মাল্টায় উচ্চশিক্ষা নেওয়ার জন্য যা যা করতে হবে

ভূমধ্যসাগরের কতগুলো প্রবাল দ্বীপ নিয়ে মাল্টা গঠিত হয়েছে। ইতালি থেকে  মাল্টার দূরত্ব প্রায় ৮০ কিলো।
মাল্টা ইউরোপিয়ান ইউনিয়ন এর অন্তর্ভুক্ত একটি সদস্য রাষ্ট্র। মাল্টা সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ হওয়ায় এখানে প্রাকৃতিক দৃশ্যাবলী রয়েছে।
যা দেখার জন্য ট্যুরিস্টরা প্রতিবছর সেখানে যায়। কিন্তু আজকাল শুধু ট্যুরিস্টরা না, মাল্টায় উচ্চশিক্ষা লাভের জন্যও অনেকে সেখানে উপস্থিত হচ্ছে।

মাল্টা ১৯৬৪ সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভ করার পূর্বে মাল্টা যুক্তরাজ্যের অধীনে ছিল। যার ফল হিসেবে মাল্টার শিক্ষা ব্যবস্থার সাথে আমেরিকায় উচ্চশিক্ষা এর অনেকখানি মিল পাওয়া যায়। মাল্টা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়ার পাশাপাশি তারা তাদের শিক্ষা ব্যবস্থার প্রসারে অনেক কাজ করে থাকে ।

মাল্টাতে ৮ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রতিবছর বিশ্বের প্রায় ৮০ টি দেশ থেকে ১১ হাজার এর চেয়েও বেশী শিক্ষার্থী পড়াশোনার জন্য মাল্টাতে আসে। মাল্টা দেশটি তুলনামূলক ছোট হলেও তারা তাদের অর্থনীতি ও শিক্ষার প্রসারকে আজও ধরে রেখেছে।

মাল্টায় উচ্চশিক্ষা

মাল্টা বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা পূরণ, স্টুডেন্ট ভিসা হাতে পাওয়া, ভর্তি হওয়ার জন্য যা যা কাগজ পত্র লাগবে এবং মাল্টাতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য প্রাসঙ্গিক যা যা বিষয় জানা প্রয়োজন তার সবটুকুই আমরা আজকে আপনাকে জানাবো।

মাল্টার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি যোগ্যতা

মাল্টায় অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা লাভের জন্য সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে যোগ্যতা চাওয়া হয় সেটি আগে পূরণ করতে হবে। তাহলেই সেই দেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য আবেদন করা যাবে। উক্ত যোগ্যতাগুলো হচ্ছে-

  • আবেদনকারীর রেজাল্ট এসএসসি ও এইচএসসি মিলিয়ে সর্বনিম্ন ৬.০ পয়েন্ট হতে হবে।
  • পড়ালেখায় ৫ বছরের বেশী গ্যাপ হলে আবেদন করতে পারবে না।
  • আবেদনকারীর ইংরেজি জন্ম-সনদ
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

মাল্টার যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য উক্ত যোগ্যতাগুলো পূরণ করতে হবে।

মাল্টার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য আবেদন ফর্মে যা যা লাগবে

মাল্টাতে পড়তে যাওয়ার জন্য আগে আপনার যোগ্যতা বিবেচনা করা হবে। উক্ত যোগ্যতাগুলো পূরণ করা হয়ে গেলে তাদের আবেদন ফর্ম পূরণ করে অনলাইনের মাধ্যমে তাদের কাছে পাঠাতে হবে। আবেদন ফর্ম পূরণ করার জন্য যা যা লাগবে।

  • দুই কপি পাসপোর্ট আকারের ছবি
  • পাসপোর্ট এর কপি
  • আবেদনকারীর ট্রান্সক্রিপ্ট তথা মার্কশিট অথবা সার্টিফিকেট। (ইংরেজিতে হতে হবে)
  • ইংরেজি ভাষায় দক্ষ এমন একটি সার্টিফিকেট এর প্রয়োজন পড়বে। IELTS ও TOEFL এর মতো কোর্স করে উক্ত সার্টিফিকেটগুলো পাওয়া সম্ভব।
  • বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি

উপসংহার

মাল্টায় উচ্চশিক্ষা অর্জন করার জন্য এবং সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি যোগ্যতা পূরণ করতে হবে, ফরম পূরণ করার জন্য কি কি করতে হবে তার সবটাই আপনাদের জানানো হলো। মাল্টার পাশাপাশি আপনারা চাইলে USA, Canada, Australia ও China তে উচ্চশিক্ষা ও স্কলারশিপ পাওয়ার উপায় গুলো জানতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *