাম নামায়। এই সব প্রোগ্রামের সাথে জড়িত থাকতে পারেন। এই প্রোগ্রামে আপনাকে কদিন পরে পরেই একটা বিষয়ে পরীক্ষা দিতে হবে।এই পরীক্ষা গুলো আপনাকে দৌড়ের উপরে রাখবে। আপনি পড়াশুনা থেকে ছিটকে পড়বেন না।
  • মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যেসময় কোন কিছু ভাল লাগে না। পড়তে ইচ্ছা করে না। এগুলো খুবই স্বাভাবিক। আপনার ক্ষেত্রে ও আসবে। এই লিখা পড়ার সময় ও হয়ত আপনার বিসিএস নিয়ে পড়তে ইচ্ছে হবে না।

বিসিএস ভাইভা প্রস্তুতি

ভাইভা বোর্ডে উপস্থিত হয়ে এমন আচরণ করবেন না যাতে আপনাকে ডিসকলিফাই করে দেয়। এখানে প্রশ্নের উত্তরের পাশা পাশি শরীরের ভাষাও গুরুত্বপূর্ণ।
তাই নিচে বিসিএস ভাইভা বোর্ডের কমন কিছু শরীর ভাষা শেখানো হল।

শরীরের ভাষাযে অর্থ প্রকাশ করে
কোমরে হাত রেখে দাঁড়ানোআগ্রাসী আক্রমণাত্মক, কাজ করার জন্য প্রস্তুত।
আড়াআড়িভাবে পা রেখে বসা, দু পায়ে মৃদু ঠোকাঠুকিঅনাগ্রহ
পা দুটো অল্প ফাঁক করে বসাআগ্রহ, দুশ্চিন্তামূক্ত
দুই হাত বুকে আড়াআড়িভাবে ভাঁজ করে রাখাআত্মরক্ষণাত্মক
চিবুকে হাত রাখাচিন্তা
কাঁধ ঝুঁকিয়ে পকেটে হাত রেখে হাঁটাহতাশা
পিঠের দিকে দুই বদ্ধ হাতরাগ নৈরাশা, প্রতীক্ষা, আশঙ্কা
নাক ছোঁওয়া, মৃদু ঘষাঅস্বীকৃতি, সন্দেহ, মিথ্যাচার
চোখ রগড়ানো সন্দেহঅবিশ্বাস
মাথার পিছনে দুই হাত রাখা চোখ নামানোঅনাগ্রহ
চোখ বন্ধ করে নাকে দুই আঙুল দিয়ে চিমটি কাটার ভঙ্গিনেতিবাচক মূল্যায়ন
আঙুর দিয়ে ঘনঘন টোকা দেওয়া বা বাজানোর ভঙ্গিঅস্থিরতা
চুলে হাত বোলানো বা আঙুল চালানোআত্মবিশ্বাসের অভাব, নিরাপত্তাহীনতা
নখ কামড়ানোনিরাপত্তাহীনতা, স্নায়বিক দৌর্বল্য
সরাসরি চোখে চোখ রেখে তাকানোপূর্ণদৃষ্টি বিশ্বাসযোগ্যতা, নির্ভরতা
একদিকে অল্প হেলানো মাথা আগ্রহ
দৃঢ় পদক্ষেপে হাঁটাআত্মবিশ্বাস
নিচের দিকে তাকানো অবিশ্বাস
হাত দুটো মাথার পিছনে দিয়ে পা বাড়িয়ে আড়াআড়ি রাখাআত্মবিশ্বাস, কর্তৃত্ব
বিসিএস ভাইভা প্রস্ততি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *