গ্রাফিক্স ডিজাইন কি

গ্রাফিক্স ডিজাইন কি ও কিভাবে শিখব?

গ্রাফিক্স ডিজাইন কি? এটি জানার আগ্রহ নেই এমন মানুষ খুব কমই পাবেন আজকের এই বিশ্বে। কারন যুগের সাথে তাল মিলিয়ে
মানুষ নতুন কাজের দিকে ঝুঁকছে। আর তেমনই একটি কোর্স হল গ্রাফিক্স ডিজাইন। এর মাধ্যমে মানুষের ভিজুয়েলাইজেশন
বৃদ্ধি পেয়েছেন। মানুষ অনেক ক্রিয়েটিভ চিন্তা করে এখন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিষ নিয়ে। আমাদের আজকের বিষয় তাই আধুনিক ও যুগ সম্মত
শিক্ষা গ্রাফিক্স নিয়ে।আরও জানব কিভাবে তা শিখা যায় তা নিয়েও।

গ্রাফিক্স ডিজাইন বলতে কি বুঝায়?

গ্রাফিক্স ডিজাইন ফর সেল প্রোডাক্ট

মূলত আপনার চিন্তা, দক্ষতা, আর কাজকে ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলার নামই হল গ্রাফিক্স ডিজাইন। এটি এমন এক প্রক্রিয়া
যার সাহায্যে আপনি ডিজাইনের মাধ্যমে গ্রাহক বা ট্রাফিককে কোন কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তবে তা সংক্ষিপ্ত
প্রক্রিয়ায়। তাই এর চাহিদা অনেক সবার কাছে। এতে দ্রুত পণ্য বা সেবার প্রচার করা যায় আকর্ষনীয় ভাবে। আর ডিজাইন ভালো
হলে তা মানুষের মনে যুগ যুগ ধরে স্মরণ থাকে। এক কথায় গ্রাফিক্স ডিজাইনকে আপনি ভিজুয়েল কন্সেপ্ট বলতে পারেন।

গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি লাগে?

প্রতিটি ডিজিটাল কাজের জন্য লাগে একটি মান সম্মত ল্যাপটপ বা ডেস্ক কম্পিটার। আর লাগে ইন্টারনেট কানেকশন। আপনি যখনই
চিন্তা করবেন গ্রাফিক্স ডিজাইন শিখবেন তখন অবশ্যই দক্ষ কারো সাথে আলোচনা করে ল্যাপটপ বা কম্পিউটারকে তার উপযোগী
করে নিবেন। কারন এই গ্রাফিক্স ডিজাইনের জন্য লাগে একটি শক্তিশালী গ্রাফিক্স কার্ড , র‍্যাম আরও অন্যান্য জিনিষ। যা আপনার
কাজের গতি আর কাজ করবে মান সম্মত আর যুগোপযুগি। আর এই জন্য গ্রাফিক্স ডিজাইন শিখার আগে তার সেট আপগুলো ঠিক
করে নিন। যেন প্রয়োজনীয় মুহুর্তে আপনার কাজে বাধা না আসে।

কারা শিখতে পারবে গ্রাফিক্স ডিজাইন?

অনেকের মনে প্রশ্ন জাগে আমি তো আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড তাই আমার দ্বারা হবে না এই গ্রাফিক্স শেখা। আবার অনেকেই
বলে আমি তো গৃহিনী বা ছোট মানুষ আমি কি পারব? তাদের জন্য জানা জরুরী যে বর্তমানে সব শিক্ষাই সবার জন্য উন্মুক্ত প্রায়।
আপনার চিন্তা, মননশীলতা আর কাজের স্পৃহা আপনাকে যেকোন কাজে দক্ষ করে গড়ে তুলতে পারে। তাই যে কেউ, যে কোন
বয়সি মানুষই এই গ্রাফিলস ডিজাইন শিখতে পারবেন। তার জন্য আপনার কাজের প্রতি আগ্রহ আর সৃজনশীলতা লাগবে। কারন
এটি একটি ক্রিয়েটিভ কাজ। যা আপনার সুন্দর চিন্তাকে একটি জিজাইনের মাধ্যমে সবার কাছে তুলে ধরবেন।

তবে যারা প্রফেশনালি এটি শিক্ষা হিসেবে নিতে চায় তাদের অবশ্যই এইচএসসি পাশ করতে হবে। কারন আজকাল অনেক ভার্সিটি
একে অনার্স লেভেলে শিক্ষা কার্যক্রমে রেখেছে। যাতে শিক্ষার্থীরা এই শিক্ষা লাভ করে নিজের সুন্দর ক্যারিয়ার গঠনে ভূমিকা
রাখতে পারে। তাছাড়া অনেকেই এই বিষয়ে ডিপ্লোমাও করে। তারা চাইলে এসএসসি বা যে কোন পাসের পরেই এটি করতে পারবেন।

Graphics Design এ ক্যারিয়ার গঠন

গ্রাফিক্স ডিজাইন ফর ট্রাভেল ব্লগ

বর্তমানে এই কোর্স শিখে কেউ বেকার বসে আছে এমন নজির নেই। কারন ডিজিটাল এই যুগে সবখানেই গ্রাফিক্স এর চাহিদা আছে।
এটি ছাড়া আপনি কোন কাজ কল্পনা করতে পারবেন না। একটি উদাহরন দেই তাতে আপনার বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি কোন
পণ্য কিনবেন তখন সবার আগে যা দেখেন তাতেও গ্রাফিক্স পাবেন। কারন যে কাগজ বা লোগো দেখেন তাও গ্রাফিক্স এর কাজের
অংশ। তাতেই বুঝুন গ্রাফিক্স এক সর্বত্র। তাই জেনে নিন Graphics Design এ ক্যারিয়ার কোথায় আছে তা নিয়ে।

  • লোগো ডিজাই্নার রুপে
  • এডভেটাইজ কোম্পানিতে
  • ওয়েব ডিজাইনার রুপে
  • ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে
  • ম্যাগাজিন বা নিউজ পেপারে
  • এনিমেশন তৈরিতে
  • বুক ডিজাইন বা ফটো এডিটে
  • ব্র্যান্ড তৈরিতে

এছাড়া আরও অনেক কিছু আছে যাতে গ্রাফিক্স এর কাজ লাগে। তাই এটি শিখে চাকরি পাবেনই এই নিশ্চয়তা আছে।

কিভাবে শিখব গ্রাফিক্স ডিজাইন ?

যখনই আপনি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারনা পেয়ে যাবেন তার পরবর্তি জিজ্ঞাসা কিভাবে শিখব এটি? আজকাল প্রায় সব আইটি
শিক্ষার প্রতিষ্ঠান এই গ্রাফিক্স এর কোর্স অন্তর্ভুক্ত করেছে। আর তাই যেকোন ভালো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি শিখতে পারেন এই
কোর্স। যেমনঃ ক্রিয়েটিভ আইটি, কোডার ট্রাস্ট , ওয়ান আওয়ার স্টাডি অন্যান্য। এছাড়া সরকারি ভাবে আপনি ফ্রিতে শিখতে
পারবেন আবার বৃত্তিও পাবেন। আর তার জন্য আপনাকে লার্নিং এন্ড আর্নিং ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে।

ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শিখার উপায়?

করোনা মহামারিতে আমাদের দেশ সহ যখন সমগ্র বিশ্ব বিপর্যস্থ আর স্থিমিত হইয়ে গিয়েছিল, তখন অনলাইনই একমাত্র মাধ্যম ছিল
যার মাধ্যমে সমস্ত কার্যক্রম চালু রাখা সম্ভব হইয়েছিল। আর এর প্রসারও হয়েছে অনেক যার ফলে লোক জন ঘরে বসে এখন
শিক্ষার দিকে ঝুঁকছে। আর তাতে শিক্ষার্থী আর শিক্ষার মান ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আপনার যদি ব্রডব্র্যান্ড লাইন থাকে
বা মোবাইল ডাটা তবে আপনি ঘরে বসে খুব সহজেই এই কাজ শিখতে পারবেন। তাছাড়া চাইলে আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল
থেকে বা সোশ্যাল মিডিয়ার সাহায্যে ঘরে বসেই শিখতে পারেন গ্রাফিক্স এর কাজ।

আজকাল বিভিন্ন এপ্স দিয়েও গ্রাফিক্স এর কাজ শেখা যায়। আর তার জন্য একটি ভালো ও উন্নত মানের স্মার্ট ফোন দরকার।
আর তাতে ক্যানভা বা অন্যান্য এপ্স ডাউনলোড করে শিখে গ্রাফিক্স এর কাজ।

কত দিন লাগে গ্রাফিক্স ডিজাইন শিখতে?

অনেকেই ভর্তির সময় জিজ্ঞেস করে কতঁ দিন লাগবে গ্রাফিক্স শিখতে। এটি একটি খুব কমন প্রশ্ন সবার মনে জাগে। তার উত্তরে
এটাই বলা যায়, আপনি যদি কোর্স করেন তবে তা ২ থেকে ৬ মাসের হয়ে থাকে সাধারনত। এই কোর্স শিখে আপনাকে
নিয়মিত চর্চার মধ্যে থাকতে হবে। না হয় আপনি সফলতা লাভ করতে পারবেন না। কারন এই মাধ্যমে কাজের যেমন চাহিদা
তেমনই কাজের মান উন্নত না হলে আপনি কাজ পাবেন না। আর তাই নিজের সৃজনশীলতা বাড়াতে প্রতিনিয়তই শিখতে হবে
আপনাকে। কারন এর জন্য নিত্য নতুন এপ্স বা কাঠামো পরিবর্তিত হয়। আর তাই যুগের সাথে আর বাজারে কাজ পেতে
প্রতিনিয়ত শিক্ষার কোন বিকল্প নেই।

গ্রাফিক্স শিখে কত আয় করা যায়?

গ্রাফিক্স একটি ক্রিয়েটিভ কাজ। তাই এই কাজের মূল্য বেশি। আপনি একটি ছোট লোগো তৈরি করেও ২০ থেকে ৩০ ডলার
ইনকাম করতে পারেন। আর তাই এই কাজে আয়ও অন্যান্য কাজ থেকে তুলনামূলক বেশি। আপনি যদি আপনার সৃজনশীলতা
দেখাতে পারদর্শী হন তবে অনায়াসে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা আপনি মাসে আয় করতে পারবেন। তাই মন দিয়ে এই
কাজ শিখে দক্ষতা অর্জন করতে পারলে সাফল্য আপনার দোড় গোরায় হবে তা জেনে রাখুন।

ফ্রিল্যান্সিং নিয়ে ক্যারিয়ার গড়তে চাইলে এই গ্রাফিক্স আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। কারন আপনার মননশীলতা
আপনার কাজের দক্ষতার সাক্ষী রুপে থাকবে। তাই আজই শিখে ফেলুন গ্রাফিক্স এর কাজ। এছাড়া চাইলে আপনি জেনে নিতে
পারেন ডিজিটাল মার্কেটিং এবং ব্লগ লিখা সম্পর্কেও।

ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স !

২০২৩ সালের নতুন বছর উপলক্ষ্যে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স করে ”গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম” করার দারুন সযোগ দিচ্ছে সেবারু ডট কম।
নিচের লিংক এ দেওয়া গুগল ফরমটি ক্লিক করুন এবং পুরণ করুন। আমাদের টিমমেম্বাররা আপনার সাথে যোগাযোগ করে ফ্রি ক্লাশের লিংক দিয়ে দেবে ইনশাআল্লাহ।

আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্টবক্সে। তাছাড়া নিত্য নতুন সব তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আরও জানাতে
পারেন আপনি কি জানতে চান সেই সম্পর্কেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *